Wednesday, April 22, 2020

মোবাইল অপারেটরগুলো প্রতিনিয়ত বিভিন্ন অফারের মেসেজ আমাদেরকে পাঠিয়ে থাকে। এগুলোকে প্রোমোশনাল মেসেজ বলা হয়। এসব মেসেজের মধ্যে অধিকাংশই কোনো কাজের নয়। কোম্পানিগুলো যাতে এসব মেসেজ না পাঠায়, তাই আপনি চাইলে সে ব্যবস্থা নিতে পারেন।



বাংলাদেশে সিম অপারেটর কোম্পানিগুলো কতৃক প্রেরণকৃত প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায় এই পোস্টে আলোচনা করা হল।

রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়

রবি সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
  • *7# ডায়াল করুন,
  • 2 লিখে রিপ্লাই করুন।
একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, রবি সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।

গ্রামীনফোন সিমের অফার মেসেজ বন্ধের উপায়

গ্রামীনফোন সিমে *121*1101# ডায়াল করে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে পারবেন। পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে *121*1102# ডায়াল করতে হবে।

বাংলালিংক সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়

বাংলালিংক সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
  • মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF
  • এরপর মেসেজটি পাঠিয়ে দিন 6121 নাম্বারে।
উপরোক্ত মেসেজ পাঠাতে কোনো ফি প্রযোজ্য হবেনা।

এয়ারটেল সিমের প্রোমোশনাল SMS বন্ধের উপায়

আপনারা অনেকেই জানেন, এয়ারটেল এবং রবি কোম্পানি এখন একসাথে কাজ করছে। সুতরাং, এয়ারটেল সিমে আসা প্রোমোশনাল মেসেজ উপরে উল্লিখিত রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়ে বন্ধ করা যাবে। অর্থাৎ-
  • *7# ডায়াল করুন,
  • 2 লিখে রিপ্লাই করুন।
একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, এয়ারটেল সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।

টেলিটক সিমের অফার SMS বন্ধের উপায়

টেলিটকে খুব একটা অফার মেসেজ আসেনা। টেলিটকের প্রমোশনাল মেসেজগুলো এমনিতে অনেক কাজের হয়ে থাকে, কারণ টেলিটকে অনেক কম খরচে ভয়েস কল ও ডাটা কেনা যায়। যদিও, তাদের নেটওয়ার্ক নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে। সবকিছুর পরেও, আপনি যদি টেলিটক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলতেই হচ্ছে, এই পোস্টটি পাবলিশ হওয়ার দিন পর্যন্ত তাদের অফার SMS বন্ধ করার কোনো উপায় চালু করেনি।

সকল মোবাইলে অফার মেসেজ বন্ধ করার উপায় কী?

প্রমোশনাল মেসেজ আসা বন্ধ না করতে পারলেও আপনি মেসেজের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। আপনার স্মার্টফোনের মেসেজ অ্যাপের মধ্যে দেয়া ফিচার ব্যবহার করে যেকোনো সিমের অফার মেসেজ নোটিফিকেশন বন্ধ করতে পারেন। শাওমি ফোনের মেসেজ অ্যাপের মধ্যে কিওয়ার্ড ধরে এবং নাম্বার ধরে মেসেজ স্প্যাম মার্ক করা যায়, যার ফলে মেসেজগুলো আর ইনবক্সে আসেনা। অন্যান্য ফোনেও এরকম ফিচার পাবেন। এছাড়া থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও এটা করতে পারবেন।

আপনি কি আপনার মোবাইলে প্রমোশনাল মেসেজ আসা বন্ধ করেছেন? নাকি চালু রেখেছেন? বন্ধ করে থাকলে কীভাবে করেছেন? কমেন্টে জানান!

Labels:

শুরু করছি পরম করুনাময় ঐ মহান আল্লাহ তা’য়ালার নামে। আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট অপারেটর নিউজ নিয়ে এসেছি।
সম্প্রতি Robi একটি ফ্রি অফার দিচ্ছে। এটি COVID-19 এর জন্য কি না বলতে পারছি না।

Try করে দেখতে পারেন আপনি এই অফারটি পাবেন কি না।
তো চলুন এই অফারটি সম্পর্কে জানা যাকঃ
এই অফারটি নেবার জন্য আপনাকে ডায়াল করতে হবে

*21291*09#

ব্যাস এর পরই পেয়ে যাবেন Free Offer.

Free Minute
Free MB

অফারটি পেলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।খোদা হাফেজ।

Labels:

(Zorex) বাংলাদেশের সবগুলো জেলার করোনা ভাইরাসের লাইভ আপডেট দেখার উপায়

আমরা যখন Online এ করোনা ভাইরাসের লাইভ আপডেট দেখতে যাই তখন বেশিরভাগই ইংলিশে থাকে।
তারউপর কোন জেলাতে কতজন আক্রান্ত তা ও জানতে পারি না।
বিষয়টা খুবই বিরক্তিকর।
তাই এর সমাধানের জন্য বাংলাদেশের সবগুলো জেলার করোনা ভাইরাসের লাইভ আপডেট, বিভিন্ন গুরুত্বপূর্ণ হেডলাইন ইত্যাদি সবকিছু এক পেইজে দেখানো ব্যবস্হা করলাম।
Data গুলো বিভিন্ন খবরের সাইট এর সাথে কানেন্টেড। তাই লাইভ আপডেট পাওয়া যায়।
কিংবা Zorexid.cu.ma এই সাইটে গিয়ে Corona Virus Live Update এ ক্লিক করুন। চাইলে পেইজটি Bookmark করে রাখতে পারেন।
coronavirus zorexid
যা যা থাকছে:
1. বাংলাতে বিশ্বের সব দেশের করোনা ভাইরাসের লাইভ আপডেট
corona virus live update bangla

Labels:

চীনা স্মার্টফোন কোম্পানি OPPO তাদের A সিরিজের নতুন ফোন লঞ্চ করলো।সস্তায় শক্তিশালী ব্যাটারিরি সাথে লঞ্চ হলো OPPO A12, জানুন দাম ও ফিচার

চীনা স্মার্টফোন কোম্পানি OPPO তাদের A সিরিজের নতুন ফোন লঞ্চ করলো।সস্তায় শক্তিশালী ব্যাটারিরি সাথে লঞ্চ হলো OPPO A12, জানুন দাম ও ফিচার


চীনা স্মার্টফোন কোম্পানি OPPO তাদের A সিরিজের নতুন ফোন লঞ্চ করলো। এই ফোনের নাম OPPO A12। এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও অপ্পো এ১২ ফোনে পাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা, ৪,২৩০ এমএএইচ ব্যাটারি ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসুন OPPO A12 এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

OPPO A12 দাম :


আপাতত কোম্পানি এই ফোনকে ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে। ইন্দোনেশিয়ায় এই ফোনের দাম IDR ২,৪৪৯,০০০ (ভারতীয় মূল্যে প্রায় ১২,০০০ টাকা)। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। এছাড়াও ফোনটি ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের সাথেও এসেছে। যদিও তার দাম এখনও জানা যায়নি। ফোনটি কালো ও নীল রঙে পাওয়া যাবে।

Labels:

মেগাপিক্সেল ক্যামেরার ও ৮৬৫ প্রসেসর সাথে আসছে নোকিয়া ৯

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ও ৮৬৫ প্রসেসর সাথে আসছে নোকিয়া ৯.৩


এইচএমডি গ্লোবাল এই বছর তৃতীয় কোয়ার্টারে তাদের ফ্লাগশিপ ফোন নোকিয়া ৯.৩ লঞ্চ করবে। নোকিয়াপাওয়ার ইউজার তাদের একটি রিপোর্টে বলেছে এই ফোনে পাঁচটি রিয়ার ক্যামেরা থাকবে ‌ এই পেন্টা ক্যামেরা সেটআপে একটি ১০৭ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। এর সাথে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও নোকিয়া ৯.৩ কিউএইচডি + ডিসপ্লের সাথে লঞ্চ হবে।

নোকিয়া ৯.৩ সম্ভাব্য ফিচার :


নোকিয়া ৯.৩ এর সমস্ত ফিচার এখনো সামনে আসেনি। রিপোর্ট অনুযায়ী এই ফোনে ৬.২৯ ইঞ্চি OLEd ডিসপ্লে দেওয়া হবে, যেটি কিউএইচডি + রেজুলেশনের সাথে আসবে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে।

Labels:

মাত্র একদিনই ৫০ লক্ষ এরও বেশিবার ডাউনলোড হয়ে গেল ফেসবুকের এই গেমিং অ্যাপ! আপনি ট্রাই করেছেন তো?

মাত্র একদিনই ৫০ লক্ষ এরও বেশিবার ডাউনলোড হয়ে গেল ফেসবুকের এই গেমিং অ্যাপ! আপনি ট্রাই করেছেন তো?

হোয়াটসঅ্যাপ গাইস,
কি অবস্থা সবার নিশ্চয়ই ভালো আছেন!

প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি ফেসবুক ইদানিং একের পর এক নিয়ে এসে তাদের গ্রাহকদেরকে ভেলকি দেখানো শুরু করে দিয়েছেন!
আর ঠিক সেই ধারাবাহিকতায় এবারও ফেসবুক গেম পাগলদের জন্য নিয়ে চলে আসলো *ফেসবুক গেমিং* নামে একটি চমৎকার অ্যাপ, আর সব থেকে অবাক করা বিষয় হয়েছে এই অ্যাক্টিভ গুগল প্লে স্টোরে আসতে না আসতেই এর জনপ্রিয়তা বেশ অবাক করার মত।
মাত্র একদিন এই অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে ৫০ লক্ষের ও বেশি, তো অ্যাপটি কি এবং কিভাবে কাজ করে জানতে পোষ্টটি সম্পূর্ণ পড়ুন!
এই গেমিং অ্যাপে ফেসবুক অ্যাপে উপলব্ধ গেমের থেকে আলাদা গেম রয়েছে। এই অ্যাপে গেম প্লে, ওয়াচ আদার, লাইভ গেম প্লে এর মত ফিচার আছে।
আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে ফেসবুক এই অ্যাপটি দিয়েই গেমিং ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো পা রাখল, এই অ্যাপসটি মূলত বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটা দেশে লঞ্চ করা হয়ে গেছে অলরেডি। যদিও এই অ্যাপটির লঞ্চ হওয়ার কথা আরো পরে থাকলেও বেশ আগেভাগেই লঞ্চ করে ফেলল ফেসবুক!

কোম্পানি গত ১৮ মাস ধরে দক্ষিণ এশীয় এবং লাতিন আমেরিকার দেশগুলিতে এই অ্যাপটি পরীক্ষা করছিল। ব্যবহারকারীরা এটিকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন!

Labels:

নতুন রূপে ট্রিকবিডি এর অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ

নতুন রূপে ট্রিকবিডি এর অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ

আলহামদুলিল্লাহ
ট্রিকবিডি এর নতুন অফিশিয়াল অ্যাপ প্লে ষ্টোরে পাবলিশ করা হয়েছে।
 
অ্যাপটিকে আপনাদের জন্য সম্পূর্ন নতুন ভাবে সাজিয়েছে ট্রিকবিডি টিম যেটা ট্রিকবিডি এর সাথে আপনার অভিজ্ঞতা পালটে দিবে ।
 
খুশির খবর হলো আপনার যদি কোন ট্রিকবিডি অ্যাকাউন্ট না থাকে, অ্যাপ থেকে সহজেই একাউন্ট খুলে নিতে পারবেন।
প্লেষ্টোর লিংকঃ
অ্যাপটিকে নিচের লিংক থেকে প্লেষ্টোর থেকে ইন্সটল করে নিন


অ্যাপটিতে আপনার জন্য যা যা থাকছেঃ
– স্মোথ এবং ফাস্ট লোডিং
– ট্রিকবিডি এর সকল ফিচার যেমন যেকোন পোষ্ট এ লাইক,রিপোর্ট কমেন্ট করার সুবিধা পাবেন একদম হাতের মুঠোয়
– অফলাইন রিডিং, ইন্টারনেট না থাকলেও নিতে পারবেন প্রযুক্তিগত জ্ঞানের স্বাধ
– ডার্ক মুড , আপনার পছন্দের ফন্ট বাছাই এর সুবিধা
– আপনার কমেন্ট এ কেউ রিপ্ল্যাই করেছে, আপনার পোষ্ট এ কেউ কমেন্ট করেছে? পেয়ে যাবেন রিয়্যাল টাইম নোটিফিকেশন
– পছন্দের পোষ্ট এ নোটিফিকেশন আকারে পাওয়ার সুবিধা

স্ক্রিনশুট সমূহঃ

Labels:

Thursday, April 2, 2020

১০০% ছাড়ে দিচ্ছে Paid হস্টিং তাও আবার ১ বছরের জন্য!

১০০% ছাড়ে দিচ্ছে Paid হস্টিং তাও আবার ১ বছরের জন্য!

সবাই কেমন আছেন!

 

অনেক দিন পর ট্রিকবিডিতে আসলাম।

আগেই বলি রাখি ইমেইল এবং আপনার Details ঠিক মত ভেরিফাই না করলে Acount Suspended করা হবে।
বেশি কথা না বলে চলে যাচ্ছি পোস্টে।
9HostBD.Com দিচ্ছে Student Pack জারা ওয়েব ডিজাইন শিখতে চান তাদের জন্য ১ বছরের জন্য দিচ্ছে ২৫৬ এমবি ফ্রী।
Promo Code: 100%
Link: Direct Link
চলুন কিভাবে নিবো দেখে নেই।

Order Hosting

Student Mini Pack And Click Order Now

Labels: ,

Coronavirus (COVID-19) নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখার উপায়

Coronavirus (COVID-19) নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখার উপায়

বর্তমানে যে রোগ টি মহামারীতে রুপ নিয়েছে তার নাম করোনা ভাইরাস কিংবা COVID-19.এটা এমন এক অবস্থা তৈরী করেছে যে সকল বিশ্বের মানুষ আতংকে রয়েছে। 


আপনারা হয়তো অনেক হলিউডের মুভি দেখে থাকবেন। বিশেষ করে Zombie মুভি গুলো। আপনি হয়তো লক্ষ করে থাকবেন যে সেখানেও ভাইরাস মানুষকে বদলে ফেলে। আর মানুষ গুলো একে অন্যকে খাওয়া শুরু করে দেয়। আর এসব ঠেকাতে Lock Down করে দেওয়া হয়। যাতে এসকল ভাইরাস অন্যের সংস্পর্শে না আসতে পারে। 

কেন হলিউডের কথা বলছি জানেন কি ? এজন্যই বলছি মুভিতে এড়িয়া Lock Down করা হয় একদম খারাপ অবস্থায় পৌছালে। তবে আমার পয়েন্ট Zombie নয় বরং Lock Down. কারন এই Corona Virus এর প্রভাবে সারা বিশ্ব Lock Down করে দেওয়া হয়েছে। নিশ্চই তাহলে এটা একটি অপ্রতিরোধ যোগ্য রোগ তাই এমন টা করা হয়েছে। 

Labels:

অনলাইনে মোবাইল থেকে তোলা Photo Sell করে অর্থ উপার্জন করতে চান?

অনলাইনে মোবাইল থেকে তোলা Photo Sell করে অর্থ উপার্জন করতে চান?

অনলাইনে ফটো বিক্রি করে অর্থ উপার্জন করতে চান? কীভাবে করবেন তা জানতে চাইলে আজকের আর্টিকেল টি আপনার জন্য।

ছবি তোলা কি আপনার শখ বা আপনি একজন পেশাদার ফটোগ্রাফার, ফটোগ্রাফিতে ক্যারিয়ার বানাতে চান। তাহলে দেখে নিন ফটো বিক্রি করে অর্থ উপার্জন করার সেরা কিছু মাধ্যম।

অনেকেই ছবি তুলতে পছন্দ করেন। শখের বশেই প্রতিনিয়তই ক্যামেরায় (Camera) ক্লিক করে থাকেন। সাথে অনেক অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করেন। তবে তা শখের মাঝেই সীমাবদ্ধ। 

তাই অনেকেই প্রশ্ন  করে কীভাবে ফটো বিক্রয় করে আয় করা সম্ভব।আর্টিকেল টিতে  আমি অনলাইনে ফটো বিক্রির মাধ্যমে কীভাবে অর্থ উপার্জন করতে হবে তা নিয়ে আলোচনা করব।

আপনার ছবি গুলো কপিরাইট মুক্ত হতে হবে। মানে আপনার ক্রিয়েটিভেটি আপনার নিজের। অন্য কারো আপলোড করা ছবি শুধু শেয়ার করে টাকা উপার্জনের চেষ্টা করলে ধরা খাবেন। কারন তা কপিরাইট ফটো হতে পারে। 

কিছু ওয়েবসাইটের তালিকা দেখে নিনঃ

প্রচুর সাইট পাবেন যেখানে আপনার কাছ থেকে ফটো কিনে বিক্রি করে।এবং বিক্রির পরে আপনাকে অর্থ প্রদান করে থাকে।

আবার এমন কিছু সাইট রয়েছে যেখানে আপনার ক্লিক করা ফটো আপলোড করতে পারবেন। সাথে সমস্ত বিবরণ এবং দাম নির্ধারন করতে পারবেন এবং যখন কেউ ফটো ক্রয় করবে আপনি আপনার অর্থ একাউন্টে পেয়ে যাবেন।


কিছু সাইট  কপিরাইটমুক্ত চিত্র বিক্রি করে। আপনি চাইলে ফটোগুলির সাবমিট করতে পারেন মাসিক ভিত্তিতে কমিশন পাবেন। তাই নীচে ফটো বিক্রয় করার সাইটের তালিকা এবং বিবরন দেখে নেওয়া যাক।


1. Shutterstock

এটা একটি Global Platform যেখানে ১৫০ থেকে বেশী দেশের মানুষ ফটো, ভিডিও কিংবা Vector Image বিক্রয় এবং ক্রয় করে থাকে। আর এই প্লাটফর্মটির যাত্রা শুরু হয় ২০০৩ সালে। আপনি চাইলে সরাসরি ওয়েবসাইট কিংবা App ব্যবহার এর মাধ্যমে কাজ করতে পারবেন।
আপনিও চাইলে আপনার ফটো গুলোকে প্রকাশ করতে পারবেন Contributor হিসাবে। তবে তার জন্য আপনাকে একটি একাউন্ট তৈরী করতে হবে। যার মাধ্যমে আপনি অর্থ উত্তোলন সহ অন্যান্য কাজ গুলো পর্যবেক্ষন করতে পারবেন।
আর আপনার ফটো Sell করার সময় যে জিনিস গুলো মাথায় রাখতে হবে। ফটোর সাথে খাপ খায় এমন Keyword. সাথে ফটোর Description যাতে সবাই আপনার ফটো টি সম্পর্কে ভালো ধারনা পায়। আর সবচেয়ে দরকারী সঠিক ক্যাটাগরীতে সাবমিট করা। 
আপনি ফটো সাবমিট করার কিছুদিনের মধ্যে তা যাচাই করে তাদের কাছে ভালো মনে হলে প্রকাশ করে দিবে এই Global Market Place টিতে। সর্বনিম্ন 4.0 Mega Pixel+ Camera গুলো ব্যবহার করতে পারবেন। কারন ফটোর মান যত ভালো আসবে ততো বেশী Response আসবে।
আপনি মাসিক Subscription,on-demand download, single download, এবং refer করেও অর্থ উপার্জন করতে পারবেন।

Labels:

কভিড-১৯ বা করোনাভাইরাস প্রতিরোধে, কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়!!!

কভিড-১৯ বা করোনাভাইরাস প্রতিরোধে, কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়!!!

হেই গাইস ইমরান হেয়ার,আপনি যেহেতু ট্রিকবিডি তে ভিজিট করে আমার এই পোস্ট দেখার জন্য ছুটে চলে আসছেন,
তার মানে বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালই আছেন। বিষয়টি জানতে পেরে সত্যিই ভালো লাগছে যে আপনি সুস্থ আছেন।
আল্লাহ তা’আলা আমাদের সবাইকে এই মহামারী থেকে হেফাজত করুন।
আচ্ছা বলুনতো কভিড-১৯ বা করোনাভাইরাস নামক এই মহামারীর মোকাবেলা করার জন্য আমরা কি করছি? সাবান দিয়ে হাত ধুচ্ছি, মাক্স ব্যবহার করছি।
কিন্তু আমরা কি খাচ্ছি, কি খাব কি খাব না। তা কি আপনি এখনো জানেন? যদি নাই জানেন তাহলে জেনে রাখুন।
যেগুলি খাওয়া একদম উচিত নয়।
অর্ধেক সিদ্ধ খাবার, হাফ বয়েল কিংবা পচ ডিম, তন্দুরি জাতীয় খাবার,

Labels:

[হট টিপস] রবিতে নিয়ে নিন ৩০ জিবি ৩ মাস মেয়াদে একদম ফ্রি

[হট টিপস] রবিতে নিয়ে নিন ৩০ জিবি ৩ মাস মেয়াদে একদম ফ্রি

হয়তো আপনার অনেকেই জানেন না রবির এই বিষয়টি, যারা জানেন না তাদের জন্যই মূলত পোষ্টটি করা।
প্রথমেই ডায়াল করুন *123*1495*1#
ডায়াল করা পর You request Successful দেখাবে, তারপর পাবেন Confirmation ম্যাসেজ

অনেকেই প্রুফ চাইছিলেন তাই বাটন ফোনের এস এম এস টা প্রুফ হিসেবে দিলাম।
ব্যাস পেয়ে গেলেন ফ্রি ৩০ জিবি যার মেয়াদ হবে ৩ মাস।
এমবি চেক করতে ডায়াল *8444*88#

Labels:

বিজ্ঞাপন দেখে শত শত টাকা আয় করুন। ১০ টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন। মোবাইল রিচার্জ, বিকাশ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। [ পেমেন্ট প্রুফ + সহজে কাজ করার পদ্ধতি ]

বিজ্ঞাপন দেখে শত শত টাকা আয় করুন। ১০ টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন। মোবাইল রিচার্জ, বিকাশ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। [ পেমেন্ট প্রুফ + সহজে কাজ করার পদ্ধতি ]



 


কিছু প্যাচাল….

আমি ট্রিকবিডি প্রশাসন ও ট্রিকবিডি বাসি কে আন্তরিক ভাবে অনুরোধ করছি এই পোস্ট কে বিশেষ ভাবে গুরুত্ব দেয়ার জন্য।
কেননা, ফেইক আর্নিং পোস্টের কারোনে ট্রিকবিডিতে আর্নিং পোস্টের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
ট্রিকবিডি আমার আইটি গুরু। তাই আমি চাই আমার মতো ট্রিকবিডি সকল ফ্যামিলি মেম্বাররা অল্প হলেও কিছু রিয়েল টাকা আয় করতে পারে। কেননা, আমি ১১-০১-২০২০ ইং তারিখ হতে নিয়মিত আয় করছি। এই টাকা দিয়ে আমার পকেট খরচ তথা হাত খরচ অনায়াসে হয়ে যায়।
হ্যা,এতক্ষণ প্যাচাল পারার পর মূল কথায় আসি।
আমি যে সাইট সম্পর্কে লিখতে বসেছি। এটির নাম ট্রিকবিডিতে আমার মাধ্যমে অনেকেই শুনেছেন।
যাই হোক কাজের কথায় আসি…..

 


Earningpoint

Earningpoint মূলত গুগল অ্যাডসেন্সের একটি এ্যাড পাবলিশার সাইট। এই সাইটটি গুগলের এ্যাড পাবলিশ করার মাধ্যমে যে টাকা উপার্জন করে তার কিছু অংশ Earningpoint ব্যাবহারকারীকে দিয়ে থাকে।
আর এই কিছু অংশই আমাদের উপার্জন।
বর্তমানে অনলাইন জগতে নির্ভরযোগ্য সাইট পাওয়া খুবই মুশকিল। তা যদি হয় আমাদের দেশে। কেননা, আমাদের দেশে অনেক বাটপার আছে যারা মানুষকে দিয়ে পরিশ্রম করিয়ে নেয় কিন্তু পেমেন্ট দেয় না।
Earningpoint এমন একটি সাইট যা দীর্ঘদিন ধরে তাদের ব্যাবহারকারীদের নিয়মিত পেমেন্ট দিয়ে আসছে।
আমি এই সাইটে নিয়মিত কাজ করি। 

Labels: