Monday, September 14, 2020

cPanel থেকে WordPress সাইটের ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করুন ২ মিনিটে || How to reset wp user password from cPanel

 আসসালামু আলাইকুম বন্ধুরা।

আমরা প্রায়শই ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড ভুলে যাই। আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হোস্টিং প্যানেল ( সিপ্যানেল) থেকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগইন পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারি।

তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।

প্রথমে আপনার হোস্টিং সিপ্যানেলে লগইন করুন এবং Database সেকশন থেকে phpMyAdmin এ যান।

এবার আপনি আপনার সাইটের ডাটাবেইজে ক্লিক করুন ডাটাবেইজ মেনু থেকে। বুঝতে না পারলে নিচের স্ক্রিনশট দেখুন।



এবার নিচের স্ক্রিনশটের মতো একটি লিস্ট আসবে সেখান থেকে wpso_user নামপর অপশনে ক্লিক করুন।


এবার এডিটে ক্লিক করুন যেভাবে নিচের স্ক্রিনশটে দেখানো হয়েছে সেভাবে।

এবার আপনি নতুন যে পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন সেটি লিখুন user_pass এর ডান পাশের বক্সে এবং এর বামের ড্রপ ডাউন থেকে MD5 সিলেক্ট করুন। অতঃপর ক্লিক করুন Go তে।


ব্যাস হয়ে গেলো আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সমাধানের চেষ্টা করবো।


নোটঃ পোস্টটি HosterPlan Blog থেকে অনুকৃত।

Labels:

Get Your Coursera Student Account 2020

 ইউটিউবে ট্রিকবিডিকে সাবস্ক্রাইব করুন

 

Howdy,Cheaf..
I am Back again with Coursera Student account , যেখানে আপনি সব Course enroll করতে পারবেন কোন টাকা ব্যয় না করেই। কিছু কিছু  virsity (example:taiwan virsity) coursera premium service তাদের  studentদের  জন্য ফ্রিতে দিয়ে দেয়। আপনার যদি Valid taiwan student id থাকে তবে coursera premium উপভোগ করতে পারবেন অন্যথায় চিন্তা করবেন না আমি তো আছি😁😁😁

আবার আমরা অনেকেই জানি না  Coursera কী???

Coursera বিশ্বব্যাপী অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু এনজি এবং ড্যাফনে কলার দ্বারা 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা প্রচুর উন্মুক্ত অনলাইন কোর্স (এমওইউসি), বিশেষীকরণ, ডিগ্রি, পেশাদার এবং মাস্টারট্রাক কোর্স সরবরাহ করে। ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ম্যাথমেটিক্স, বিজনেস, ফিনান্সিং, কম্পিউটার সায়েন্স, ডিজিটাল মার্কেটিং, হিউম্যানিটিস, মেডিসিন, বায়োলজি, যেমন বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্স,  ডিগ্রি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সংস্থার সাথে কাজ করে  Coursera ।

তো আর দেরি কীসের  Coursera  তে  premium  যেকোন  course  করে , তৈরী হউন ২১ শতকের জন্য আর হয়ে উঠুন Master trainer21 .


(আর এখন কোন কোর্স করতে না চাইলেও Free তে Account নিয়ে রাখতে পারেন পরে যদি কাজে লাগে… “Think before you work”)

Coursera student account Demo image  >

ঝটপট Comment করে ফেলুন আপনার email address নিয়ে নিন coursera student account

কিছু কথা :-
 
এখন পর্যন্ত >> 183+ camscanner premium account দিয়েছি,
>> 53+ edu mail দেওয়া হয়েছে ( অনেকের edu mail এ login এ ঝামেলা হচ্ছে কারণ account গুলা একই pc (একই ip address)থেকে create করায় cookies নিয়ে problem দেখা দিচ্ছে , তবুও  13/09/2020 সন্ধ্যা থেকে যারা mail পেয়েছেন তারা  without any problem log in  করতে পারছে,) আপনার প্রয়োজন হলে আবার kindly email  addressটি ঐ (https://trickbd.com/tools/678402) পোষ্টে comment করুন

Labels:

দেশসেরা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নামের অর্থ কি?

 দারাজ:২০১২ সালে পাকিস্তান থেকে যাত্রা শুরু করে দারাজ। ‘দারাজ’ উর্দু শব্দ। এ শব্দের অর্থ ড্রয়ার/ফাইল ক্যাবিনেট, বিস্তীর্ণ/বিশাল, উদার ইত্যাদি। হউক বিদেশি শব্দ তবে যেমনি শ্রুতিমধুর, তেমনি বেশ মানানসই।

ইভ্যালি:সবাই জানি, ই শব্দটিতে বুঝায় ইলেকট্রনিক। আর ভ্যালি(Valley) অর্থ ‘উপত্যকা’। তবে ব্র্যান্ডিংয়ে বানানটা সহজতর করার জন্য একটু পরিবর্তন করা হয়েছে ‘Evalley’ থেকে ‘Evaly’। গত পোস্টে বলেছিলাম ই-কমার্স নামকরণে বানান কতটা গুরুত্বপূর্ণ।

প্রিয়শপ: দেশের প্রাচীনতম ইকমার্স সাইট প্রিয়শপের নামকরণও চোখে পড়ার মতো। বাংলা শব্দ ‘প্রিয়’ এবং ইংরেজি শব্দ ‘শপ’ মিলিয়ে ‘প্রিয়শপ’ অর্থাৎ ‘প্রিয় দোকান’। এ নামটাও চমৎকার।

বিডিশপ: বাংলাদেশ এর ‘বিডি’ এর সাথে ‘শপ’ যুক্ত করে হয়েছে ‘বিডিশপ’। দেশের অন্যতম ইকমার্স যেটার নামের মধ্যে দেশের নাম আছে। সাবলীল নামের জন্য এ নামটা মনে রাখা সহজ।

আজকের ডিল: আজকের ডিল নামটাও আকর্ষণীয়। ‘ডিল’ মানে লেনদেন, কেনাবেচা, বড় পরিমাণ ইত্যাদি। অর্থ দাঁড়ায় আজকের (জন্য) লেনদেন ।

ব্যাপারটা ‘English for Today’র মতো লাগে অনেকটা। প্রচলিত আছে “Tomorrow never comes”. তাই আজকের জন্য ইংরেজী, পক্ষান্তরে প্রতিদিনের জন্যই ইংরেজী।

পিকাবু: ইংরেজি ‘Pick’ শব্দের অর্থ বাছাই করা, চয়ন করা,সেরা অংশ ইত্যাদি। ব্র্যান্ডিংয়ের জন্য Pick এর সাথে কিছু অক্ষর যোগ দিয়ে ‘Pickaboo’ করা হয়েছে। সুন্দর নামকরণের উদাহারণ।

পারফি: Per+fee থেকে Perfee, perfect/perfer এর Perf+ee নাকি অন্য কোনভাবে ব্র্যান্ডিং করেছে বুঝে উঠা দায়। তবে, আমার মনে হয় Perfer(উপস্থাপিত) থেকেই এসেছে Perfee। কেননা এই অর্থটা ইকমার্সের সাথে যায়। কারন, পণ্য তো উপস্থাপনই করে গ্রাহকের কাছে তাইনা?





বাগডুম: আগড়ম বাগড়ম শব্দটি ফোনের বাংলা অভিধানে পেলাম। আর ‘আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে’ তো আমরা সবাই শুনেছি। ‘বাগডুম’ শ্রুতিমধুর এই নামটা শুনলেই কবিতার লাইনটির কথা মনে পড়ে যায়। একবার শুনলেই যে কারো মনে গেঁথে যায়।

অথবা: প্রাণ আরএফএল গ্রুপের ব্র্যান্ড নামকরণগুলো সেরকম হয়। ‘অথবা’ দ্বারা বুঝায় কোন কিছুর পক্ষান্তর বা অল্টারনেটিভ। যেমন, যেকোন পণ্য আমরা অফলাইন (দোকান) থেকে কিনতে পারি পক্ষান্তরে অনলাইন থেকেও কিনতে পারি । এই অল্টারনেটিভ শব্দটিকে কেন্দ্র করেই ‘অথবা’ নামকরণ করা হয়েছে।

এছাড়া, আরোও অনেক সুপরিচিত ইকমার্স কোম্পানি আছে যেমন- ডেলিগ্রাম, চালডাল, শপার্স ইত্যাদি যাদের নামকরণও বেশ অর্থবহ।

এছাড়া রয়েছে আরোও অসংখ্য জনপ্রিয় ই কমার্স সাইট ডেলিগ্রাম, ক্লিকবিডি, চালডাল ইত্যাদি। সবগুলো এক পোস্টে উল্লেখ সম্ভব না। ইনশাআল্লাহ দেশের ইকমার্স একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

বি:দ্র: একান্তই নিজের ক্ষুদ্র জ্ঞান দ্বারা কোম্পানিগুলোর নাম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে নিজের মতামত দিয়েছি। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অন্যের মতামতের সাথে মিল-অমিল থাকাটাও স্বাভাবিক।

© Moshiur Piyas

Labels:

মহাকাশে কেউ মারা গেলে তার সাথে কী ঘটবে? না দেখলে মিস করবেন?

 ইউটিউবে ট্রিকবিডিকে সাবস্ক্রাইব করুন

মানুষ যখন থেকে রকেটে চেপে পৃথিবীর বাইরে যাওয়া শুরু করেছে, তখন থেকে এ পর্যন্ত ১৮ জন নভোচারীর মৃত্যু ঘটেছে।

একটা তথ্য দিয়ে রাখি, এপোলো-১১ এর নভোচারীরা যখন চন্দ্রজয় করতে গেলেন, তখন তাঁরা যদি মারা যেতেন, এজন্য মার্কিন প্রেসিডেন্টের ভাষণ পর্যন্ত আগে থেকে ঠিক করে রাখা ছিলো। ১৯৬৯ সালের ২১শে জুলাই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কাছে একটা ব্যাকআপ ভাষণপত্র দিয়ে রাখা হয়েছিলো যা শুরু হয়েছিলো এভাবে ‘ যাঁরা অনুসন্ধান করতে চাঁদে গেলেন, নিয়তি তাঁদের চাঁদেই শান্তিতে চিরশয়নের কথা ভেবে রেখেছিলো’।

মহাকাশ ভ্রমণের সময় স্বাভাবিক বা অস্বাভাবিক, এ দুরকমের মৃত্যু ঘটতে পারে। তবে যখন একজন নভোচারী মহাকাশ ভ্রমণে যান, তাঁর শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেখেই তাঁকে মহাশূণ্যে পাঠানো হয়, তাই স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা প্রায় শূণ্যের কোঠায়। প্রশ্ন হল, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কী হতে পারে?

যদি ফিরে আসার সময় দুর্ঘটনা ঘটে, কিংবা রকেট উড্ডয়নের সময়, তাহলে মৃতদেহ নিয়ে চিন্তার কোনো প্রশ্নই আসে না। বরং সমস্যা হয় যদি মহাশূণ্যে থাকাকালীন কোনো নভোচারীর মৃত্যু ঘটে।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের প্রাক্তন কমান্ডার ক্রিস হ্যাডফিল্ড বলেন, ‘সবচেয়ে বাজে অবস্থা হবে যদি স্পেসওয়াকের সময় কিছু (মৃত্যু) হয়ে যায়। আপনি ক্ষুদ্র কোনো উল্কাপিন্ড দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং এক্ষেত্রে আপনার তেমন কিছুই করার থাকবে না। এটি (উল্কাপিন্ড) আপনার স্পেসস্যুটের মধ্যে ফুটো তৈরী করে দিতে পারে যা আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে অসাড় করে দেবে।’

তাহলে এসব ক্ষেত্রে করণীয় কী?

একটি উপায় আছে যেটি হল মৃতদেহটিকে কোনো স্পেস স্যুটে ভরে রেখে দেয়া। কিন্ত এটিও জীবিত নভোচারীদের শারীরিক এবং মানসিক উভয় রকমের ক্ষতি করতে পারে। এছাড়াও মহাকাশযানে মৃতদেহ রাখার মত পর্যাপ্ত জায়গা পাওয়াটাও দূরুহ ব্যাপার।


২০০৫ সাল থেকে পরিবেশবান্ধব ভাবে কবর দেয়া সুইডিশ প্রতিষ্ঠান প্রমেসা এবং নাসা যৌথভাবে ‘দ্য বডি ব্যাক’ এর একটি ধারণা নিয়ে কাজ করছে, যেখানে মৃতদেহটিকে প্রমেশন নামক একটি পদ্ধতি অনুসরণ করানো হবে।

 

এই পদ্ধতি অনুযায়ী পৃথিবীতে তরল নাইট্রোজেন ব্যাবহার করে মৃতদেহটিকে ভীষণ ঠান্ডা করে ফেলা হয়। প্রচন্ড ঠান্ডা হওয়ার ফলে মৃতদেহটি ভঙ্গুর হয়ে যায়। পরবর্তীতে শক্তিশালী ঝাঁকুনি দিলে মৃতদেহটি অসংখ্য ছোট ছোট অংশে ভেঙে যায়।

কিন্ত মহাশূণ্যে তরল নাইট্রোজেনের পরিবর্তে মৃতদেহটিকে এয়ার টাইট ব্যাগে ভরে একটি রোবোটিক হাতের সাহায্যে স্পেসশিপ থেকে ঝুলিয়ে দেয়া হবে। মহাশূণ্যের প্রচন্ড ঠান্ডা পরিবেশে এক ঘন্টার মত থাকার পরে যখন মৃতদেহটি ভঙ্গুর হয়ে যাবে, তখন সেই রোবটিক হাতটি ভীষণভাবে নড়তে থাকবে, ফলে মৃতদেহটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ পদ্ধতি অনুসরণে তাত্ত্বিকভাবে ২০০ পাউন্ড ভরবিশিষ্ট একজন নভোচারীর মৃতদেহ মাত্র ৫০ পাউন্ড ভর বহনে সক্ষম একটি স্যুটকেসে ভরে রাখা যাবে। এক্ষেত্রে আর মৃতদেহ রাখার জন্য জায়গার সমস্যা হবে না।

মহাশূণ্যে প্রমেশন পদ্ধতি:

এটিও যদি না করা যায়, বা এই পদ্ধতিতে ঝামেলা বেশী থাকে তাহলে শেষ ভরসা হিসেবে জেটিসন করা যেতে পারে। কোনো মহাকাশযান থেকে কোনোকিছুকে বাইরে ফেলে দেয়াকেই জেটিসন বলা হয়। যদিও জাতিসংঘ থেকে মহাশূণ্যে যেকোন কিছু ফেলার ব্যাপারে স্পষ্ট নিষেধ রয়েছে তবুও আশা করা যায় এটি মৃতদেহের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

পোস্টি ভালো লাগলে গরিবের ইউটিউবে একবার উকি মেরে আসবেন👉 Youtube Video

Labels:

৫টি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার, যে গুলো আমি ডেলি ইউজ করি।

 কম্পিউটারে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং এর জন্য আমরা ফিলমোরা ক্যামটেসিয়া ইত্যাদি এ ধরনের অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে থাকি।

হ্যালো বন্ধুরা আমি হৃদয় কথা বলছি ট্রিক বিডি থেকে এই পোস্ট থেকে আমি আপনাদেরকে পাঁচটি ভিডিও এডিটিং সফটওয়্যারের কথা বলব শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্য।

যে অ্যাপ গুলো ব্যবহার করে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একেবারেই প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন।
তো চলুন দেখে আসি পাঁচটি অ্যাপের মধ্যে কোন কোন অ্যাপগুলি আমি রেখেছি এবং কোনটা দিয়ে কি ধরনের ভিডিও এডিটিং করার জন্য বেস্ট হবে।


১। ফিলমরাগো


ফিলমরাগো সাধারণত আপনি ব্লগ ভিডিও এডিটিং এর জন্য ব্যবহার করতে পারেন, যারা ইউটিউবে ব্লক ভিডিওর উপর কাজ করতে চাচ্ছেন তারা এই অ্যাপটি দিয়ে খুব সুন্দর ভাবে ভিডিওগুলি এডিট করতে পারেন।

তো অ্যাপটির মধ্য থেকে ফিচারস গুলো জেনে নেয়া যাক।

অ্যাপটি তে পাচ্ছেন আপনি অসাধারণ সব ইফেক্ট এবং ফিল্টার যে ফিল্টার গুলো আপনার ভিডিও ফুটেজ কে প্রফেশনাল লেভেল এ নিয়ে যাবে!

তারপর অ্যাপটিতে আপনি পাচ্ছেন অসাধারণ সব ফ্রি মিউজিক যে মিউজিক গুলো আপনি চাইলে আপনার ভিডিও ফুটেজ গুলোতে ব্যবহার করতে পারেন একদম ফ্রিতে!

মোশন গ্রাফিক্স ইফেক্ট যে ইফেক্ট গুলো আপনি আপনার ভিডিওগুলোর এনিমেশন অন্যরকমভাবে তৈরি করতে পারবেন।

তাছাড়া এই অ্যাপটিতে আপনি পাবেন অসাধারণ সব থিমস যেগুলো চাইলেই আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী।


তো এখনই ডাউনলোড করে ফেলুন ফিলমোরা গো আর জানিয়ে দিন অ্যাপটি আপনার কাছে কেমন লাগলো ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.wondershare.vlogit


২। কাইনমাস্টার


আমি একথাটি বলতেই পারি যে কাইনমাস্টার অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার ভিডিও এডিটিং এর ৮০ থেকে ৯০ পারসেন্ট কাজ কমপ্লিট করে ফেলতে পারেন।
একেবারে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন আপনি এই অ্যাপ ব্যবহার করে, এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে মিউজিক ভিডিও শর্ট ফিল্ম ইউটিউবে আপলোড করার জন্য যেকোনো ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন।

অ্যাপটির ফিচারগুলো দেখে নেয়া যাক।

আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং এর জন্য শুধুমাত্র কম্পিউটার প্রয়োজন তাহলে এই অ্যাপটি আপনার এতদিনে ধারণাকে সম্পূর্ণ বদলে দিবে। কারণ মোবাইল ফোন ব্যবহার করেই আপনি এই অ্যাপটির মাধ্যমে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন।

Labels:

Call Of Duty – MW3 পিসি গেমস সাথে Highly Compressed Link

 

Call Of Duty – MW3 বা Modern Warfare 3 PC Games নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন দেখে নেওয়া যাক Action, Shooting টাইপের MW3 গেমস টির সংক্ষিপ্ত রিভিউ।

Call Of Duty - MW3

Call Of Duty – MW3 একটি First Person Shooter গেমস। 
গেমস যৌথভাবে Develop করেছেঃ-
Infinity Ward, Treyarch, Raven Software, Sledgehammer Games, n-Space. 
Modern Warfare 3 গেমসটির প্রকাশনায় ছিলো Activision.

গেমস টি সারা বিশ্বে প্রকাশ করা হয় ২০১১ সালের নভেম্বরের ৮ তারিখ।  
MW3 যে সকল প্লাটফর্ম থেকে খেলা যাবে তা হলোঃ-
PlayStation 3, Xbox 360, Wii, Microsoft Windows, Classic Mac OS.
আর এই Call Of Duty – MW3 গেমস টি পেয়েছে  VGX Award for Best Shooter.


Call Of Duty – MW3 More Details:

Modern Warfare 3 গেমস টি আপনি অফলাইন কিংবা অনলাইনে খেলতে পারবেন।
আপনি চাইলে আপনার বন্ধুদের নিয়ে অনলাইনে খেলতে পারবেন।
রয়েছে ১৬ টি ম্যাপ, প্রাইভেট ম্যাচ খেলার সুবিধা।
অস্ত্রের কথা বলতে গেলে আপনি অনেক ধরনের অস্ত্র নিয়ে খেলতে পারবেন।
রয়েছে ড্রোন এবং গ্রেনেড আর মিসাইল লাঞ্চার এর মত দূর্দান্ত আইটেম।
গ্রাফিক্স কোয়ালিটি ভালো তবে বর্তমানে এর Remaster ভার্সন রয়েছে যার গ্রাফিক্স আরো উন্নত করা হয়েছে। সাথে এর সাউন্ড Effect টা অনেক ভালো।


Call Of Duty – MW3 System Requirements:

ডাউনলোড কিংবা ক্রয় করার আগে দেখে নিন আপনার পিসিতে গেমসটি চলবে কিনা।
নয়তো পন্ডশ্রম হয়ে যাবে।
 

OS Version: Windows® XP/ Windows® Vista / Windows® 7
Processor: Intel® Core™ 2 Duo E6600 or AMD Phenom™ X3 8750 processor or better
Memory: 2 GB
Graphics: Shader 3.0 or better 256 MB NVIDIA® GeForce™ 8600GT / ATI® Radeon™ X1950 or better
Network: Broadband connection and service required for Multiplayer Connectivity. Internet connection required for activation.
DirectX®: DirectX® 9.0c or later
Disk Space: 16 GB

Sound Card: DirectX® 9.0c or later


Call Of Duty – MW3 Screenshot:

 

 

ডেভেলপাররা অনেক কষ্ট করে একটি গেমস প্রকাশ করার জন্য তাই আপনি চাইলে সঠিক নিয়মে গেমস টি ক্রয় করতে পারবেন নিচের লিংক থেকে।

এখানে Modern Warfare 3 এর সকল Bundle সহকারে ৫৩.৯৯ ডলার খরচ পড়বে। আর আপনি যদি একটি Bundle নিতে চান তবে ৯.৯৯ ডলারে পেয়ে যাবেন।

Labels:

বাংলাদেশে বসেই গুগোল গিফট কার্ড রেডিম করবেন যেভাবে? যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য।

 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।

তো আজকের পোস্টের ট্রপিক হচ্ছে যে কিভাবে আপনি বাংলাদেশে বসেই গুগোল গিফট কার্ড রেডিম করবেন‌।

আপনারা অনেকেই ইউএস রিজনের গুগোল গিফট কার্ড কিনে ফেলেন এবং রিডিম করতে অনেক প্রবলেম ফেইস করেন।
আপনি যখনই গুগল প্লে স্টোরে কোডটি রেডিম করতে যান তখনই ইরর দেখায় মানে রিডিম তো হয়না উল্টা আরো বলে যে সার্ভারে না কি প্রবলেম হয়েছে।

তো আজকে আপনি এই পোস্টটি সম্পূর্ণ পড়লে নিশ্চয়ই জানতে পারবেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়।

আপনি চাইলে যেকোন জায়গা থেকে আপনার মত করে গুগোল গিফট কার্ড রেডিম কোড টি নিয়ে নিবেন মানে কিনে নিবেন।
চাইলে আমার থেকেও নিতে পারেন সে ক্ষেত্রে একদম নিচে আমার ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে।

তো আপনি যেখান থেকেই গুগোল গিফট কার্ড কিনুন না কেন ওই রিডিম কোড টি কপি করে নিন।

কোনটি নিয়ে যখনই আপনি গুগল প্লে স্টোরের পেমেন্ট মেথড এ রিডিম করতে যাবেন তখন একটা প্রবলেম ফেস করতে হয় এই প্রবলেমটি নিচের স্ক্রিনসট দেখলে বুঝতে পারবেন।

তো এখন কথা বলব এটা সমাধান করবেন কিভাবে? সমাধান করাটাও খুবই সোজা,

আপনি জাস্ট গুগল প্লে স্টোর থেকে যে কোন একটি ভিপিএন ডাউনলোড করে নেবেন।

সুপার ভিপিএন কিংবা টার্বো ভিপিএন যে কোন একটি ডাউনলোড করে নেবেন,
তারপর ওপেন করে সার্ভারের সাথে অবশ্যই ইউএসএ টা দিবেন তারপর ভিপিএন কানেক্ট করে দিবেন।

তো এবার অবশ্যই গুগল প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করে নিবেন।
তো ডাটা ক্লিয়ার করা হয়ে গেলে আবার ওপেন করবেন, তো এর আগে যেভাবে রিডিম করতেন ঠিক সেইভাবেই রিডিম করবেন তাহলে দেখবেন এবার হয়ে যাবে।

তো যারা রেডিম করতে পারেন না যেভাবে করবেন।



তো আশা করছি খুব সুন্দর মত বুঝতে পারছেন যে আসলে কিভাবে গুগোল গিফট কার্ড বাংলাদেশের বসেই রেডিম করা সম্ভব।

আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনি কোডটি রেডিম করার সময় আপনার কাছে ইউ এস এর নাম এবং একটি জিপ কোড চাবে। ওইটা পাওয়ার জন্য অবশ্যই ফেক নাম জেনারেটর থেকে কালেক্ট করে নিবেন ধন্যবাদ।

তো এই গুগোল গিফট কার্ড দিয়ে যা যা সুবিধা পাবেন।
১. যেকোনো পেইড সফটওয়্যার ডাউনলোড করা যাবে
২. পাবজি ইউসি ফ্রী ফায়ার এর ডায়মন্ড সহ বিভিন্ন গেমের কয়েন কেনা যাবে।
৩. যেকোনো অনলাইন পেমেন্ট করা যাবে যদি সেটা গুগোল গিফট কার্ড সাপোর্ট করে।
তাছাড়াও গুগোল গিফট কার্ড এর অসাধারণ সব সুবিধা রয়েছে যেগুলো আপনিও ভোগ করতে পারেন।

কোড রিডিম হয়ে গেলে , আপনি চাইলেই ভি পি এন ডিসকানেক্ট করেও ব্যবহার করতে পারেন।

তো চলুন এবার এই গিফট কার্ড দিয়ে কিছু কিনে দেখাই.

তো মূলত আমি ফ্রি ফায়ার থেকে একটা স্পেশাল এয়ারড্রপ কিনছি।

Labels: ,

জনপ্রিয় Realme 5i স্মার্টফোন মাত্র 12990 টকায় টকায় অনেক কিছু!!

 বাংলাদেশ সহ অনেক দেশে সারা জাগনো Realme ব্যান্ড অনেক আগে বাংলাদেশ সহ অনেক দেশে বাজারে এসেছে realme 5i মডেলের ফোন যা দেশের বাজারে হইচই ফেলে দিয়েছে


এই ফোনটি এতো জনপ্রিয় হয়ছে যে realme ব্যান্ডাশপ গুলাতে পাওয়াই যায় না।

#realme 5i short reviews ~
#ডিজাইন বিল্ড কোয়ালিটি ফ্লাগশিপ লেভেলের ফোনের মত।
#realme 5i তে থাকছে 6.5″ HD+ IPS LCD ডিস্পেলে ।

#Android 9 version ব্যাবহার করা হয়ছে পরবর্তিতে 10 ভার্সন এ আপগ্রেড করা যাবে।

#4 জিবি র‌্যাম রয়েছে, 2.0 গিগাহার্টজ অক্টা-কোর CPU এবং Adreno 610 GPU – রম হিসেবে আছে 64 জিবি স্টোরেজ।

#ক্যামেরা তে থাকছে পিছনে ৪টি ক্যামেরা সেটাপ 12+8+2+2mp মেইন ক্যামেরা,আল্ট্রাওয়াইড,ডেপ্ত এবং ম্যাক্রো ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে।


সামনে 8mp সেল্ফি ক্যামেরা।

#ক্যামেরার জন্য থাকছে EIS সেন্সর যা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। বাজেটে ক্যামেরা দিয়েছে তা বিশ্বাস করতে পারবেন না।

# battery 5000 mAh with 10 wat charger

# চিপসেট প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 (11nm) এই প্রসেসর অন্যন্য ব্রান্ড এই বাজেটে কখনো দেয়নি যা রিয়াল্মি ব্যান্ড দিয়েছে। পিছনে ফিংগার প্রিন্ট সেন্সর সহ আরো অনেক ফিচার আছে।

ফোন দিয়ে তোলা কিছু ফটো দেওয়া হলো।

ধ্যন্যবাদ সবাইকে পোস্ট টি পড়ার জন্য দেখা হবে পরের পোস্টে ।

ফেসবুকে আমি

Labels:

বাংলালিংক সিমে ৩৯ টাকায় ৬০০ মিনিট ৩০ দিন,১৯ টাকায় ৩০০ মিনিট ১৫ দিন,৯ টাকায় ১৫০ মিনিট ৭ দিন এবং প্রতিদিন ১ টাকায় ২০ মিনিট ফ্রি কথা বলুন




 আসসালামু আলাইকুম,

সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের বাংলালিংক সিম দিয়ে ৩৯ টাকায় ৬০০ মিনিট ৩০ দিন,১৯ টাকায় ৩০০ মিনিট ১৫ দিন,৯ টাকায় ১৫০ মিনিট ৭ দিন এবং প্রতিদিন ১ টাকায় ২০ মিনিট ফ্রিতে কথা বলবেন।
সরাসরি কোড ডায়াল করে অফারটি নিয়ে কল করতে পারবেন না,কল করা একটু ভিন্ন প্রসেস রয়েছে।আর হ্যা আপনি শুধুমাত্র বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে কল করতে পারবেন এ মিনিট দিয়ে।
মূলত বাংলালিংক সিমের নতুন একটা সার্ভিস adda cafe সার্ভিসটা থেকে আপনাকে তাদের যেকোনো একটি প্যাক কিনতে হবে যেগুলো ওপরে বলে দিয়েছি।
আর যার সাথে কথা বলবেন তাকেও এ সার্ভিসটা চালু করে নিতে হবে,চালু করার জন্য ছোট একটা প্যাক কিনে তাকে সার্ভিসটিতে জয়েন করিয়ে দিতে পারেন।
অনেকে ফোনে প্রিয়জনের সাথে অনেকক্ষণ কথা বলেন তাদের জন্য একটা সেরা ট্রিকস এতে করে আপনি অল্প টাকায় বেশি মিনিট কথা বলতে পারছেন।
তো কিভাবে সার্ভিসটিতে জয়েন করে মিনিট কিনবেন এবং কল করবেন.??
প্রথমত আপনাকে মোবাইলের ডায়াল পেডে আসতে হবে আসার পর 29040 নম্বরটিতে কল দিতে হবে বাংলালিংক সিম থেকে তখন তারা অফারগুলো বলতে শুরু করবে আপনি যে অফারটি নিবেন সেটা সিলেক্ট করুন,সিলেক্ট করার পর কনফার্ম করতে বলবে তখন কনফার্ম করুন এবং আপনার কাজ শেষ কলটা কেটেদিন।


তাহলে আপনাদের সার্ভিসে জয়েন এবং মিনিট প্যাক কেনা হয়ে যাবে নিচের মতো মেসেজ চলে আসবে।


একইভাবে যার সাথে কথা বলবেন এভাবে তাকেও যেকোনো একটি প্যাক কিনে সার্ভিসটাতে জয়েন করিয়ে দিন। জয়েন করানো হয়ে গেলে এবার কল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে।
আপনারা আপনাদের ফোনের ডায়াল পেডে আসার পর আগে একটা কোড তুলে নিন,কোডটা হলো 2904088 তারপর যাকে কল দিবেন তার নম্বরটি তুলুন।
উদাহরণস্বরুপঃ290408801987821162

[HOT] ফেসবুক আইডি ক্লোন করার নতুন টুলস ! এক টুলস দিয়েই ক্লোন হবে সকল দেশের ফেসবুক একাউন্ট 🔥 ! সাথে থাকছে অটো রিপোর্ট, ব্রুটফোর্স, ফ্রেন্ড লিষ্ট এট্যাক!🔥 { BIND } 💥🔥


 


শুপ্রভাত। আজ আমি দেখাবো কিভাবে আপনারা Termux অ্যাপের সাহায্যে 6 & 7 ডিজিট পাসওয়ার্ডের নর্মাল Indian ফেসবুক একাউন্ট গুলো ক্রেক করবেন। এই টুলসের মাধ্যমে আপনারা ব্রুটফোর্স এট্যাক, অটো রিপোর্ট, ফ্রেন্ডলিষ্ট এট্যাক । এক্ষেত্রে নতুন আইডিও পেতে পারেন, ওল্ড আইডিও পেতে পারেন। এসব টুলসের কোনো নিশ্চায়তা নাই যে শুধু ওল্ডই পাবেন 😴

যারা এসব টুলস ব্যবহার করতে ইচ্ছুক নয় তারা পোষ্টটি ইগনোর করুন 👎👎

✌——————————————————————————-✌

সর্তকতা
এই টুইলসে নিজের কোনো আইডি লগিন করার প্রয়োজন হবেনা।
এট্যাক চলাকালিন সময়ে টার্মুক্স অ্যাপটি রিসেন্ট ম্যানু থেকে ক্লিয়ার করা যাবেনা।
অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
হ্যাক হওয়া আইডি গুলো সাথেসাথে লগিন করতে পারবেন না, ২৪/৪৮/৭২ বা ৭/১০ দিনও লাগতে পারে আনলকড হতে। বাট কিছু কিছু আইডিতে সাথেসাথে লগিন করা যাবে।
আর সবথেকে গুরুত্বপূর্ণ কেউ খারাপ কাজে ব্যবহার করে যদি ম্রা খান তাহলে আমি দায়ী থাকবোনা 😒

প্রথমে আমার দেওয়া TERMUX অ্যাপটি ইনস্টল করে নিন

🔥🌷🏵️

## সবার প্রথমেই টার্মুক্স অ্যাপে ডুকে এই অ্যাপটিকে স্টোরেজ পার্মিশন দিয়ে দিতে হবে। সেজন্য টাইপ করুন,

  • termux-setup-storage
  • ls

## তারপর নিচের কমান্ড গুলো টাইপ করুন

  • pkg update
  • pkg upgrade
  • pkg install python
  • pkg install python2
  • pkg install git
  • pkg install pip
  • pkg install pip2

git clone https://gitlab.com/botolbaba/bind

*
##

তারপর,


  •  ls
  •  cd bind
  •  ls
  • pip2 install requests 
  • pip2 install mechanize
  • ls
  •  python2 bind.py


*

## তারপর টুলসটির লগিন এপ্রুভাল কোড এবং লাইসেন্স কি দিতে হবে।

★ LOGIN APPROVAL CODE :

  • PASSWORD : botolbaba

Labels: