Wednesday, March 18, 2020

[Only FreeFire] ফ্রিফায়ারের নতুন ইভেন্ট চলে এসেছে,,ফ্রিতে Bounty Token নিয়ে নিন।যারা জানেন না তারা শুধু দেখুন।( সাথে আমার একটু সাহায্য় লাগবে )

[Only FreeFire] ফ্রিফায়ারের নতুন ইভেন্ট চলে এসেছে,,ফ্রিতে Bounty Token নিয়ে নিন।যারা জানেন না তারা শুধু দেখুন।( সাথে আমার একটু সাহায্য় লাগবে )

আসসালামুয়ালাইকুম।।।।।।সবাই কেমন আছেন ???? আশা করি ভালো আছেন।।।।।
আমার SSC Exam ছিল এজন্য় কোন ভিডিও আপলড বা পোস্ট করতে পারি নি।।।।
কিন্তু এখন থেকে হবে।।।।
আমি ফ্রিফায়ার নিয়ে শুধু পোস্ট করব।।।।। সাথে থাইকেন।।।ওকে?????
চলুন শুরু করি এখন
আজকের পোস্ট হলো,কিভাবে বান্টি টুকেন নিবেন,,,,,প্রায় লোকেই এটা জানে , তবু আমি পোস্ট করসি,দেখবেন আশা করি।।।।।।
এই ইভেন্ট গতকালকে এসেছে,,,ব্য়স্ততার কারনে পোস্ট করতে পারি নি,,,,,
যারা জানেন না তারা শুধু পোস্টটি দেখুন,,,
আমার পিকগুলা ফলো করুন,,👇👇👇👇

Labels:

17 ই মার্চ উপলক্ষে Daraz এর বিশাল অফার সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি দেখে নিন

17 ই মার্চ উপলক্ষে Daraz এর বিশাল অফার সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি দেখে নিন

আসসালামু আলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন আল্লাহর রহমতে। কারণ ট্রিকবিডি সাথে থাকলে সবাই ভালই থাকে। আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি
বন্ধুরা আবারও আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পোস্ট এ আপনাদের মাঝে Daraz এর একটি স্পেশাল অফার শেয়ার করব এই অফারটি সীমিত সময়ের জন্য। শুধুমাত্র আজকের জন্য আজকে যদি কেউ দারাজ থেকে কোন কিছু অর্ডার করে সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ মাত্র ১৭ টাকা নেয়া হবে এবং সাথে অনেক ডিসকাউন্ট পাওয়া যাবে এই অফার শুধুমাত্র আজকের জন্য 17 ই মার্চ উপলক্ষে দারাজের এই স্পেশাল অফার।
আমরা যখন Daraz থেকে কোন পণ্য কিনি তখন কিন্তু হোম ডেলিভারি চার্জ পড়ে যায় 70 থেকে 80 টাকার মতো তো আজকে 17 মার্চ উপলক্ষে তারা এই অফারটা দিয়েছে। আর Daraz বাংলাদেশের 1 নাম্বার বিশ্বস্ত অনলাইন শপিং মল এখান থেকে আপনি যাবতীয় জিনিস কিনতে পারবেন । তাই যারা এই অফারে অংশগ্রহণ করতে চান তারা তাড়াতাড়ি করে ফেলুন পরে হয়তো মিস করে ফেলবেন

চলুন তাহলে শুরু করা যাক:


প্রথমে আপনি দারাজ অ্যাপ এ লগইন করে নিবেন আর যদি আপনার মোবাইল না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগিন করুন লগিন করার পর এরকম আসবে

এখান থেকে আপনি 17 টাকা ডেলিভারি অফারের উপর ক্লিক করুন

ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো পণ্য Show করবে আপনি এখান থেকে যেকোন পণ্য কিনতে পারেন

অথবা সার্চ করে আপনার পছন্দের জিনিস খুঁজে নিতে পারেন এজন্য সার্চ আইকনে ক্লিক করুন

ক্রোমের থিম এবং এক্সটেনশন ইউজ করুন মাইক্রোসফট এজে!

ক্রোমের থিম এবং এক্সটেনশন ইউজ করুন মাইক্রোসফট এজে!

আপনি যদি অনলাইনে রেগুলার টেকনোলজি বিষয়ে আর্টিকেল পড়ে থাকেন তাহলে এটা নিশ্চয় শুনে থাকবেন যে মাইক্রোসফট তাদের এজ ব্রাউজারকে একটি ক্রোমিয়াম ভিত্তিক ব্রাউজারে মুভ করেছে। এঁর মানে এখন এজ ব্রাউজারে ক্রোম ওয়েব স্টোরের সকল এক্সটেনশন ইনস্টল করতে পারবেন।  শুধু এক্সটেনশন নয় আপনি এজ ব্রাউজারে ক্রোমের থিমগুলোও ইনস্টল করে এজ ব্রাউজারকে অসাধারন লুক দিতে পারেন। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এজ ব্রাউজারে ক্রোম ওয়েব স্টোরের থিম এবং এক্সটেনশন ইনস্টল করবেন।

যেভাবে ইনস্টল করবেনঃ

  • প্রথমেই আপনার এজ ব্রাউজার আপডেট করে নিন
  • এবার এজ ব্রাউজার ওপেন করে edge://flags এই লিঙ্কে প্রবেশ করুন।

  • পেজের উপরের দিকে থাকা সার্চ বারে ‘Allow installation of external store themes’ সার্চ করুন। (খুজে না পেলে আর্টিকেলের শেষের দিকের পদ্ধতি ফলো করুন)

  • Allow installation of external store themes’  এঁর পাশে থাকা ড্রপ ডাউন মেনু থেকে এনাবল সিলেক্ট করুন।

Labels:

মাত্র ১২ হাজার ৯৯০ টাকায় অফিশিয়ালি realme 5i এ যেন এক নতুন অধ্যায়!!

মাত্র ১২ হাজার ৯৯০ টাকায় অফিশিয়ালি realme 5i এ যেন এক নতুন অধ্যায়!!

হাই গাইজ ইমরান হেয়ার,
কেমন আছেন জানতে চাইলাম না কারন ট্রিকবিডিতে যারা ভিজিট করেন তারা অবশ্যই সব সময় ভালোর দলেই থাকেন!
তো প্রথমেই রিয়েলমি কে ধন্যবাদ তাদের অফিসিয়াল কার্যক্রম বাংলাদেশের শুরু করার জন্য, বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশেই তাদের প্রোডাক্ট গুলি অ্যাসেম্বল করার জন্য!
আমরা আশা করছি সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে, আমাদের দেশে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে তারা বেশ ভালো একটা অবদান রাখবে। ট্রিকবিডির পক্ষ থেকে রিয়েলমি কে অনেক অনেক শুভকামনা রইলো!
বাংলাদেশে এই প্রথম রিয়েল মির অফিশিয়াল ফোন realme 5i যদিও এন্ট্রি লেভেলের স্মার্টফোন নিয়ে যাত্রা শুরু করেছে তারা, এবং আমাদের প্রত্যাশা খুব দ্রুতই তারা ফ্লাগশিপ লেভেলের ফোন ও বাজারে আনবে!
তো আজকে আমরা এই রিয়েলমি ফাইভ আই ফোনের মধ্যে কি কি আছে তা খুঁজে বের করার চেষ্টা করব, তো চলুন শুরু করি!
আজকাল প্রায় সব স্মার্ট ফোন নির্মাতাদের মধ্যে চলছে কম্পিটিশন প্রতিযোগিতা চলছে কে কত কম খরচে সবথেকে ভালো মানের স্মার্টফোন টা দিতে পারে। আর তাতে আলটিমেটলি লাভবান হচ্ছি আমরাই।
এই ধরুন রিয়েল মি 5i এর কথাই বলি এত কম বাজেটে এরকম প্রিমিয়াম বিল কোয়ালিটির স্মার্টফোন কয়েক বছর আগে চিন্তাই করা যেত না!

প্রথমেই লুক এন্ড ফিল নিয়ে কথা বলি।
এর আগাগোড়া প্লাস্টিক এর কিন্তু তারপরও রয়েছে প্রিমিয়াম লুক বেশ বড়ো সড়ো তাই এক হাত এ অপারেট করতে স্ট্রাগল করতে হতে পারে আপনাকে!
বড়োসড়ো ফোন আর বেশি ক্যাপাসিটর ব্যাটারি ব্যবহার করার কারণে এর ওজনও ২০০ গ্রামের কাছাকাছি।

রয়েছে ৬.৫ ইঞ্চি ইউজ আইপিএস ডিসপ্লে সেই সাথে রয়েছে টু ড্রপ নচ, আইপিএস ডিসপ্লে হলেও কনটেন্ট গুলো ছিল খুব সার্ফ কালারফুল আর প্রাণবন্ত, ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রটেকশন আছে তো সব মিলিয়ে বেশ ভালো একটা কম্বিনেশন!
স্নাপড্রাগণ ৬৬৫ চিপসেট ইউজ করা হয়েছে এতে সেই সাথে octa-core সিপিইউ আর সেইসাথে এড্রিনো ৬১০ জিপিহউ!
র্যাম ও রমের রয়েছে দুইটি অপশন ৩ জিবি আর ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ অথবা ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ,
যদি বাজেটের কথা মাথায় রেখে হিসাব করি তাহলে এই কম্বিনেশন অনেক দাবি দাবি ব্র্যান্ডেড চাইতেও বেশ এগিয়ে থাকবে!

Android ৯ PIe এর সাথে ব্যবহার করা হয়েছে কালার ওএস ৬ যদিও কালার ওএস ৬ আবার খুব একটা পছন্দ না তবে আশা করব খুব শীঘ্রই এতে রিয়েলমি ইউ আই আপডেট পেয়ে যাব।

সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে rear-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমার পরীক্ষা-নিরীক্ষায় যেটা বুঝা গেল সেটি হচ্ছে এই বাজেটে সেটা খুবই ইম্প্রেসিভ সিকিউরিটি হিসেবে সেইসাথে ফেস আনলক ফিচারস পার্সোনালি এটা আমি পছন্দ করি না কারণ আমার কাছে সিকিউর মনে হয়।

Labels:

খুব সহজেই আপনার ব্লগার সাইটের পোস্ট, পেজ, কমেন্ট ব্যাকআপ রাখুন আর পরবর্তী-তে কিছু ডিলিট হয়ে গেলে আবার ফিরিয়ে আনুন

খুব সহজেই আপনার ব্লগার সাইটের পোস্ট, পেজ, কমেন্ট ব্যাকআপ রাখুন আর পরবর্তী-তে কিছু ডিলিট হয়ে গেলে আবার ফিরিয়ে আনুন

ব্লগার বর্তমান যুগের খুবই জনপ্রিয় একটি ফ্রী ওয়েবসাইট বিল্ডার, মূলত ফ্রী সার্ভিস দেওয়ার জন্যই ব্লগারের আজ এতো উন্নতি,
ব্লগার গুগলের অংশ গুগল নিজিস্ব হোস্ট দ্বারা ব্লগার সম্পাদনা করে থাকে।
আমরা ওয়ার্ডপ্রেস সাইট বা অন্য কোনো কাজের জন্য পেইড হোস্টিং কিনি, তবে আমার মনে হয় বড় বড় কম্পানির পেইডহোস্ট দিয়ে সাইট তৈরী করা যেই মজা পাওয়া যায় না সেটা গুগলের হোস্ট থেকে পাওয়া যায়।
আচ্ছা আমাদের দেশের অনেক বড় বড় সাইট আছে এবং সেসব সাইটের এডমিনরাও বড় বড় ডেভোলোপার আমাদের থেকেও তাদের  জ্ঞান অনেক বেশি, তাদের শুধু সাইটে পোস্ট বেশির কারণে সাইট কতো স্লো হয়ে গেছে একবার ভাবুন তো?
আর গুগল তার নিজের হোস্টে ব্লগার, ইউটিউব ইত্যাদি শতশত নানান সার্ভিস গুলো একাই এগিয়ে নিয়ে যাচ্ছে।  তাও আবার কোনো পরিবর্তন নেই। দেখুন ইউটিউবে কোটি কোটি ভিডিও রয়েছে প্রতিদিনই এরকম লক্ষ লক্ষ ভিডিও আপলোড হচ্ছে তারপরও ইউটিউব কোনো প্রকার স্লো কাজ করে না।
বর্তমানে তবুও ব্লগারের থেকে ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা বেশি তার কারণ কি?
প্রথমত ব্লগারের থেকে ওয়ার্ডপ্রেসে সিস্টেম অনেক ভালো এবং বেশি, আর দ্বিতীয়ত অনেক মানুষ মনে করে ব্লগার গুগলের সার্ভিস গুগল যখন ইচ্ছে ব্লগার বন্ধ করে দিতে পারে এবং তার ফলে তার সাইটটি চিরতরে হারিয়ে যেতে পারে।
আর ওয়ার্ডপ্রেস মালিকানাধীন ওয়ার্ডপ্রেস বন্ধ কখনোই হবে না তবে ওয়ার্ডপ্রেস এর মালিকানা পরিবর্তন হতে পারে এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস যেমন আছে তেমনই থাকবে।
কথা কিন্তু সত্যি কিন্তু ভূল কারণ ব্লগার গুগলের সার্ভিস ঠিকিই আবার গুগল চাইলে যখন ইচ্ছে ব্লগার বন্ধও করে দিতে পারে।
তবে একবার কি ভেবে দেখেছেন গুগল বন্ধ করবে কেনো?
যায়হোক ব্লগারে নিশ্চিন্তায় সাইট তৈরী করুন।
[bg=silver]আজকে আমি জানাবো কিভাবে ব্লগারের পোস্ট, পেজ এবং কমেন্ট ব্যাকআপ রাখতে হয়? এবং কিভাবে সেই ব্যাকআপ ব্যবহার করে আবার সবকিছু রিস্টোর করতে হয়? [/bg]
অনেক সময় ভূল করেই হোক বা কোনো কারণে হোক আপনার ব্লগার সাইটে থাকা পোস্ট বা পেজ অথবা কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট যদি ডিলিট হয়ে যায় তাহলে খুব খারাপ লাগে তাই না?
ওয়ার্ডপ্রেস হলে তো সি-প্যানেলের ব্যাকআপ রাখা যায় আর সেই ব্যাকআপ দিয়ে আবার সব ইনফরমেশন ফিরিয়ে আনা যায়।
তবে ব্লগার হলে কি?
ব্লগারেও পোস্ট, পেজ, কমেন্ট ব্যাকআপ রাখা যায় আর সেই ব্যাকআপ যেকোনো ব্লগার সাইটে ইম্পোর্ট করে সব ডাটা রিস্টোর করা যায়।
এমনকি ব্লগারের এই ব্যাকআপটি ওয়ার্ডপ্রেসেও ইম্পোর্ট করে সব ডাটা রিস্টোর করা যায়।
তাহলে আসুন জেনে নেই কিভাবে ব্লগার সাইটের পোস্ট, পেজ এবং কমেন্ট গুলো ব্যাকআপ রাখব?
প্রথমে আপনার ব্লগার সাইটে গুগল+ দিয়ে লগইন করে নিন,
এবার ড্যাসবোর্ডের বাম পাশ থেকে Settings অপশনে ক্লিক করুন।

Labels:

Time Travel চলুন ফিরে যাই দাদার আমলে Windows 1.0.1 তে বিস্তারিত না পড়লেই মিস করবেন

Time Travel চলুন ফিরে যাই দাদার আমলে Windows 1.0.1 তে বিস্তারিত না পড়লেই মিস করবেন

এর এটা এমনি এক যন্ত্র যার উপর নির্ভর করে প্রযুক্তিগত সকল কিছুই। কম্পিউটার যেহেতু একটি যন্ত্র তাই তাকে অপারেট করার জন্য দরকার হয় উইন্ডোজ কিংবা অপারেটিং সিস্টেম। 

উইন্ডোজ এর কাজ হলো Hardware এর সাথে Software এর সম্পর্ক তৈরী করা।Windows ইন্সটল করার ফলে আপনি কম্পিউটার থেকে নানান ধরনের কাজ করতে পারেন।আর আপনি হয়তো Windows Xp,Vista, 7,8 ,10 etc ব্যবহার করেছেন। তাহলে এটাও জেনে থাকবেন যে এর নির্মাতা মাইক্রোসফট।  

আর এই Microsoft সেই আদিকাল থেকেই তাদের সিস্টেম আপডেট করেই যাচ্ছে। যাতে আরো বেশী ফিচার আমরা ব্যবহার করতে পারি। 

যদি কেউ এর আগে Microsoft Windows 1.0 না চালিয়ে থাকেন তবে বাকী অংশ দেখুন মাথা নষ্ট হয়ে যাবে। 

Windows 1.0

১৯৮৫ সালের ২০শে নভেন্বর Microsoft তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১.০ প্রকাশ করে। IBM PC XT (Model 5160) কম্পিউটারে প্রথমবার উইন্ডোজ ১.০ চালানো হয়। এই অপারেটিং সিস্টেমটি চালানোর জন্য দরকার হবে মাত্র 256 KB সাইজের Ram.আর Hard Disk দরকার হবে আমার আপনার মেমোরী কার্ডের থেকেও ছোট Storage.
দাদার আমলের সেই IBM PC XT (Model 5160) কম্পিউটারের হার্ডডিস্ক ছিলো মাত্র ১০ মেগাবাইট। যা তখন দরকারের তুলনায় যথেষ্ট বেশি ছিলো। এই কম্পিউটারের Clock Speed ছিলো 4.77 Megahertz. আজ আমরা আমাদের কম্পিউটারে চালিয়ে দেখাবো আদি যুগের Microsoft এর এই অসাধারন Operating System.
IBM PC XT (Model 5160) যার মাধ্যমে Windows 1.0.1 চালানো হয়েছিলো।
এর আগে আমি একটি আর্টিকেল শেয়ার করেছিলাম Virtual Machine নিয়ে।যার ব্যবহার করে Windows কম্পিউটারে Android,Linux Kernel কিংবা Macintosh Operating System গুলো চালোনো যায়। তবে এই Windows টি চালাতে কোন Virtual Machine এর প্রয়োজন পড়বেনা।
আমরা তা আমাদের নিজেদের Computer অথবা Mobile Browser থেকেই চালাতে পারবো। আপনি হয়তো ভাবছেন কিভাবে ? 
এর জন্য আপনার সর্বোচ্চ গেলে 5MB খরচ করতে হবে এর বেশী দরকার হবে না।তবে Loading হতে কতটুকু টাইম নিবে তা নির্ভর করে আপনার ইন্টারনেট এর গতির উপর। আমি পোষ্টের শেষে লিংক দিয়ে দিবো যাতে আপনারাও ব্যবহার করতে পারেন। তবে দেখে নেই কিছু Screenshort সাথে Review.
Windows 1.0.1 ব্যবহার করতে পারবেন CGA কিংবা EGA Display ফিচারের মাধ্যমে।
  • CGA Display
  1. IBM PC XT, 256Kb RAM, 10Mb Hard Disk, Color Display
  • EGA Display
  1. IBM PC XT, 640Kb RAM, 10Mb Hard Disk (Formatted), 128Kb EGA, Enhanced Color Display
আপনি চাইলে দুটোই ব্যবহার করে দেখতে পারেন। তাহলে আমার যুক্ত করা লিংকে প্রবেশ করার পর Loading সফল হলে নিচের মত আসবে।

Labels:

Pirate Bay Is Down – তো দেখে নিন কিছু বিকল্প [Proxy Sites & Alternatives]

Pirate Bay Is Down – তো দেখে নিন কিছু বিকল্প [Proxy Sites & Alternatives]

কিন্তু দুঃখের বিষয় হলো, এই সেরা টরেন্টি সাইটের অফিশিয়াল Domain ব্যবহারকারীদের কাছে দু’ দিনেরও বেশি সময় ধরে প্রবেশ যোগ্য নয়। এই কারণে, বেশিরভাগ লোক টরেন্ট সাইটটিতে নিবন্ধন, আপলোড এবং মন্তব্য পোস্ট করতে পারছেনা।

বিগত কয়েক বছরে TPW কয়েকবার সার্ভার ডাউন থাকার অভিজ্ঞতা অর্জন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি কারন ছিলো Cloudfare ত্রুটি 522, ISP (Internet Service Providers) দ্বারা Domain Block এবং Domain এর নামগত সমস্যার কারনে।
এবার মনে হচ্ছে Technical ত্রুটির কারনে Pirate Bay সাইট টি বন্ধ রয়েছে। এখন পর্যন্ত তাদের অফিশিয়াল ভাবে কোন বার্তা পাওয়া যায় নি তাদের থেকে শুধু অনুমান করে নেওয়া যেতে পারে।

Why Is The Pirate Bay Down?

বর্তমানে  কোনও ব্যবহারকারী Pirate Bay সাইটে Access করার চেষ্টা করলে এটি একটি আইকনিক পাইরেট শিপ Logo এর পরিবর্তে CloudFare ত্রুটি সামনে তুলে ধরছে।
Cloudfare Problem 522 দ্বারা বুঝানো হচ্ছে  যে Cloudfare এর মূল উৎস HTTP অনুরোধটি প্রেরণ করতে অক্ষম কারণ মূল সার্ভারের সাথে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছেনা।
আপনি হয়তো জেনে থাকবেন TPB এর সার্ভার যখন Down থাকে ঠিক তখন এই ম্যাসেজ দিয়ে থাকে।তবে এবার TPB এর Domain Name গত কোন প্রকার সমস্যা হয়নি। তাই সঠিকভাবে কিছু বলা যাচ্ছেনা অফিশিয়াল কোন নোটিশ বা বার্তা না পাওয়া পর্যন্ত।
এরকম সমস্যা ফেলে আসা দিন গুলোতে অনেকবার দেখা দিয়েছে আর সাইটের নির্মাতারা সে সকল ত্রুটি কয়েক ঘন্টায় কিংবা দিনের মধ্যে সমাধান করে নিয়েছিল। তাই আমরা সর্বোচ্চ এটা আশা করতে পারি যে Pirate Bay আবার কোন একদিন ভিজিট করা সম্ভব হবে।

Labels:

Opera Neon Computer Browser Review সাথে ডাউনলোড করে নিন পিসির জন্য

Opera Neon Computer Browser Review সাথে ডাউনলোড করে নিন পিসির জন্য

বর্তমান সময়ে যদিও খুব কম লোক Opera ব্যবহার করে। তারপরেও কিন্তু এক সময় সবার মুখে মুখে ছিলো এই Opera. আর এখন বলতে গেলে অপেরাকে সবাই ভুলতে বসেছে। 

Opera Company সিদ্ধান্ত নিলো তাদের বাজার ধরে রাখতে হলে আরো ভালো কিছু করতে হবে।আর তাই ২০১৭ সালের শুরুর দিকে এই Opera Neon Browser টি বাজারে প্রকাশ করে।
এই Opera Neon এর জন্য ব্যবহার করা হয়েছে Blink Rendering Engine. আর যুক্ত করা হয়েছে চমৎকার কিছু ফিচার। যা মানুষকে আকর্ষন করবে। তাহলে চলুন তাদের ফিচার সম্পর্কে আরো জানা যাক।

Labels:

Itel Vision 1 এ যেন গরীবের আইফোন ১১ | মিড রেঞ্জ বাজেটের কিং!!

Itel Vision 1 এ যেন গরীবের আইফোন ১১ | মিড রেঞ্জ বাজেটের কিং!!

হেই গাইস ইমরান হেয়ার, বরাবরের মতো কেমন আছেন সেটা জানতে চাচ্ছি না কারণ আমি অবশ্যই জানি এই ট্রিকবিডিতে যারা ভিজিট করেন তারা সব সময় ভালোর দলেই থাকেন।
আইফোন ইলেভেনের ক্যামেরা প্লেসমেন্ট টা কে খুব ভালো মতোই কপি করতে পেরেছে “আইটেল ভীষণ ওয়ান” এবং তার জন্য অনেকে আবার বলছেন এটা নাকি গরীবের আইফোন ইলেভেন প্রো,
আইটেল এই ফোনটির নাম দিয়েছে “ভীষণ ১” এবং এটা আইটেল এর তরফ থেকে একটি লো বাজেট সেগমেন্ট এর ফোন।
তো আজকের এই পোস্টটি আপনি সম্পূর্ণ দেখলে নিশ্চয়ই জানতে পারবেন এই ফোনের খারাপ এবং ভালো দিক, এবং এটাও জানাবো এই বাজেটে আপনি ফোনটি ক্রয় করলে আপনার জন্য ভালো নাকি খারাপ হবে সব তাহলে চুপ করে ঠান্ডা মাথায় পড়ে ফেলুন পুরো পোস্টটি।
আইটেলের এই ফলটিকে এই প্রাইসের মধ্যে আমার সবথেকে বেস্ট মনে হয়েছে এই স্মার্টফোনটি যারা আমার হাতে দেখেছিল তারা বিশ্বাসই করতে চাইছিলো না যে এই ফোনটির দাম এত কম, যদিও তা হওয়ারই কথা কারণ এই ফোনটি দেখে মনেই হয় না এর দাম এত কম।
পার্সোনালি যদি বলি তাহলে এই ফোনটির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এছাড়াও এর আইফোন ইলেভেন প্রো এর ক্যামেরা প্লেসমেন্ট এর জন্য ও কিন্তু এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
আর বর্তমানে কিন্তু এই ফোনটি কেনার ক্ষেত্রে বাংলালিংকের সাথে ১২ জিবি ইন্টারনেট প্লাস ২০০% বোনাস অফার থাকস সো এখানে স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে যে এই ফোনটি ক্রয় করার ক্ষেত্রে আপনি অনেক ভাবেই লাভবান হবেন।

ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.09 inche আইপিএস এলসিডি ফুল এইচডি ডিসপ্লে এবং পিপি আই ২৮২ এককথায় ডিসপ্লেটি ছিল পুরাই মাখন এটি ছিল খুবই কালারফুল ফেভারিট এবং আই প্লিজিং।
ব্যাটারি সেগমেন্টে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি যা এই রেঞ্জের ফোনের জন্য বেশ অবাক করা, আর এর ব্যাটারি ব্যাকআপ নরমাল ইউজে আপনি এক দিনের মতো ব্যাকআপ পাবেন!
তবে আপনি যদি হেব্বি ইউজ করেন তাহলে ৬ ঘণ্টার মতো ব্যাকআপ অনার্সে পেয়ে যাবেন।
চার্জিং এর জন্য এতে থাকছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং এটি চার্জ হতে সময় নেবে দুই ঘণ্টার মত,
আর ফোনটি খুবই হালকা পাতলা এর ওয়েট হলো মাত্র ১৭০ গ্রাম এবং একহাতে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।
পারফরম্যান্স সেগমেন্টে আই মিন চিপসেট হিসাবে এই ফোনে থাকছে Spreadtrum UniSoC SC9863A এটি মূলত একটি quad-core প্রসেসর আর এর ক্লক স্পিড হচ্ছে ১.৬ গিগাহার্টজ আর এর জিপিউ হিসেবে থাকছে PowerVR GE8322 এটি মূলত লোরেঞ্জেন স্মার্টফোনে ব্যবহার করা হয়।
তাই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কোন গেমিং ডিভাইস নয়, তাই আপনি যদি তাও গেম খেলতে চান তাহলে ছোট্ট ছোট্ট গেমগুলো প্লে করতে পারবেন অনায়াসে, যদি আমি পাবজি মোবাইল এবং ফ্রী ফায়ার খেলার চেষ্টা করেছি।

Labels: