Coronavirus (COVID-19) নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখার উপায়
Coronavirus (COVID-19) নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখার উপায়
বর্তমানে যে রোগ টি মহামারীতে রুপ নিয়েছে তার নাম করোনা ভাইরাস কিংবা COVID-19.এটা এমন এক অবস্থা তৈরী করেছে যে সকল বিশ্বের মানুষ আতংকে রয়েছে।
আপনারা হয়তো অনেক হলিউডের মুভি দেখে থাকবেন। বিশেষ করে Zombie মুভি গুলো। আপনি হয়তো লক্ষ করে থাকবেন যে সেখানেও ভাইরাস মানুষকে বদলে ফেলে। আর মানুষ গুলো একে অন্যকে খাওয়া শুরু করে দেয়। আর এসব ঠেকাতে Lock Down করে দেওয়া হয়। যাতে এসকল ভাইরাস অন্যের সংস্পর্শে না আসতে পারে।
কেন হলিউডের কথা বলছি জানেন কি ? এজন্যই বলছি মুভিতে এড়িয়া Lock Down করা হয় একদম খারাপ অবস্থায় পৌছালে। তবে আমার পয়েন্ট Zombie নয় বরং Lock Down. কারন এই Corona Virus এর প্রভাবে সারা বিশ্ব Lock Down করে দেওয়া হয়েছে। নিশ্চই তাহলে এটা একটি অপ্রতিরোধ যোগ্য রোগ তাই এমন টা করা হয়েছে।
Labels: Carona
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home