Wednesday, August 12, 2020

VIP Magic Bullet For Gameloop PUBG Mobile 0.19

 VIP Magic Bullet For Gameloop PUBG Mobile 0.19

VIP Magic Bullet For Gameloop PUBG Mobile 0.19 যদি আপনি PUBG Mobile এর SuperMan হতে চান আর্টিকেল টি আপনার জন্য।

VIP Magic Bullet For Gameloop PUBG Mobile 0.19 আজকের এই টুলস টি যদি ব্যবহার করতে চান তবে আপনার দরকার হবে “Full Drive For Tools” যার ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো।

Password: DarkMagician.Xyz

Full Driver ডাউনলোড করা শেষ হলে Extract করে নিন। এবং CaiDat Setup এর উপর Double Click করে Run করুন।

এবার Full Driver নিজে থেকেই Install হওয়া শুরু হবে আপনি শুধু অপেক্ষা করে যান।

তবে আমাদের আরো একটি ফাইল ডাউনলোড করতে হবে যার লিংক নিচে দেওয়া হলো।

আপনি যা ব্যবহার করতে পারবেনঃ

  • Magic Bullet
  • Fast Landing
  • Car Speed
  • Instant Hit (Risk)
  • Aimbot
  • ESP

Password: DarkMagician.Xyz

এবার ডাউনলোড শেষ হলে Extract করুন। তাহলে আপনি Paid Tools টি পেয়ে যাবেন।

যদি আপনার Full Drive গুলো Install সম্পূর্ন হয়ে থাকে এবার আপনি Gameloop Emulator চালু করুন।

এই Tools টি চালু করার আগে অবশ্যই আপনার Emulator F11 চেপে দিয়ে Full Screen করে নিতে হবে।

এরপর Win Key ব্যবহার করে Tools টি চালু করতে হবে। নয়তো আপনার ESP তে সমস্যা দেখা দিবে।

Login করে সরাসরি Lobby তে চলে যান এবং Extract করা ফাইল গুলো থেকে Dark Fury Crack.exe ফাইলটি Open করুন। 

অবশ্যই তা Run As Administrator হতে হবে।


Fuck Fury Team বাটনে ক্লিক করে দিন তাহলে আপনার Tools টি চালু হয়ে যাবে।

তাহলে আপনার Tools টি চালু হয়ে যাবে। Magic Buulet চালু করতে F2 , Fast Land করার জন্য F3, Instant Hit এর জন্য F3 এবং Car Speed এর জন্য F4 চাপতে হবে।

যদি সবুজ লেখা হয়ে যায় বুঝতে হবে কাজ করছে। আর যদি লাল লেখা থাকে তবে তা বন্ধ আছে।


Home বাটনে ক্লিক করলে Menu Hide হয়ে যাবে। আর ESP Function নিয়ে কাজ করতে চাইলে Insert বাটন চেপে দিন।


অনেক তো হলো এবার শুরু করে দিন Magic Bullet ব্যবহার করা। তবে সতর্কতা হলো আপনার Main Account টিতে ব্যবহার করবেন না। আর যদি করে বসেন তবে কোন প্রকার Banned হলে আমি দায়ী থাকবোনা। তাই অবশ্যই Guest Account তৈরী করে মজা নিন। 


তাহলে আজকের VIP Magic Bullet For Gameloop PUBG Mobile 0.19 আর্টিকেল থেকে বিদায় নিচ্ছি।


যদি VIP Magic Bullet For Gameloop PUBG Mobile 0.19 আর্টিকেল টি আপনার ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কৃপণতা করবেন না।

You May Also Like: Frontlines – Fuel of War PC Games Review



তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য সময় নতুন কিছু নিয়ে।

লেখকঃ ইসমাঈল হোসেন ( সৌরভ )

Labels:

নতুন নিয়মে প্লে-স্টোর বা জিমেইলের সাথে ফেক মাস্টারকার্ড যুক্ত করেনিন আর ব্যবহার করুন বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটের ফ্রি ট্রায়াল সাবসক্রিপশন সুবিধা

 নতুন নিয়মে প্লে-স্টোর বা জিমেইলের সাথে ফেক মাস্টারকার্ড যুক্ত করেনিন আর ব্যবহার করুন বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটের ফ্রি ট্রায়াল সাবসক্রিপশন সুবিধা


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের জিমেইল একাউন্ট অথবা প্লে-স্টোরের সাথে একটা ফেক মাস্টারকার্ড ফ্রিতে এড করেনিবেন।
জিমেইলে মাস্টারকার্ড এড থাকলে বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে ফ্রি ট্রায়াল এর সাবসক্রিপশন ৩ অথবা ৭ দিনের এমনকি এক মাসের উপভোগ করতে পারবেন যেগুলো মূলত ডলার দিয়ে কিনতে হয়।কিন্তু জিমেইলে মাস্টারকার্ড এড থাকায় আপনি কিছুদিন ফ্রিতে সুবিধা ভোগ করতে পারছেন।
এর আগেও এটা নিয়ে একজন পোষ্ট করছিলো তবে সেটা এখন আর কার্যকর হচ্ছেনা যার জন্য আবারো আজ পোষ্ট করলাম।
তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক।
প্রথমে নিচের লিংকে গিয়ে একটা কার্ড জেনারেট করেনিন এবং প্রয়োজনীয় তথ্য কোথাও লিখে রাখুন।
লিংকটিতে যেতেএখানে ক্লিক করুন
এবার স্কিনশর্ট ফলো করুন।




আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে ভিডিওটি দেখুন
https://youtu.be/Y2IWCoTzIcM


★Join our telegram channelBDTRICKSH
★আবারো যারা রিং আইডি কয়েন বা রিংবিট বিক্রি করতে চান তারা যোগাযোগ করুন Imo & Whatsapp: 01987821162

★Join our whatsapp group:BDTRICKSH

আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখেনিনঃ

★★বাংলালিংক সিমে আনলিমিটেড Toffee এমবি ফ্রিতে নিয়েনিন,একাউন্ট করার সাথে সাথে ১ জিবি ফ্রি

★★আপনার ফেসবুক পেজে যতখুশি ততো ১০০% রিয়েল লাইক বাড়িয়ে নিন

Labels:

জাবার জন্য নিয়ে নিন ধারুণ একটি এ্যাকশন গেম

 জাবার জন্য নিয়ে নিন ধারুণ একটি এ্যাকশন গেম

আসসালামু আলাইকুম || সবাই কেমন আছেন ? কেউ খুশি না থাকলে ট্রিকবিডি ভিসিট করেনা || তাই এই পোস্টে আসার জন্য আন্তরিক ভাবে শুভেচ্ছা || তো পোস্ট শুরু করা যাক ||আগেই বলে রাখি এই পোস্টে অনকেই বলবে এখন কোনো জাবা ইউজার নেই তারা আমার আইডির java mobile family তে ক্লিক দেইখা আসুন কতজন জাবা ইউজার ।। এন্ড্রুয়েড ইউজাররা J2ME LODER.APK দিয়া গেমটি খেলতে পারবেন ।। আসল কথাই আসি ।। গেমটির গ্রাফিক্স ডিজাইন অন্য গেম এর চেয়ে ভালো ।। গেমটি মুলত যুদ্ধ নিয়ে ।। ২ চাপলে নায়কটি লাফ মারবে ।। ৫ চাপলে নায়ক গুষি মারবে ।। game name : Chuck Norris.jar Game size :unkwon support : all phone vendor :game loft screen : 240*320তো কিছু স্ক্রিনশট দেখে নিন :




স্ক্রিনশট দেখে হয়তো ভালো লেগেছে তো এখানে ক্লিক করে গেমটি ডাউনলোড করে নেনএরকম আরো জাবা গেম , এপ এবং ওয়াপকিজ থিম পেতে প্রতিদিন fenosoa.wapkiz.com ভিসিট করুন এবং সাইটে সাইনআপ করেন তো পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।। সবসময় ট্রিকবিডি ভিসিট করুন ।।



Labels:

ইন্টারনেট ডাটা বাঁচানোর উপায়। না দেখলে মিস করবেন

 ইন্টারনেট ডাটা বাঁচানোর উপায়। না দেখলে মিস করবেন

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ইন্টারনেট ডাটা বাঁচানোর উপায়

আপনার অজান্তেই ফোনের অ্যাপ আপডেট হয়ে ইন্টারনেট ডাটা খরচ হচ্ছে। এছাড়াও আরো অনেক কারণে চুপিসারে ডাটার অপচয় হচ্ছে।

জেনে নিন ইন্টারনেট ডাটা দ্রুত খরচ হওয়ার কারণ এবং বন্ধ করার উপায়।

১. অ্যান্ড্রয়েড সেটিংসে ডেটা ব্যবহার সীমাবদ্ধ করুন

আপনি সেটিংস অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েডে মোবাইল ডেটা ব্যবহার সীমাবদ্ধ করতে পারেন। এর জন্য আপনাকে যেতে হবে সেটিংসে এরপর ডেটা ইউজেজ ও ডেটা সীমা তে ক্লিক করে একমাসে আপনি কতটুকু ডেটা ব্যবহার করতে চান এমন সর্বোচ্চ পরিমাণের ডেটা সীমাবদ্ধ করে ফেলুন।

২. অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডের ডেটা সীমাবদ্ধকরন


কিছু অ্যাপ্লিকেশন আছে যা স্মার্টফোনে ব্যবহার না করা অবস্থা তেও আপনার অজান্তেই মোবাইল ডেটা গ্রাস করে। তাই এ সমস্যার মোকাবিলায় আপনাকে যেতে হবে সেটিংস এ। এরপর ডেটা ব্যবহারে গিয়ে কোন অ্যাপ্লিকেশনটি কতটা ডেটা খরচ করে তা আপনি পরিসংখ্যান দেখতে পারবেন।

এরপর যেই অ্যাপটি আপনার অদরকারি এবং বেশি ডেটা ব্যাকগ্রাউন্ডে খরচ হচ্ছে তা আনইনস্টল করে দিন।

৩. ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন

গুগল ক্রোম অন্যতম জনপ্রিয় অ্যান্ড্রয়েড ব্রাউজার। এটিতে একটি ইনবিল্ট বৈশিষ্ট্য রয়েছে যা অ্যান্ড্রয়েডে ডেটা ব্যবহারকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। ডেটা সেভার ব্যবহার করতে, ক্রোম খুলুন, উপরের ডানদিকে কোণায় থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। সেটিংসে যান এবং ডেটা সেভারে স্ক্রোল করুন।

৪. কেবলমাত্র ওয়াইফাই এর মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলি আপডেট করুন

মোবাইল ডেটা ব্যবহার হ্রাস করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি হল প্লে স্টোরে স্বয়ংক্রিয় অ্যাপ্লিকেশন আপডেটগুলো অক্ষম করা। এবং কেবলমাত্র ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলিকে অটো-আপডেট করুন।

৫. আপনার স্ট্রিমিং পরিষেবাগুলোর ব্যবহার সীমিত করুন

স্ট্রিমিং হওয়া গান এবং ভিডিওগুলো হল ডেটা নষ্ট করে এবং পাশাপাশি উচ্চ-মানের চিত্রও। আপনি যখন মোবাইল ডেটা ব্যবহার করছেন তখন এগুলো এড়াতে চেষ্টা করুন।

৬. বিকল্প অ্যাপ্লিকেশন ব্যবহার করুন

অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার আপনার ডেটা ব্যবহারকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। আপনি বুঝতে পারবেন না যে প্রতিবার আপনি যখনই ক্লিক করেন গুগল ফটোগুলো আপনার ফটোগুলো ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক করছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক মিডিয়া অ্যাপগুলো প্রচুর ডেটা গ্রাস করে। এই অ্যাপগুলোতে ভিডিও এবং জিআইএফ না দেখার চেষ্টা করুন।

কিছু অ্যাপ্লিকেশনের বিকল্প ব্যবহার করার চেষ্টা করুন যা অল্প ডেটা গ্রহণ করার সময় প্রয়োজনীয় ফাংশনগুলো সম্পাদন করবে। ফেসবুক লাইট ফেসবুক অ্যাপ্লিকেশনের একটি অত্যন্ত হালকা বিকল্প।

৭. ম্যালওয়ারটি বের করে দিন

কিছু ভাল অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন সহ ম্যালওয়ারের জন্য নিয়মিত আপনার অ্যান্ড্রয়েড ফোনটি স্ক্যান করুন। এটি করার ফলে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দ্রুত করতে সহায়তা করবে।

এই সকল পদ্ধতিতে আপনি আপনার ডেটা সংরক্ষণ করতে পারবেন। ফলত, আপনার অজান্তেই আপনার ডেটা চুরি হয়ে যাবে না।

সূত্র: Techzoom.Tv

Labels:

সম্পূর্ণ ফ্রীতে মোবাইল দিয়ে প্রফেশোনাল মানের ওয়েবসাইট তৈরী করুন মাত্র ১০ মিনিটে

 সম্পূর্ণ ফ্রীতে মোবাইল দিয়ে প্রফেশোনাল মানের ওয়েবসাইট তৈরী করুন মাত্র ১০ মিনিটে

হ্যালো বন্ধুরা, টাইটেল দেখেই হইতো বুঝে গেছেন আজকে কি বিষয়ে সেখাতে যাচ্ছি ? আজকে আমরা মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরী করব । এর জন্য কোনো প্রকার টাকা-পয়সা, হোস্টিং-ডোমেইন কিছুই দরকার পড়বে না । শুধু এই টিউটোরিয়ালটি সম্পূরর্ণটি দেখলেই হবে ।

ওয়াপব্লগ ( Wapblog.Id )

ওয়াপব্লগ হলো একটি ফ্রী ওয়েবসাইট তৈরীর তৈরীর প্লাটফর্ম । এটা সাধারনত নতুন্দের জন্য বেশি উপকারী , আর হ্যা আমি আমার জিবনের প্রথম ওয়েবসাইট এখান থেকেই বানিয়েছিলাম । তাই আপনাদেরকেউ এটা চিনিয়ে দিলাম । এখান থেকে হোস্ট ছাড়া এই সাইটের হোস্টে আপনার সাইট রাখতে পারবেন , এবং সেই সাথে আপনার পছন্দ মতো সাবডোমেইন ও ফ্রী নিতে পারবেন ।

  • .bloger.id
  • .fastblog.net
  • .idnblogger.com
  • .indowapblog.com
  • .wblog.id
  • .wbq.me

হ্যা বন্ধুরা ঠিক ধরেছেন, এই ৬টা ডোমেইন সাবডোমেইন হিসাবে পাবেন, আপনার ইচ্ছা মতো যেকোনো একটা নিয়ে ওয়েবসাইট তৈরী করে নিতে পারেন । আর এই প্লাটফর্মটির আরেকটি মজা হলো একটি একাউন্টে আপনি আনলিমিটেড ওয়েবসাইট তৈরী এবং সাবডোমেইন নিতে পারবেন । আর সেই সাথে আনলিমিটেড হোস্ট তো আছেই…

আরো পড়ুনঃ কোন প্লাটফর্মে ওয়েবসাইট তৈরী করলে সবচেয়ে বেশি ভালো হবে ?

ওয়াপব্লগ.আইডি এই প্লাটফর্মে ওয়েবসাইট ডিজাইন করার জন্য কোডিং এর ঝামেলাও আপনাকে করতে হবে না , এখান থেকে ফ্রীতে অসাধারন ডিজাইনের থীম আপনি ব্যবহার করতে পারবেন ।

২০১৫ সালের শুরুর দিকে ফাজার সদিক ( Fajar Sodik ) ওয়াপব্লগ আইডি তৈরী করে, এরপর দিনের পর দিন সাইট্টা আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে উঠে । আর এই সাইটের শুরুর সময় থেকে আছি আমি এদের সাথে ।

কিভাবে ওয়েবসাইট তৈরী করব ?

এখান থেকে ওয়েবসাইট তৈরী করাটা যদিও বা খুব সহজ তার পরও আপনাদের কে স্ক্রীনসুটের মধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে ওয়েবসাইট তৈরীর সময় কোনো সমস্যা না হয় ।

—–সবার প্রথমে নিচের লিঙ্কে প্রবেশ করুন ।

………Wapblog.ID

এরপর…

 

উপরের মতো একটা স্ক্রীন চলে আসবে সেখান থেকে REGISTER এ ক্লিক করুন ।

 

এবার আপনার ই-মেইল এড্রেস্টি প্রবেশ করুন । এবং SUBMIT বাটনে ক্লিক করুন ।

তারপর আপনার মেইলে একটা ভেরিফাইড লিঙ্ক যাবে, সেটাতে ক্লিক করুন ।

 

এবার কিছুক্ষন অপেক্ষা করুন ।

 

আপনার একাউন্টটি তৈরী হয়ে গেছে , এখন ADD BLOG এ ক্লিক করুন ।

ওয়েবসাইট তৈরী হয়ে গেছে । কতো সহজ তাই না? হুম আস্তে আস্তে বড় বড় প্লাটফর্মের কাজ ও শিখে নিতে পারবেন এভাবেই ।

 

এক্সট্রা টিপস

বন্ধুরা এক্সট্রা টিপস বলতে আরো কিছু বিষয় বলে দিচ্ছি সেগুলো হলোঃ এই সাইট্টির ডিজাইন আগেই বলেছি থীম ইন্সটল করে করতে পারবেন , ফুটার এর EXPLORE সেকশন থেকে Theme এ ক্লিক করলে অনেক গুলো থীম পেয়ে যাবেন যেকোনো একটা থীমই চাইলে ইন্সটল করে নিতে পারবেন । তাছারা থীম ইডিটের ও অপশন আছে সেখান থেকে থীম ইডিট করে নিতে পারবেন ।

কিছু কথাঃ

আওয়্যারট্রিক ডট কম (ourtrick.com) দিচ্ছে পোস্ট লিখে আয় করার এক দারুন সুযোগ, প্রতি পোস্টের জন্য ৫৳ টাকা করে দেওয়া হবে, এবং আপনার একাউন্টে ৫০৳ টাকা হলে রিচার্জ কিংবা বিকাশে উইথড্র করতে পারবেন । তাছাড়া থাকছে ৩টি পোস্ট করেই অথর হওয়ার সুযোগ ।

VISIT NOW OURTRICK

1 day ago (Aug 11, 2020)

Labels:

যাদের ফোনে HFR Mode নেই তারা কিভাবে Mobile Legends [Khaleed] আপডেটে HFR Mode পাবেন

 যাদের ফোনে HFR Mode নেই তারা কিভাবে Mobile Legends [Khaleed] আপডেটে HFR Mode পাবেন


আমরা যারা Mobile Legends খেলি তাদের অনেকের মধ্যে একটা সমস্যা থাকে আর তা হলোঃ HFR Mode (High Frame Rate) থাকে না বা আগে ছিলো কিন্তু নতুন Update আসার পর চলে গিয়েছে। যার ফলে অনেকে ঠিকমতো খেলতে পারছে না বা অনেকে হয়তো খেলাই ছেড়ে দিয়েছেন। HFR না থাকলে গেমটা খেলতে যে কি বিরক্তিকর লাগে তা আমি ভালো করে জানি। আর তার সাথে যদি Toxic, Negative টিম পরে তাহলে কোন কথাই নেই এক কথায় Defeat নিশ্চিত।
তাই আজকে আমি আপনাদের কথা চিন্তা করে এ সমস্যার সমাধান নিয়ে এলাম। এই উপায়ে আপনাদের যাদের মোবাইলে HFR আসে না তাড়া খুব সহজে HFR Enable করতে পারবেন। তবে এটা Android 10 এ সাপোর্ট করবে কিনা তা বলতে পারবো না, আপনারা ট্রাই করে দেখতে পারেন।
তো বন্ধুরা টিউটোরিয়াল টা অনেক বড় তাই আমি এখানে দেখাতে পারবো না, ভিডিওতে দেখাতেই আমার ১০ মিনিট লেগেছে। তাই বন্ধুরা একটু কষ্ট করে নিচের লিংক থেকে ভিডিওটা দেখে নিন।
আর এই কাজে দুইটা Apps লাগবে নিচের লিংক থেকে আগে ডাউনলোড করে নিন।

1. HFR CAO
2. MLBB V2 (Khaleed Patch)

ডাউনলোড করা হয়ে গেলে এবার নিচের ভিডিওটা দেখে নিন। আশা করি ১০০% সমাধান করতে পারবেন। কারন আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে এটা তাদের মোবাইলে কাজ করেছে।

https://youtu.be/RXO7loQXBlQ

পরবর্তীতে নতুন আপডেট আসলে আমি আবার সেই আপডেটের জন্য HFR টিউটোরিয়াল শেয়ার করবো, তাই অবশ্যই আমার চ্যানেলটা SUBSCRIBE করে রাখবেন। কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান।

Mobile Legends এবং Gaming সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন।

  • Click Here
  • 19 hours ago (Aug 12, 2020)

    Labels:

    জ্ঞানী মনীষীদের উক্তি পড়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। না দেখলে মিস করবেন

     জ্ঞানী মনীষীদের উক্তি পড়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। না দেখলে মিস করবেন

    আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

    জ্ঞানী মনীষীদের উক্তি পড়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন

    জ্ঞানী মনীষীদের উক্তি সর্বদাই আমাদের উপকারে লাগে। জ্ঞানী মনীষীদের উক্তি পড়লে সময়ে সময়ে আমাদের পথ চলার সঠিক নির্দেশনা পেয়ে যাই। এই পৃথিবীতে বহু জ্ঞানী, মহা মনীষীদের আগমন হয়েছে। তারা তাদের অভিজ্ঞতা, জীবনের বাস্তবতাকে তুলে ধরেছেন মানুষের সামনে। তাদের বাতলে যাওয়া এমন অনেক উক্তি আছে যেগুলো হর হামেশা আমাদের কাজে আসে। আজকের আলোচনায় আমরা তাদেরই কতিপয় বাছাইকৃত উক্তি পাঠক মহলে পেশ করছি Point আকারে।

    ১. জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ।

    ২. তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ণ কর না। কারণ, সে তোমাকে প্রথম পছন্দ করেছে।

    ৩. তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো।

    ৪. আহাম্মকের সাথে তর্ক কর না। কারণ, মানুষ হয়ত দু’জনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।

    ৫. ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।

    ৬. বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই।

    ৭. বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে।

    ৮. পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই হল লজ্জার ব্যাপার।

    ৯. মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই হচ্ছে অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

    ১০. মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না।

    ১১. জীবনকে যদি তুমি ভালোবাস তাহলে সময়ের অপচয় করো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। (ফ্রাংকলিন)

    ১২. মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট, বিপদ-আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়, মৃত্যু তা থেকে মুক্তি দেয়। (সক্রেটিস)

    ১৩. আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় বরং আমাদের কর্মের উপর দন্ডায়মান। (লিথা গোরাম)

    ১৪. কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। (ডেল ক্যার্নেগি)

    ১৫. এমনভাবে অধ্যায়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। (মহাত্মা গান্ধী)


    জ্ঞানী মনীষীদের উক্তি পড়ার জন্য আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

    4 hours ago (Aug 12, 2020)

    Labels:

    নতুন রূপে ট্রিকবিডি এর অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ

     নতুন রূপে ট্রিকবিডি এর অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ

    আলহামদুলিল্লাহ
    ট্রিকবিডি এর নতুন অফিশিয়াল অ্যাপ প্লে ষ্টোরে পাবলিশ করা হয়েছে।
     
    অ্যাপটিকে আপনাদের জন্য সম্পূর্ন নতুন ভাবে সাজিয়েছে ট্রিকবিডি টিম যেটা ট্রিকবিডি এর সাথে আপনার অভিজ্ঞতা পালটে দিবে ।
     
    খুশির খবর হলো আপনার যদি কোন ট্রিকবিডি অ্যাকাউন্ট না থাকে, অ্যাপ থেকে সহজেই একাউন্ট খুলে নিতে পারবেন।
    প্লেষ্টোর লিংকঃ
    অ্যাপটিকে নিচের লিংক থেকে প্লেষ্টোর থেকে ইন্সটল করে নিন

    অ্যাপটিতে আপনার জন্য যা যা থাকছেঃ
    – স্মোথ এবং ফাস্ট লোডিং
    – ট্রিকবিডি এর সকল ফিচার যেমন যেকোন পোষ্ট এ লাইক,রিপোর্ট কমেন্ট করার সুবিধা পাবেন একদম হাতের মুঠোয়
    – অফলাইন রিডিং, ইন্টারনেট না থাকলেও নিতে পারবেন প্রযুক্তিগত জ্ঞানের স্বাধ
    – ডার্ক মুড , আপনার পছন্দের ফন্ট বাছাই এর সুবিধা
    – আপনার কমেন্ট এ কেউ রিপ্ল্যাই করেছে, আপনার পোষ্ট এ কেউ কমেন্ট করেছে? পেয়ে যাবেন রিয়্যাল টাইম নোটিফিকেশন
    – পছন্দের পোষ্ট এ নোটিফিকেশন আকারে পাওয়ার সুবিধা

    – সাথে নতুন আরো অনেক কিছু …
    স্ক্রিনশুট সমূহঃ
     
     
    পরিশেষে বলতে চাই অ্যাপটি আপনানার জন্য ই তৈরি করা হয়েছে, আপনার অ্যাপকে প্লেষ্টোরে পজিটিভ রিভিও দিয়ে এগিয়ে রাখার দায়িত্ব আপনার ই।

    Labels: