Wednesday, April 22, 2020

মাত্র একদিনই ৫০ লক্ষ এরও বেশিবার ডাউনলোড হয়ে গেল ফেসবুকের এই গেমিং অ্যাপ! আপনি ট্রাই করেছেন তো?

মাত্র একদিনই ৫০ লক্ষ এরও বেশিবার ডাউনলোড হয়ে গেল ফেসবুকের এই গেমিং অ্যাপ! আপনি ট্রাই করেছেন তো?

হোয়াটসঅ্যাপ গাইস,
কি অবস্থা সবার নিশ্চয়ই ভালো আছেন!

প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি ফেসবুক ইদানিং একের পর এক নিয়ে এসে তাদের গ্রাহকদেরকে ভেলকি দেখানো শুরু করে দিয়েছেন!
আর ঠিক সেই ধারাবাহিকতায় এবারও ফেসবুক গেম পাগলদের জন্য নিয়ে চলে আসলো *ফেসবুক গেমিং* নামে একটি চমৎকার অ্যাপ, আর সব থেকে অবাক করা বিষয় হয়েছে এই অ্যাক্টিভ গুগল প্লে স্টোরে আসতে না আসতেই এর জনপ্রিয়তা বেশ অবাক করার মত।
মাত্র একদিন এই অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে ৫০ লক্ষের ও বেশি, তো অ্যাপটি কি এবং কিভাবে কাজ করে জানতে পোষ্টটি সম্পূর্ণ পড়ুন!
এই গেমিং অ্যাপে ফেসবুক অ্যাপে উপলব্ধ গেমের থেকে আলাদা গেম রয়েছে। এই অ্যাপে গেম প্লে, ওয়াচ আদার, লাইভ গেম প্লে এর মত ফিচার আছে।
আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে ফেসবুক এই অ্যাপটি দিয়েই গেমিং ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো পা রাখল, এই অ্যাপসটি মূলত বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটা দেশে লঞ্চ করা হয়ে গেছে অলরেডি। যদিও এই অ্যাপটির লঞ্চ হওয়ার কথা আরো পরে থাকলেও বেশ আগেভাগেই লঞ্চ করে ফেলল ফেসবুক!

কোম্পানি গত ১৮ মাস ধরে দক্ষিণ এশীয় এবং লাতিন আমেরিকার দেশগুলিতে এই অ্যাপটি পরীক্ষা করছিল। ব্যবহারকারীরা এটিকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home