Tuesday, January 7, 2020

SEO ফ্রেন্ডলি এবং Responsive ব্লগার টেম্পলেট Workmag ডাউনলোড করুন একদম ফ্রীতে !!

SEO ফ্রেন্ডলি এবং Responsive ব্লগার টেম্পলেট Workmag ডাউনলোড করুন একদম ফ্রীতে !!

আমারা সবাই জানি ব্লগার ব্যবহার ফ্রী করা যাই এবং একাধিক ফ্রী থিমও পাওয়া যাই কিন্তু সেগুল অত হাই থিম হয়না মানে ভাল হয়না Seo তে কমতি থাকে না না সমস্যা থাকে ডিজাইন খুব ভাল হয় না তবে নিজে ডিজাইন করতে পারলে কোন সমস্যা নেই কিন্তু কই জন আর নিজে ডিজাইন করতে পারি । তবে যদি পেইড থিম মানে যেসকল টেম্পলেট কিনে ব্যবহার করতে হয় সেই সব থিম ব্যবহার করলে অবশ্যই সেগুল হাই seo এবং দারুন ডিজাইন হয় যেমন আজকে যে থিমটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা একটি পেইড থিম এটার দাম Themeforest এ ২১$ কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে এটা একদম ফ্রীতে শেয়ার করবো 🙂 । আজকে যে থিম আপনাদের সঙ্গে শেয়ার করবো তার নাম Workmag টেম্পলেট সত্যি অসাধারন ডিজাইন সঙ্গে পিয়র Responsive তাহলে দেরি না করে নিচে থেকে ডাউনলোড করেনিন ।
উপর থেকে থিম ডেমো দেখে আসুন আশাকরি পছন্দ 😀 হবে যদি মনে হয় ডাউনলোড করে ব্যবহার করবেন বা সংগ্রহ করে রাখবেন তাহলে নিচে থেকে ডাউনলোড করে নিন সঙ্গে নিচে থেকে থিম ফিচার ও দেখেনিন ।

Labels:

এক ঝলকে ২০১৯ সালের আলোচিত স্মার্টফোনগুলো দেখে নিন।

এক ঝলকে ২০১৯ সালের আলোচিত স্মার্টফোনগুলো দেখে নিন।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমার ২১৬ নম্বর পোস্টে। দেখতে দেখতে অনেক গুলো পোস্ট করে ফেললাম এন্ড আমি কল্পনা করি খুব শিগ্রই আপনাদের দোয়া থাকলে ১০০০ টি পোস্ট সম্পূর্ণ করতে পারব। বর্তমান সময়ের স্মার্টফোন নিয়ে আলোচনা হবে এটা খুবই স্বাভাবিক আর ২০১৯ সাল টা স্মার্টফোন ইউজারদের জন্য ছিল ব্যাপক ইন্টারেস্টিং, ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ এসব ক্ষেত্রে একটা ব্যাপক কম্পিটিশন ছিল। তো চলুন দেখেনি ২০১৯ সালে লঞ্চ হাওয়া কিছু আলোচিত স্মার্টফোন। Samsung Galaxy note 10 plus তালিকায় প্রথমেই আসে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস গ্যাজেট থ্রী সিক্সটি রেটিং এ থ্রি রিয়ার ক্যামেরার এই ফোনটির রেটিং নাইন আউট অফ টেন, টুয়েল ৬০ এবং টুয়েলভ মেগাপিক্সেলের থ্রি রিয়ার ক্যামেরার মধ্যে একটি সিক্সটিন মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা রয়েছে। তিনটি ক্যামেরা ছাড়াও গ্যালাক্সি নোট টেন প্লাস ফোনের পিছনে রয়েছে একটি বিজিএস ডিপ সেন্সর ১০ মেগাপিক্সেলের এর সেলফি ক্যামেরার এই ফোনে রয়েছে বিশাল ব্যাটারি দুর্দান্ত ডিসপ্লে এবং S Pen সাপোর্টেড।


Oneplus 7T
ডুয়েল সিমের ওয়ানপ্লাস 7T ও গ্যাজেট থ্রী সিক্সটি রেটিং এ নাইন আউট অফ টেন পেয়েছে এই ফোনটিতে স্নাপড্রাগণ 855 প্লাস প্রসেসর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। রিয়ারে তিনটি ক্যামেরার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের আর ওয়ান প্লাস সেভেন T ফোনে ৩৮০০ মিলি এম্পিয়ার ব্যাটারী সঙ্গে ৩০ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই প্রথম কোন ওয়ানপ্লাস ফোনে রেপ চার্জ থার্টি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর পরেই রয়েছে ওয়ান প্লাস ৭T প্র

Labels:

[Hot pos] Robi সিমে ফ্রি তে ১০ টাকা নিয়ে নিন।

[Hot pos] Robi সিমে ফ্রি তে ১০ টাকা নিয়ে নিন।

আশা করি ভালো আছেন।
আছকে একটা রবি সিমের অফার নিয়ে এসেছি। তা হচ্ছে ফ্রি ১০ টাকা মোবাইল রিচার্জ আর এই ১০ টাকা পেতে হলে রবি গুনগুন চালু করতে হবে।
তো শুরু করা যাক।
প্রথমে *8466*573# ডায়েল করেন।
তার পর ইন্টার ১ দিয়ে দেন।

Labels:

বাংলা মোটিভেশনাল এবং শিক্ষামূলক কনটেন্টস এর অ্যান্ড্রয়েড অ্যাপ স্পাঙ্ক ডাউনলোড করে নিন।

বাংলা মোটিভেশনাল এবং শিক্ষামূলক কনটেন্টস এর অ্যান্ড্রয়েড অ্যাপ স্পাঙ্ক ডাউনলোড করে নিন।

ট্রিকবিডির এর সকল ইউজার এবং সকল ভিজিটরকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর উপলক্ষে।
Happy New Year
২০১৯ইং গুটি গুটি পায়ে ঠিকই চলে গেলো আর নিয়ে আসলো আরও একটা নতুন বছরের সূচনা; অবিরাম ভালোবাসার সাথে নতুন বছরকে স্বাগত জানাই। আশা করি এই নতুন বছরে আপনার দিন গুলো নতুন হোক, আপনার জীবনযাত্রার পথ আরও সুন্দর হোক। নতুন বছর আসাই আমি প্রায়ই দেখি অর্ধেক এরও বেশী মানুষ এই দিনটা অনেক খুশি ভাবে পালন করে, আসলে খুশি হওয়ারও কথা আবার দুঃখেরও কথা একটা বছর চলে গেলো আপনার জীবন থেকে আর যে দিন গুলো চলে যায় তা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না বর্তমান।
এই ২০২০ইং এমন ভাবে তৈরি করুন যা আপনার লাইফকে আলোকিত করবে। পুরাতন বছরে যে যে ভূল গুলো করেছিলেন তা সঠিক করার চেষ্টা করুন। নতুন শিক্ষার্থী যেমন নতুন ক্লাসে নতুন বই নিয়ে প্রবেশ করবে তেমনি আপনিও আপনার লাইফ থেকে দুঃখের অংশটা রিমুভ করে এই নতুন বছরে ভালো কিছু করার চেষ্টা চালু করে দিন।
আজকের এই কনটেন্টে আপনাদের আমি একটা উপহার দেওয়ার জন্য এসেছি তবে এটা ছিলো একটা রিকুয়েস্ট মূলক কনটেন্ট। আসলে বিষয়টা কী হয়েছে আমি খুলে বলছি; ট্রিকরেড এর বেশ কিছু ইউজার আমাকে ইমেইল করে রিকুয়েস্ট করেছিলো এই নতুন বছরে আমি জানো তাদের এমন কিছু গিফট করি যেটা তাদের খুব কাজে লাগবে নতুন বছরের এর জন্য।
তখন আমি মাত্র কয়েকটা ইমেইল দেখে ভাবলাম থাক আপাতত, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই একই টাইপের ইমেইল অনেক ইউজার করেছেন। আমি তারপর সারাদিন ভাবলাম আসলে আমি এমন কী উপহার দিতে পারী যেটা আপনার নতুন বছরে সফল হতে সাহায্য করবে; ঠিক তখনি ভাবতে ভাবতে আমি একটা প্ল্যানিং করে ফেলি যে আমি আপনাদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ উপহার দিবো এবং লেগে পড়ি ওই রাত থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং এর পিছনে। অ্যান্ড্রয়েড অ্যাপ এর নামটা দিয়েছি “স্পাঙ্ক” অনেক গুলো রাত জাগার গল্প লুকিয়ে আছে এই অ্যান্ড্রয়েড অ্যাপ স্পাঙ্ক এর পিছনে।

Labels:

মিড বাজেটের Galaxy S10 lite কি তাহলে ওয়ানপ্লাস কিলার? Best mid budget smartphone!

মিড বাজেটের Galaxy S10 lite কি তাহলে ওয়ানপ্লাস কিলার? Best mid budget smartphone!

আসসালামুয়ালিকুম, হেই গাইস ইমরান বলছিলাম স্বাগত জানাচ্ছি আমার ২১৭ নম্বর পোস্টে সবাইকেই। বর্তমান মার্কেটে মিড রেঞ্জ সেগমেন্টে শুধুমাত্র ওয়ানপ্লাস রাজত্ব করছে এবং তাদের বাজারটাকে দখল করার জন্য স্যামসাং তাদের Galaxy S10 lite এবং Note 10 lite নামে দুইটি স্মার্টফোন উন্মোচন করেছে। যদিও কিনা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এই দুটি ফোনকে লঞ্চ করা হবে ‌। তো ফ্রেন্ডস আজকে কথা বলব Samsung Galaxy S10 lite নিয়ে, কারণ ফোনটিতে রয়েছে ২০১৯ সালের ফ্লাগশিপ চিপসেট এবং অলমোস্ট ফ্লাগশিপ লেভেলের স্মার্টফোন। ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলতে গেলে স্যামসাং কোনরকম কম্প্রোমাইজ করে নি Galaxy S10 lite স্মার্টফোনের মধ্যে, পিছনে এবং সামনের দিকে রয়েছে কর্নিং গরিল্লা গ্লাসের সাপোর্ট এবং এবং ফেম টা হচ্ছে মেটালের তবে পিছনের সাইটের যে ডিজাইনটি রয়েছে অর্থাৎ ক্যামেরা কাটাউট সেটা কিন্তু দেখতে অনেকটা অদ্ভুত মনে হচ্ছে।


Display
আর ফ্রন্ট সাইড এর ডিসপ্লে হিসাবে স্যামসাং এখানে ব্যবহার করেছে সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। তাছাড়া ডিসপ্লেটির সাইজ হচ্ছে গিয়ে 6.7 ইঞ্চি এবং এখানে অলওয়েজ অন ডিসপ্লে, এবং এইচ ডি আর এর সাপোর্ট দেয়া হয়েছে‌।

Labels: