Wednesday, April 22, 2020

মেগাপিক্সেল ক্যামেরার ও ৮৬৫ প্রসেসর সাথে আসছে নোকিয়া ৯

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ও ৮৬৫ প্রসেসর সাথে আসছে নোকিয়া ৯.৩


এইচএমডি গ্লোবাল এই বছর তৃতীয় কোয়ার্টারে তাদের ফ্লাগশিপ ফোন নোকিয়া ৯.৩ লঞ্চ করবে। নোকিয়াপাওয়ার ইউজার তাদের একটি রিপোর্টে বলেছে এই ফোনে পাঁচটি রিয়ার ক্যামেরা থাকবে ‌ এই পেন্টা ক্যামেরা সেটআপে একটি ১০৭ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। এর সাথে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও নোকিয়া ৯.৩ কিউএইচডি + ডিসপ্লের সাথে লঞ্চ হবে।

নোকিয়া ৯.৩ সম্ভাব্য ফিচার :


নোকিয়া ৯.৩ এর সমস্ত ফিচার এখনো সামনে আসেনি। রিপোর্ট অনুযায়ী এই ফোনে ৬.২৯ ইঞ্চি OLEd ডিসপ্লে দেওয়া হবে, যেটি কিউএইচডি + রেজুলেশনের সাথে আসবে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home