Wednesday, April 22, 2020

চীনা স্মার্টফোন কোম্পানি OPPO তাদের A সিরিজের নতুন ফোন লঞ্চ করলো।সস্তায় শক্তিশালী ব্যাটারিরি সাথে লঞ্চ হলো OPPO A12, জানুন দাম ও ফিচার

চীনা স্মার্টফোন কোম্পানি OPPO তাদের A সিরিজের নতুন ফোন লঞ্চ করলো।সস্তায় শক্তিশালী ব্যাটারিরি সাথে লঞ্চ হলো OPPO A12, জানুন দাম ও ফিচার


চীনা স্মার্টফোন কোম্পানি OPPO তাদের A সিরিজের নতুন ফোন লঞ্চ করলো। এই ফোনের নাম OPPO A12। এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও অপ্পো এ১২ ফোনে পাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা, ৪,২৩০ এমএএইচ ব্যাটারি ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসুন OPPO A12 এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

OPPO A12 দাম :


আপাতত কোম্পানি এই ফোনকে ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে। ইন্দোনেশিয়ায় এই ফোনের দাম IDR ২,৪৪৯,০০০ (ভারতীয় মূল্যে প্রায় ১২,০০০ টাকা)। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। এছাড়াও ফোনটি ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের সাথেও এসেছে। যদিও তার দাম এখনও জানা যায়নি। ফোনটি কালো ও নীল রঙে পাওয়া যাবে।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home