Wednesday, March 18, 2020

খুব সহজেই আপনার ব্লগার সাইটের পোস্ট, পেজ, কমেন্ট ব্যাকআপ রাখুন আর পরবর্তী-তে কিছু ডিলিট হয়ে গেলে আবার ফিরিয়ে আনুন

খুব সহজেই আপনার ব্লগার সাইটের পোস্ট, পেজ, কমেন্ট ব্যাকআপ রাখুন আর পরবর্তী-তে কিছু ডিলিট হয়ে গেলে আবার ফিরিয়ে আনুন

ব্লগার বর্তমান যুগের খুবই জনপ্রিয় একটি ফ্রী ওয়েবসাইট বিল্ডার, মূলত ফ্রী সার্ভিস দেওয়ার জন্যই ব্লগারের আজ এতো উন্নতি,
ব্লগার গুগলের অংশ গুগল নিজিস্ব হোস্ট দ্বারা ব্লগার সম্পাদনা করে থাকে।
আমরা ওয়ার্ডপ্রেস সাইট বা অন্য কোনো কাজের জন্য পেইড হোস্টিং কিনি, তবে আমার মনে হয় বড় বড় কম্পানির পেইডহোস্ট দিয়ে সাইট তৈরী করা যেই মজা পাওয়া যায় না সেটা গুগলের হোস্ট থেকে পাওয়া যায়।
আচ্ছা আমাদের দেশের অনেক বড় বড় সাইট আছে এবং সেসব সাইটের এডমিনরাও বড় বড় ডেভোলোপার আমাদের থেকেও তাদের  জ্ঞান অনেক বেশি, তাদের শুধু সাইটে পোস্ট বেশির কারণে সাইট কতো স্লো হয়ে গেছে একবার ভাবুন তো?
আর গুগল তার নিজের হোস্টে ব্লগার, ইউটিউব ইত্যাদি শতশত নানান সার্ভিস গুলো একাই এগিয়ে নিয়ে যাচ্ছে।  তাও আবার কোনো পরিবর্তন নেই। দেখুন ইউটিউবে কোটি কোটি ভিডিও রয়েছে প্রতিদিনই এরকম লক্ষ লক্ষ ভিডিও আপলোড হচ্ছে তারপরও ইউটিউব কোনো প্রকার স্লো কাজ করে না।
বর্তমানে তবুও ব্লগারের থেকে ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা বেশি তার কারণ কি?
প্রথমত ব্লগারের থেকে ওয়ার্ডপ্রেসে সিস্টেম অনেক ভালো এবং বেশি, আর দ্বিতীয়ত অনেক মানুষ মনে করে ব্লগার গুগলের সার্ভিস গুগল যখন ইচ্ছে ব্লগার বন্ধ করে দিতে পারে এবং তার ফলে তার সাইটটি চিরতরে হারিয়ে যেতে পারে।
আর ওয়ার্ডপ্রেস মালিকানাধীন ওয়ার্ডপ্রেস বন্ধ কখনোই হবে না তবে ওয়ার্ডপ্রেস এর মালিকানা পরিবর্তন হতে পারে এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস যেমন আছে তেমনই থাকবে।
কথা কিন্তু সত্যি কিন্তু ভূল কারণ ব্লগার গুগলের সার্ভিস ঠিকিই আবার গুগল চাইলে যখন ইচ্ছে ব্লগার বন্ধও করে দিতে পারে।
তবে একবার কি ভেবে দেখেছেন গুগল বন্ধ করবে কেনো?
যায়হোক ব্লগারে নিশ্চিন্তায় সাইট তৈরী করুন।
[bg=silver]আজকে আমি জানাবো কিভাবে ব্লগারের পোস্ট, পেজ এবং কমেন্ট ব্যাকআপ রাখতে হয়? এবং কিভাবে সেই ব্যাকআপ ব্যবহার করে আবার সবকিছু রিস্টোর করতে হয়? [/bg]
অনেক সময় ভূল করেই হোক বা কোনো কারণে হোক আপনার ব্লগার সাইটে থাকা পোস্ট বা পেজ অথবা কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট যদি ডিলিট হয়ে যায় তাহলে খুব খারাপ লাগে তাই না?
ওয়ার্ডপ্রেস হলে তো সি-প্যানেলের ব্যাকআপ রাখা যায় আর সেই ব্যাকআপ দিয়ে আবার সব ইনফরমেশন ফিরিয়ে আনা যায়।
তবে ব্লগার হলে কি?
ব্লগারেও পোস্ট, পেজ, কমেন্ট ব্যাকআপ রাখা যায় আর সেই ব্যাকআপ যেকোনো ব্লগার সাইটে ইম্পোর্ট করে সব ডাটা রিস্টোর করা যায়।
এমনকি ব্লগারের এই ব্যাকআপটি ওয়ার্ডপ্রেসেও ইম্পোর্ট করে সব ডাটা রিস্টোর করা যায়।
তাহলে আসুন জেনে নেই কিভাবে ব্লগার সাইটের পোস্ট, পেজ এবং কমেন্ট গুলো ব্যাকআপ রাখব?
প্রথমে আপনার ব্লগার সাইটে গুগল+ দিয়ে লগইন করে নিন,
এবার ড্যাসবোর্ডের বাম পাশ থেকে Settings অপশনে ক্লিক করুন।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home