Time Travel চলুন ফিরে যাই দাদার আমলে Windows 1.0.1 তে বিস্তারিত না পড়লেই মিস করবেন
Time Travel চলুন ফিরে যাই দাদার আমলে Windows 1.0.1 তে বিস্তারিত না পড়লেই মিস করবেন
এর এটা এমনি এক যন্ত্র যার উপর নির্ভর করে প্রযুক্তিগত সকল কিছুই। কম্পিউটার যেহেতু একটি যন্ত্র তাই তাকে অপারেট করার জন্য দরকার হয় উইন্ডোজ কিংবা অপারেটিং সিস্টেম।
উইন্ডোজ এর কাজ হলো Hardware এর সাথে Software এর সম্পর্ক তৈরী করা।Windows ইন্সটল করার ফলে আপনি কম্পিউটার থেকে নানান ধরনের কাজ করতে পারেন।আর আপনি হয়তো Windows Xp,Vista, 7,8 ,10 etc ব্যবহার করেছেন। তাহলে এটাও জেনে থাকবেন যে এর নির্মাতা মাইক্রোসফট।
আর এই Microsoft সেই আদিকাল থেকেই তাদের সিস্টেম আপডেট করেই যাচ্ছে। যাতে আরো বেশী ফিচার আমরা ব্যবহার করতে পারি।
যদি কেউ এর আগে Microsoft Windows 1.0 না চালিয়ে থাকেন তবে বাকী অংশ দেখুন মাথা নষ্ট হয়ে যাবে।
Windows 1.0
১৯৮৫ সালের ২০শে নভেন্বর Microsoft তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১.০ প্রকাশ করে। IBM PC XT (Model 5160) কম্পিউটারে প্রথমবার উইন্ডোজ ১.০ চালানো হয়। এই অপারেটিং সিস্টেমটি চালানোর জন্য দরকার হবে মাত্র 256 KB সাইজের Ram.আর Hard Disk দরকার হবে আমার আপনার মেমোরী কার্ডের থেকেও ছোট Storage.
দাদার আমলের সেই IBM PC XT (Model 5160) কম্পিউটারের হার্ডডিস্ক ছিলো মাত্র ১০ মেগাবাইট। যা তখন দরকারের তুলনায় যথেষ্ট বেশি ছিলো। এই কম্পিউটারের Clock Speed ছিলো 4.77 Megahertz. আজ আমরা আমাদের কম্পিউটারে চালিয়ে দেখাবো আদি যুগের Microsoft এর এই অসাধারন Operating System.
IBM PC XT (Model 5160) যার মাধ্যমে Windows 1.0.1 চালানো হয়েছিলো। |
এর আগে আমি একটি আর্টিকেল শেয়ার করেছিলাম Virtual Machine নিয়ে।যার ব্যবহার করে Windows কম্পিউটারে Android,Linux Kernel কিংবা Macintosh Operating System গুলো চালোনো যায়। তবে এই Windows টি চালাতে কোন Virtual Machine এর প্রয়োজন পড়বেনা।
আমরা তা আমাদের নিজেদের Computer অথবা Mobile Browser থেকেই চালাতে পারবো। আপনি হয়তো ভাবছেন কিভাবে ?
এর জন্য আপনার সর্বোচ্চ গেলে 5MB খরচ করতে হবে এর বেশী দরকার হবে না।তবে Loading হতে কতটুকু টাইম নিবে তা নির্ভর করে আপনার ইন্টারনেট এর গতির উপর। আমি পোষ্টের শেষে লিংক দিয়ে দিবো যাতে আপনারাও ব্যবহার করতে পারেন। তবে দেখে নেই কিছু Screenshort সাথে Review.
Windows 1.0.1 ব্যবহার করতে পারবেন CGA কিংবা EGA Display ফিচারের মাধ্যমে।
- CGA Display
- IBM PC XT, 256Kb RAM, 10Mb Hard Disk, Color Display
- EGA Display
- IBM PC XT, 640Kb RAM, 10Mb Hard Disk (Formatted), 128Kb EGA, Enhanced Color Display
আপনি চাইলে দুটোই ব্যবহার করে দেখতে পারেন। তাহলে আমার যুক্ত করা লিংকে প্রবেশ করার পর Loading সফল হলে নিচের মত আসবে।
Labels: Technology Updates
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home