Monday, September 14, 2020

cPanel থেকে WordPress সাইটের ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করুন ২ মিনিটে || How to reset wp user password from cPanel

 আসসালামু আলাইকুম বন্ধুরা।

আমরা প্রায়শই ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড ভুলে যাই। আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হোস্টিং প্যানেল ( সিপ্যানেল) থেকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগইন পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারি।

তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।

প্রথমে আপনার হোস্টিং সিপ্যানেলে লগইন করুন এবং Database সেকশন থেকে phpMyAdmin এ যান।

এবার আপনি আপনার সাইটের ডাটাবেইজে ক্লিক করুন ডাটাবেইজ মেনু থেকে। বুঝতে না পারলে নিচের স্ক্রিনশট দেখুন।



এবার নিচের স্ক্রিনশটের মতো একটি লিস্ট আসবে সেখান থেকে wpso_user নামপর অপশনে ক্লিক করুন।


এবার এডিটে ক্লিক করুন যেভাবে নিচের স্ক্রিনশটে দেখানো হয়েছে সেভাবে।

এবার আপনি নতুন যে পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন সেটি লিখুন user_pass এর ডান পাশের বক্সে এবং এর বামের ড্রপ ডাউন থেকে MD5 সিলেক্ট করুন। অতঃপর ক্লিক করুন Go তে।


ব্যাস হয়ে গেলো আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সমাধানের চেষ্টা করবো।


নোটঃ পোস্টটি HosterPlan Blog থেকে অনুকৃত।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home