Wednesday, October 21, 2020

ডার্ক ওয়েব এর সত্যতা ও প্রচলিত ভুল ধারণা। ডার্ক ওয়েবে কি সত্যি হত্যাকারী ভাড়া পাওয়া যায়? আসল রহস্য ফাঁস,,

 “আসসালামু আলাইকুম ”

কেমন আছেন সবাই।  আশা করি সবাই ভালো আছেন। ডার্ক ওয়েব নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। আসলে এর সত্য রহস্যটা কি?  তা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনি এবং তা বিশ্বাস ও করে ফেলি।  কিন্তু আসলেই ডার্ক ওয়েব বা এই অন্ধকার জগৎ এতটায় ভংকর বা রহস্যময়।  আসুন আজ তার কিছু সত্য কথা তুলে ধরবো। যা বলে আমাদের বোকা বানানো হচ্ছে।  




দেশী কিছু YouTuber বিদেশি চ্যানেল থেকে ডার্ক ওয়েব এর কিছু সিন দেখিয়ে প্রমাণ করতে চায় যে ডার্ক ওয়েব অনেক ভংকর। আসলেও কি এতটায় ভংকর।

সত্যি বলতে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এখানে শিখনীয় অনেক কিছু পাবেন। তবে যে সব ১০০% নিরাপদ তা বলবো না।

আপনারা সকলে জানেন ডার্ক ওয়েব ব্রাউজ করতে Tor ব্রাউজার লাগে। যা বিনামূল্যে ডাউনলোড করা যায়৷ কিন্তু এটি কিভাবে কাজ করে? 

তার আগে আমাদের বুঝতে হবে। এই ব্রাউজার টি US নেভির জন্য তৈরি করা হয়েছিলো। তবে এখন সবাই এটি সম্পর্কে জানে। Tor ব্রাউজার টা পিয়াজের খোসার মত কাজ করে।

ধরুন আপনি বাংলাদেশ থেকে টর ব্রাউজার দিয়ে কোন ডার্ক ওয়েব এর লিংক এ প্রবেশ করবেন। তখন কি হবে,, তখন হবে কি,,  কয়েকটা দেশের আইপি জেনারেট হবে। প্রথমে ধরুন পাকিস্তান তার পর ধরুন তুর্কি তার পর ধরুন রাশিয়া৷

বাংলাদেশ পক্ষে এত গুলা রাষ্ট্রের কাছ থেকে আপনার ইনফরমেশন পাওয়াটা অনেকটা কষ্টকর। তাই এটি খুব নিরাপদ পন্থা হিসেবে কিছু অসাধু মানুষ এটি ব্যবহার করে।

এখন কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে কথা বলি:

১. ইন্টারনেট এর ৯৫% কি ডার্ক ওয়েব?

উত্তরঃ না।  এটা সম্পূর্ণ ভুল ধরণা। আমার নিজের অভিজ্ঞতা বলে এটা আমাদের বাকি ইন্টারনেট এর ৫০% হবে। তবে যে এত বিশাল বিস্তার কোন ভাবেই সম্ভব নয়। এটা প্রচলিত একটি ভুল ধরণা।

২. টাকা দিয়ে খুনি (হত্যাকারী) ভাড়া করা যায়?

উত্তরঃ হ্যা।  তবে তা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। ধরেন আপনি বাংলাদেশ বা ইন্ডিয়ার নাগরিক। আমাদের দেশে একজন মানুষ কে হত্যা করার জন্য online থেকে হিটা ম্যান ভাড়া করবে,, এটা নিছক পাগলে কারবার হবে। আর আমাদের দেশের হত্যাকারী দের এত সময় নেই যে তারা ডার্ক ওয়েব ব্যবহার করবে।

৩. রেড রুম বলতে কি কিছু আছে? টর্চার সেল।

উত্তরঃ না।  সব নাটকের মত করে সাজানো থাকে। এই গুলা নিছক গল্প গুজবের বই এর লিখলে মানুষ দারুন মাজা পাবে। কারণ একটা মানুষ কেন তার ইচ্ছার বিরুদ্ধে এমন কাজ করবে। প্রতিটি দেশ এর মানু্ষ এর মুল্য আছে। সো এই সব গল্প। আমাদের এই গুলো বলে বোকা বানানো হয়।

৪. এখানে ডুকলে কি ফোনে বা কম্পিউটার এ ভাইরাস প্রবেশ করবে? বা আমার ফোন বা কম্পিউটার এর ক্ষতি হবে?

উত্তরঃ হ্যা হতেও পারে যদি আপনি ভুল কিছু ডাউনলোড করে ফেলেন। তা ছাড়া আপনি যেমন ইন্টারনেট ব্যবহার করেন ঠিক তেমনি ফিলিংস পাবেন এই ডার্ক ওয়েব এ। তবে হ্যা এখানে আপনি ১০০% সিকিউর না। আপনার এ কোন ইনফরমেশন কোন ট্রোজেন (Trojan) ভাইরাস,  বা কি-লগার এর দ্বার নিয়ন্ত্রিত বা Tracking হয়ে যাতে পারে। তাই ভুলা কিছু ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকবেন।

আজকের পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবেন আশা করি।

আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে সত্যটা উপস্থাপন করবো। তাই আপনারা আমার YouTube channel টি Subscribers করে রাখুন। খুব শীগ্রই আরো অনেক তথ্য পাবেন।

YouTube Channel

এখন ডিসকাভারি চ্যানেল কোন apps বাংলায় দেখতে ভিজিট করুনঃ Visit করুন এখানে ক্লিক করে

-ধন্যবাদ

Labels:

দেখে নিন কিভাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় থাকা ফেসবুক স্টাটাস কলেজ ভিডিও বানাবেন।

 আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টের বিষয় হলো ফেসবুক স্টাটাস কলেজ ভিডিও বানানো ।

আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক স্টাটাস কলেজ ভিডিও তৈরি করবেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কিছু ভিডিও দেখা যায়।একটা ভিডিও তে ৩-৪টা ভিডিও এড করা থাকে। আমাদের প্রায় সময় ফেসবুক ওপেন করলে চোঁখে পড়ে এই ধরনের ভিডিওগুলো। যা কিনা দেখতে খুবই আর্কর্ষনীয়। বর্তমান সময়ে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই ধরনের ভিডিওগুলো। এইধরনের ভিডিওগুলো কলেজ ভিডিও নামে অভিহিত করা হয়। সো স্টার্ট।

তো চলুন শুরু করা যাক…

১. প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।
অ্যাপ ডাউনলোড লিংক

৩. তারপর Video তে ক্লিক করুন।

৪. আপনার ইচ্চামতো যেকোন একটি ভিডিও ফ্রেম সিলেক্ট করুন।

৫. সব পারমিশন Allow করে দিন।

আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ
আল্লাহ হাফেজ ❤️

ফেসবুক লিংকঃ https://www.facebook.com/Copykorebalkorbi

Labels:

জীবনে সফলতার গুরুত্বপূর্ণ ৭টি শিক্ষা যা আপনি পেতে পারেন ক্যান্ডি ক্রাশ গেমটি থেকে।

হালের জনপ্রিয়  গেম ক্যান্ডি ক্রাশ সাগা। ইতিমধ্যেই 272 মিলিয়ন এর চেয়ে  বেশি মাসিক ব্যবহারকারী নিয়ে  সবচেয়ে জনপ্রিয় গেমের তালিকায়   জায়গা করে নিয়েছে এই গেমটি। আকর্ষনীয় গ্রাফিক্স, অনবদ্য সাউন্ড ও সাবলিল ইন্টারফেস দিয়ে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে ক্যান্ডি ক্রাশ। ফেসবুকে যারা গেম খেলেন না, তাদের কাছে গেম খেলা সময় নষ্ট মনে হলেও জীবনে সফল হবার ৭টি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি পেতে পারেন ক্যান্ডি ক্রাশ সাগা গেমটি থেকেই।

১. জীবনের প্রতিটা ‘মুভ’ গুরুত্বপূর্ন। অবশ্যই নিশ্চিত করবেন যেন একটা ‘মুভ’ ও নষ্ট না হয়। হয়তো দিনের শেষে একটা ‘এক্সট্রা মুভ”-এর আক্ষেপই আপনাকে পোড়াবে।

২. শতভাগ সফলতা বলতে কিছুই নেই। অনেক চেষ্টার পরই একবার সফলতার দেখা পাওয়া যায়, আর সেটাই আপনার জয়। মনে রাখবেন আপনি হেরে যাবেন তখন, যখন চেষ্টা করা ছেড়ে দিবেন। তাই চেষ্টা করতে থাকুন, চেষ্টা ছাড়া সফলতার দেখা আপনি কখনোই পাবেন না।



৩. বন্ধুদের সাহায্য করুন, তাদের কাছ থেকে সাহায্য খুঁজুন। জীবনে এমন কিছু মোড় আসবে, বন্ধু ছাড়া যেখানে আপনি অচল।

৪. ক্যান্ডি ক্রাশের মতোই আপনার সত্যিকার জীবনেও আপনি কখনোই ইচ্ছামতো ‘বুস্টার’ পাবেন না। তাই বুস্টারের সঠিক প্রয়োগ করুন, বুস্টারের অপচয় করলে হবে না, আবার বুস্টারের আশায় বসে থাকলেও হবে না।

৫. গেমে আপনি হয়তো অনেক সম্ভাব্য ‘মুভ’ এর সাজেশন পাবেন, একই সময় অনেকগুলা ম্যাচিংও দেখবেন। তাই বলে ম্যাচিং হলেই সেই মুভ নেবার কোন কারন নেই। জীবনে সেই ‘মুভ’ টাই নিন যেটা সবচেয়ে সঠিক ও পরের মুভগুলোকে অনেক সম্ভাব্যময় করে দিবে।

৬. গেমের মতই জীবনের প্রতিটা ধাপ বা স্টেজ আগের স্টেজের চেয়ে সামান্য হলেও কঠিন।

৭. টাকা বা ‘গোল্ডবার’ দিয়ে তো যেকোন স্টেজই পার হওয়া যায়, কিন্তু খেলে জেতার মজাই আলাদা। কষ্ট করে যা পাওয়া, সেটাই তো আসল পাওয়া। 

Labels:

Home » Education Guideline » জেনে নিন Torrent Seed কী, Leech কী, Peer কী,Ratio কী।

 আজ আমি আপনাদের সাথে আলোচনা করব Torrent Seed, Leech,Peer,এবং Ratio সম্পর্কে। যারা প্রাইভেট টরেন্ট ব্যবহার করেন তাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে আপনার একাউন্ট টি ব্লক হয়ে যেতে পারে।

প্রথমেই আসি সীড সম্পর্কে।

seed কীঃ

 Seed শব্দটির অর্থ হলো বীজ। ধরুন আমার কাছে একটি ফাইল আছে।এখন আমি চাচ্ছি আমার ফাইলটি আমার বন্ধু A কে দিতে। এখন আমি আমার ফাইলটি টরেন্ট এর মাধ্যমে আমার বন্ধু A কে দিলান। আমার বন্ধু ডাউনলোড শুরু করল তাহলে আমি এখানে seed করছি। তার মানে আমি seeder। সহজ ভাবে বলতে গেলে যে ফাইল আপলোড করবে সেই seeder।

Leech কীঃ

 leech শব্দটির অর্থ হলো রক্তচোষা। ধরুন আমার ফাইলটি আমি আমার আরেক বন্ধু B কেউ দেব। B যখন টরেন্ট থেকে ফাইলটা ডাউনলোড করবে তখন সে আমার ও A এর কাছ থেকে ফাইলটা পাবে। দুজনের কাছ থেকে পাওয়ার কাারনে B এর ডাউনলোড স্পিড ও বেড়ে যাবে। তাহলে আমার বন্ধু A ডাউনলোড করার পাশাপাশি আপলোড ও করতেছে। এখন আমার বন্ধু A চিন্তা করল আমি শুধু ডাউনলোড ই করব আপলোড করব না।

সে আপলোড অফশন বন্ধ করে দিল। যার ফলে আমার বন্ধু B শুধু আমার কাছ থেকেই ফাইলটা ডাউনলোড করতে পারছে A এর কাছ থেকে পারছে না৷ এতে B এর ডাউনলোড স্পিড কমে যাবে। তাহলে এখানে A Leech করছে।এককথায় বলতে গেলে যে শুধু ডাউনলোড করবে আপলোড করবে না সেই Leecher.

Peer কীঃ

 Peer শব্দের অর্থ সমকক্ষ ব্যক্তি। এটা খুব সহজ বিষয় কেউ যদি ডাউনলোড ও আপলোড একইসাথে করে তাহলে সে peer.

Ratio কীঃ

 ratio শব্দের অর্থ অনুপাত। প্রাইভেট টরেন্ট এর জন্য Ratio খুবই গুরুত্বপূর্ণ। Ratio নিয়ন্ত্রণে না রাখতে পারলে প্রাইভেট টরেন্ট এর একাউন্ট ব্যান হয়ে যেতে পারে

ধরুন আপনি 1 gb এর একটি ফাইল প্রাইভেট টরেন্ট থেকে ডাউনলোড দিলেন এবং 1 gb ই আপলোড দিলেন। তাহলে আপনার Ratio হবে 1÷1=1 বা
1000 mb ÷ 1000 mb= 1
আবার আপনি 1 gb এর ফাইল ডাউনলোড দিলেন এবং 500 mb আপলোড দিলেন।
তাহলে আপনার Ratio হবে 0.5÷1=0.5 বা
500mb÷1000mb =0.5

আমার জানামতে সকল প্রাইভেট টরেন্ট এ আপনাকে মিনিমাম ratio 0.25 রাখতে হবে।আপনি যেই ফাইল ই ডাউনলোড করেন না কে তার ২৫% আপনাকে আপলোড করতেই হবে যেমন ধরুন আপনি ৮০০ এমবির একটা ফাইল ডাউনলোড করবেন তাহলে আপনাকে অপলোড করতে হবে ৮০০mb÷১০০%= ৮×২৫ ℅ = ২০০mb । তাহলে আপনাকে আপলোড করতে হনে ২০০ mb। এখানে leech করার কোন সুযোগ নেই। আপলোড আপনাকে করতেই হবে।

আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন।না বুঝতে পারলে কমেন্টে বলবেন বুঝানো চেষ্টা করব ইনশাআল্লাহ

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।

Labels:

Root, Custom Recovery, Custom Rom, Custom Kernel সহ সব এক্সপার্ট লেভেলের কাজের বিস্তারিত।

 আলোচনা:

যারা এন্ড্রয়েড ডিভাইস ইউজ করেন তাদের প্রায় সবারই Root শব্দটার সাথে পরিচয় আছে।

কিন্তু বেশিরভাগ লোকেই  এ সম্বন্ধে ভালোভাবে বুঝেনা।

তাই রুট করতে গিয়ে এবং রুট করার পর অনেক ভুলভাল  কাজ করে।

যার ফলে ডিভাইস ব্রিক হয় এবং ফলশ্রুতিতে বলা হয় যে, রুট করলে ফোনের ক্ষতি হয়।

অনলাইনে ছেড়া ছেড়া লাখ লাখ পোস্ট পাবেন রুট নিয়ে।

কিন্তু সঠিক মতামত, পদ্ধতি ও পরামর্শ নিয়ে কমপ্লিট কোনো পোস্ট নেই।

তাই আমার এই আর্টিকেলটি লেখা।

এই লাইনে নতুন হলে বা এক্সপার্ট না  হলে এই আর্টিকেল আপনার জন্য অবশ্যপাঠ্য।

তাই আর দেরি না করে চলুন  শুরু করা যাক।

Top 4 Solutions on How to Root Android Phone

প্রথমেই বলি

রুট কী?

Android Basics: What Is Root? « Android :: Gadget Hacks

আপনি যখন ডিকশনারিতে Root লিখে সার্চ দিবেন, তখন এর অর্থ পাবেন গাছের  শেকড় বা মূল।

কিন্তু লিনাক্সের (এন্ড্রয়েড হলো লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম) জগতে এর ব্যাখ্যা কিছুটা ভিন্ন।

এখানে রুট অর্থ বুঝায় Administrator বা প্রশাসকের ক্ষমতা।

অর্থাৎ, রুট হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ডিভাইসের মালিক ঐ ডিভাইসের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহারের অনুমতি পায়।

রুট কেনো?

Root শব্দের অর্থের (মূল) সাথে এর কাজের ও মিল রয়েছে।

সাধারণত আমরা যখন এন্ড্রয়েড ডিভাইস ইউজ করি, তখন এর বাইরের ফাইলগুলো দেখতে পাই।

সিস্টেমের কিছু ফাইল আলাদা সফটওয়্যার ব্যবহার করে দেখা গেলেও মূল ফাইলগুলো কিন্তু দেখা বা মোডিফাই করা যায়না।

যার ফলে ফোনে কোম্পানির দেয়া রেস্ট্রিকশন ভেঙে অতিরিক্ত সুবিধা পাওয়া সম্ভব হয়না।

কিন্তু আপনি যখন Root করবেন তখন আপনি হয়ে যাবেন SuperUser.

আপনি আপনার ডিভাইসটিকে এর হার্ডওয়্যারের ধারণক্ষমতার মধ্যে ইচ্ছেমত ইউজ করতে পারবেন।

 রুট করার সুবিধা কী?

The Benefits of Rooting your Android Phone | Tablet - YouTube

রুট করার সবচেয়ে বড় সুবিধা হলো সিস্টেম লেভেলে কাস্টমাইজেশন।
যেমন, রুট করার পর আপনি যখন ডিভাইসের SuperUser হয়ে যাবেন, তখন চাইলেই আপনি সিস্টেমের বিভিন্ন ফাইল এডিট ও রিপ্লেস করতে পারবেন।
উদাহরণ হিসেবে বলা যায়, Kernel Manager দিয়ে ক্লক স্পিড বাড়াতে বা কমাতে পারবেন।
ক্লক স্পিড বাড়ালে ভালো পারফরম্যান্স পাবেন।
আবার কমালে পারফরম্যান্স কমলেও ভালো ব্যাটারি ব্যাকাপ পাবেন।
এছাড়া Kernel এ আরো অনেক Tweak করা যায়।
এগুলো ছাড়াও অনেক এপস আছে যেগুলো SuperUser Permission বা Root Permission ছাড়া কাজ করেনা।
যেমন ধরুন Xposed Framework.
এই এক্সপোসড ফ্রেমওয়ার্ক নিয়ে আমার আগেও একটা বিস্তারিত পোস্ট আছে।
সময় পেলে দেখে নিতে পারেন।
এটি কিন্তু এন্ড্রয়েড ডিভাইসের কাস্টমাইজেশনের জন্য সবচেয়ে কার্যকর একটা সিস্টেম।

রুট কিভাবে করে?

How To Root Your Android Device Using KingRoot | WHITEDUST

এটা আসলে খুব কমন একটা প্রশ্ন হলেও এর উত্তর কিন্তু হাজারটা।
কারণ, প্রতিটি ডিভাইসের পদ্ধতি-ই আলাদা।
তাই আপনি চাইলেও একদম জোর দিয়ে বলতে পারবেননা যে এভাবে করলে হবে।
তবে যেকোনো ডিভাইসের জন্য একটা কমন পদ্ধতি আছে।
সেটা হলো কাস্টম রিকভারি পদ্ধতি।
কাস্টম রিকভারি সম্পর্কে নিচে আলাদা প্যারাগ্রাফ লিখবো।
ওখানে বিস্তারিত জানতে পারবেন।
তবে রুট করার ক্ষেত্রে যদি আপনার কাস্টম রিকভারি আগে থেকেই ইন্সটল করে রাখেন, তাহলে শুধু SuperSU.Zip অথবা Magisk.zip এই দুটো ফাইল রিকভারিতে গিয়ে ফ্লাশ দিলেই ডিভাইস রুট হয়ে যাবে।
এখন প্রশ্ন হলো,

SuperSU আর Magisk দুটোর মধ্যে কোনটা ভালো?

Magisk Vs SuperSU: What's the Difference?

এক্ষেত্রে কম ভার্সনের এন্ড্রয়েড ডিভাইসের  জন্য SuperSU এপ ভালো।
আর একটু বেশি ভার্সনের ডিভাইস হলে অবশ্যই Magisk ইউজ করতে হবে।
কারণ, Magisk অনেকটা Xposed Framework এর মতো।
এটাতে অনেক মজার মজার Add-ons ইউজ করা যায়।
যেগুলোকে Magisk Module বলে।
Magisk Manager ডিভাইসের SuperUser পারমিশন দেখাশোনার পাশাপাশি অতিরিক্ত অনেক সুবিধা দিয়ে থাকে।
তাই এটাকেই আমি এগিয়ে রাখবো।

কাস্টম রিকভারি ও এর সুবিধা সমূহ:

প্রত্যেক ডিভাইসেরই রিকভারি সুবিধা থাকে।
যাতে কোনো ক্ষতি হয়ে গেলে দ্রুত সময়ে রিকভার করা যায়।
যখন আমরা পাসওয়ার্ড ভুলে যাই তখন ফ্লাশ দিয়ে পাসওয়ার্ড সহ সব মুছে ফেলি।
ফলে Internal Storage এর সব ডাটা হারালেও ফোনে পাসওয়ার্ড ছাড়াই এক্সেস করা যায়।
এটা সাধারণত আমরা করি স্টক রিকভারি দিয়ে।
কিন্তু যদি কাস্টম রিকভারি থাকে, তাহলে খুব সহজেই কোনোপ্রকার ডাটা লস ছাড়াই শুধু পাসওয়ার্ডটা রিমুভ করা সম্ভব।
তখন অনেক গুরুত্বপূর্ণ ডাটা হারানোর হাত থেকে বাঁচা যায়।


Labels:

(TheGm404)Blackhat হ্যাকার যেভাবে ফেসবুক একাউন্ট হ্যাক করে ও টু স্টেপ বাইপাস করে +আমার তৈরি অ্যাডভান্স Facebook Hacking ম্যালওয়ার+যা টু স্টেপ বাই পাস করতে পারে+Proof সহ পোস্ট

 আসসালামু আলাইকুম

ওয়েলকাম টু সকল ট্রিকবিডি মেম্বারগন। আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন।

আজকের পোস্টের বিষয় হল ফেসবুক হ্যাকিং।

আজকে আমি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার একটি ম্যালওয়ার রিভিউ করব। আশা করি সবাই মনোযোগ সহকারে পোস্টটি পড়বেন।

#এটি কিভাবে কাজ করে?
(এটি একটি ম্যালওয়ার যা ভিকটিমের লগ ইন পাসওয়ার্ড ক্যাপচার করবে এবং তার ফোনের ইনকামিং মেসেজ ক্যাচ করে আপনার কাছে সেন্ড করবে যা দ্বারা টু স্টেপ অথেন্টিকেশন বাইপাস করা যাবে এবং ফরগেট দিয়ে ছয় ডিজিটের ওটিপি ব্যবহার করে একাউন্ট রিকভারি বা পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে)

#এটি সেটআপ করার জন্য আপনার যা যা প্রয়োজন?

-Apk editor pro(version:1.9.10)apk

-a gmail account(2step must be off)

#কিভাবে সেটআপ দিব?

-প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্টে লগইন করুন এবং টু স্টেপ অফ করে দিন এবং লেস সিকিউর অপশন অন করে দিন

-প্রথমে এই হ্যাকিং অ্যাপটি ইনস্টল দিন

-তারপর ওপেন করে নিচ থেকে কি টা কপি করুন


YouTube:Gm smart hacker

সার্চ দিলে পেয়ে যাবেন

)

v)যদি আপনারা চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি কে আর একটু এডভান্স করতে পারি যেমন ফেসবুকে চলবে সাথে ফিশিং হবে।

মানে একটা লেজিট ওরজিনাল ফেসবুক অ্যাপ এর সাথে ইঞ্জেক্ট করে দেওয়া।

এতে ভিকটিমের সন্দেহের মাত্রা ০ পার্সেন্ট হয়ে যাবে।

#আমার কন্টাক্ট ইনফর্মেশন:-

ফেসবুক-https://facebook.com/thegm404
টেলিগ্রাম-@thegm404
ইমেইল-megmsmarthacker@gmail.com
ইউটিউব চ্যানেল-Gm smart Hacker

সবাই ভাল থাকবেন ।
আসসালামু আলাইকুম


Labels:

আবারো প্রতিদিন ২০ মিনিটের মতো সম্পূর্ণ ফ্রিতে কথা বলুন কোনো ধরনের অ্যাপস ছাড়াই যেকোনো দেশের যেকোনো নাম্বারে

 আসসালামু আলাইকুম,

সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা প্রতিদিন ২০ মিনিটের মতো সম্পূর্ণ ফ্রিতে কথা বলবেন কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই ওয়েবসাইটের সাহায্যে।
বাংলাদেশসহ বিশ্বের যেকোনো নাম্বারে প্রতিদিন ২০ মিনিটের মতো কথা বলতে পারবেন।
তবে একবারে ২০ মিনিট কথা বলতে পারবেন না।
প্রতিবার কল দেওয়ার পর ৫ মিনিট করে কথা বলতে পারবেন।
যদি কখনো একবার কল দিয়ে ১০ সেকেন্ড অথবা ১ মিনিট কথা বলে কেটে দেন তবে ৫ মিনিটের সুযোগ হারিয়ে যাবে।
তাই এভাবে মূলত ৪ বারে ২০ মিনিট কথা বলতে পারবেন।
নির্দিষ্টভাবে যে ৪ বার কল দিতে পারবেন এমনটি না এর বেশিও ৫-৬ বারও হতে পারে।
অর্থাৎ সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্তও কথা বলা যেতে পারে।
মূলত কল দেওয়া প্রসেসটি ওয়েবসাইটটি মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে।
কখনো কখনো অতিরিক্ত ব্যবহারের কারণে ২-৩ বার কল যাওয়ার পরই কল যাওয়া বন্ধ হয়ে যায়।

যেমনটা আগের পোষ্টে যেসকল ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।
তো যাইহোক এবার আসল কথা আসি কিভাবে কল করবেন।
প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসুন।
সার্চবারে সার্চ দিন
Web push notifications.com লিখে।
এবার স্কিনশর্ট ফলো করুন।






আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে ভিডিওটি দেখুন।
https://youtu.be/OFduHPU_Y6c

“প্রতিনিয়ত সবার আগে সকল সিমের Free net,Free Call,App Review,Facebook & Youtube টিপস এর ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।


★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখেনিনঃ”


★★বাংলালিংক সিমে আনলিমিটেড Toffee এমবি ফ্রিতে নিয়েনিন,একাউন্ট করার সাথে সাথে ১ জিবি ফ্রি

★★আপনার ফেসবুক পেজে যতখুশি ততো ১০০% রিয়েল লাইক বাড়িয়ে নিন

★★আর যেকোনো সমস্যার জন্য আমাদের ফেসবুক BD TRICK SH পেজে মেসেজ করুন,সমস্যা সমাধানের চেষ্টা করবোBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

Labels: