Wednesday, October 21, 2020

ডার্ক ওয়েব এর সত্যতা ও প্রচলিত ভুল ধারণা। ডার্ক ওয়েবে কি সত্যি হত্যাকারী ভাড়া পাওয়া যায়? আসল রহস্য ফাঁস,,

 “আসসালামু আলাইকুম ”

কেমন আছেন সবাই।  আশা করি সবাই ভালো আছেন। ডার্ক ওয়েব নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। আসলে এর সত্য রহস্যটা কি?  তা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনি এবং তা বিশ্বাস ও করে ফেলি।  কিন্তু আসলেই ডার্ক ওয়েব বা এই অন্ধকার জগৎ এতটায় ভংকর বা রহস্যময়।  আসুন আজ তার কিছু সত্য কথা তুলে ধরবো। যা বলে আমাদের বোকা বানানো হচ্ছে।  




দেশী কিছু YouTuber বিদেশি চ্যানেল থেকে ডার্ক ওয়েব এর কিছু সিন দেখিয়ে প্রমাণ করতে চায় যে ডার্ক ওয়েব অনেক ভংকর। আসলেও কি এতটায় ভংকর।

সত্যি বলতে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এখানে শিখনীয় অনেক কিছু পাবেন। তবে যে সব ১০০% নিরাপদ তা বলবো না।

আপনারা সকলে জানেন ডার্ক ওয়েব ব্রাউজ করতে Tor ব্রাউজার লাগে। যা বিনামূল্যে ডাউনলোড করা যায়৷ কিন্তু এটি কিভাবে কাজ করে? 

তার আগে আমাদের বুঝতে হবে। এই ব্রাউজার টি US নেভির জন্য তৈরি করা হয়েছিলো। তবে এখন সবাই এটি সম্পর্কে জানে। Tor ব্রাউজার টা পিয়াজের খোসার মত কাজ করে।

ধরুন আপনি বাংলাদেশ থেকে টর ব্রাউজার দিয়ে কোন ডার্ক ওয়েব এর লিংক এ প্রবেশ করবেন। তখন কি হবে,, তখন হবে কি,,  কয়েকটা দেশের আইপি জেনারেট হবে। প্রথমে ধরুন পাকিস্তান তার পর ধরুন তুর্কি তার পর ধরুন রাশিয়া৷

বাংলাদেশ পক্ষে এত গুলা রাষ্ট্রের কাছ থেকে আপনার ইনফরমেশন পাওয়াটা অনেকটা কষ্টকর। তাই এটি খুব নিরাপদ পন্থা হিসেবে কিছু অসাধু মানুষ এটি ব্যবহার করে।

এখন কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে কথা বলি:

১. ইন্টারনেট এর ৯৫% কি ডার্ক ওয়েব?

উত্তরঃ না।  এটা সম্পূর্ণ ভুল ধরণা। আমার নিজের অভিজ্ঞতা বলে এটা আমাদের বাকি ইন্টারনেট এর ৫০% হবে। তবে যে এত বিশাল বিস্তার কোন ভাবেই সম্ভব নয়। এটা প্রচলিত একটি ভুল ধরণা।

২. টাকা দিয়ে খুনি (হত্যাকারী) ভাড়া করা যায়?

উত্তরঃ হ্যা।  তবে তা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। ধরেন আপনি বাংলাদেশ বা ইন্ডিয়ার নাগরিক। আমাদের দেশে একজন মানুষ কে হত্যা করার জন্য online থেকে হিটা ম্যান ভাড়া করবে,, এটা নিছক পাগলে কারবার হবে। আর আমাদের দেশের হত্যাকারী দের এত সময় নেই যে তারা ডার্ক ওয়েব ব্যবহার করবে।

৩. রেড রুম বলতে কি কিছু আছে? টর্চার সেল।

উত্তরঃ না।  সব নাটকের মত করে সাজানো থাকে। এই গুলা নিছক গল্প গুজবের বই এর লিখলে মানুষ দারুন মাজা পাবে। কারণ একটা মানুষ কেন তার ইচ্ছার বিরুদ্ধে এমন কাজ করবে। প্রতিটি দেশ এর মানু্ষ এর মুল্য আছে। সো এই সব গল্প। আমাদের এই গুলো বলে বোকা বানানো হয়।

৪. এখানে ডুকলে কি ফোনে বা কম্পিউটার এ ভাইরাস প্রবেশ করবে? বা আমার ফোন বা কম্পিউটার এর ক্ষতি হবে?

উত্তরঃ হ্যা হতেও পারে যদি আপনি ভুল কিছু ডাউনলোড করে ফেলেন। তা ছাড়া আপনি যেমন ইন্টারনেট ব্যবহার করেন ঠিক তেমনি ফিলিংস পাবেন এই ডার্ক ওয়েব এ। তবে হ্যা এখানে আপনি ১০০% সিকিউর না। আপনার এ কোন ইনফরমেশন কোন ট্রোজেন (Trojan) ভাইরাস,  বা কি-লগার এর দ্বার নিয়ন্ত্রিত বা Tracking হয়ে যাতে পারে। তাই ভুলা কিছু ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকবেন।

আজকের পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবেন আশা করি।

আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে সত্যটা উপস্থাপন করবো। তাই আপনারা আমার YouTube channel টি Subscribers করে রাখুন। খুব শীগ্রই আরো অনেক তথ্য পাবেন।

YouTube Channel

এখন ডিসকাভারি চ্যানেল কোন apps বাংলায় দেখতে ভিজিট করুনঃ Visit করুন এখানে ক্লিক করে

-ধন্যবাদ

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home