Wednesday, August 12, 2020

জ্ঞানী মনীষীদের উক্তি পড়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। না দেখলে মিস করবেন

 জ্ঞানী মনীষীদের উক্তি পড়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। না দেখলে মিস করবেন

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

জ্ঞানী মনীষীদের উক্তি পড়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন

জ্ঞানী মনীষীদের উক্তি সর্বদাই আমাদের উপকারে লাগে। জ্ঞানী মনীষীদের উক্তি পড়লে সময়ে সময়ে আমাদের পথ চলার সঠিক নির্দেশনা পেয়ে যাই। এই পৃথিবীতে বহু জ্ঞানী, মহা মনীষীদের আগমন হয়েছে। তারা তাদের অভিজ্ঞতা, জীবনের বাস্তবতাকে তুলে ধরেছেন মানুষের সামনে। তাদের বাতলে যাওয়া এমন অনেক উক্তি আছে যেগুলো হর হামেশা আমাদের কাজে আসে। আজকের আলোচনায় আমরা তাদেরই কতিপয় বাছাইকৃত উক্তি পাঠক মহলে পেশ করছি Point আকারে।

১. জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ।

২. তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ণ কর না। কারণ, সে তোমাকে প্রথম পছন্দ করেছে।

৩. তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো।

৪. আহাম্মকের সাথে তর্ক কর না। কারণ, মানুষ হয়ত দু’জনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।

৫. ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।

৬. বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই।

৭. বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে।

৮. পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই হল লজ্জার ব্যাপার।

৯. মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই হচ্ছে অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

১০. মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না।

১১. জীবনকে যদি তুমি ভালোবাস তাহলে সময়ের অপচয় করো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। (ফ্রাংকলিন)

১২. মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট, বিপদ-আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়, মৃত্যু তা থেকে মুক্তি দেয়। (সক্রেটিস)

১৩. আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় বরং আমাদের কর্মের উপর দন্ডায়মান। (লিথা গোরাম)

১৪. কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। (ডেল ক্যার্নেগি)

১৫. এমনভাবে অধ্যায়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। (মহাত্মা গান্ধী)


জ্ঞানী মনীষীদের উক্তি পড়ার জন্য আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

4 hours ago (Aug 12, 2020)

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home