Tuesday, January 7, 2020

এক ঝলকে ২০১৯ সালের আলোচিত স্মার্টফোনগুলো দেখে নিন।

এক ঝলকে ২০১৯ সালের আলোচিত স্মার্টফোনগুলো দেখে নিন।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমার ২১৬ নম্বর পোস্টে। দেখতে দেখতে অনেক গুলো পোস্ট করে ফেললাম এন্ড আমি কল্পনা করি খুব শিগ্রই আপনাদের দোয়া থাকলে ১০০০ টি পোস্ট সম্পূর্ণ করতে পারব। বর্তমান সময়ের স্মার্টফোন নিয়ে আলোচনা হবে এটা খুবই স্বাভাবিক আর ২০১৯ সাল টা স্মার্টফোন ইউজারদের জন্য ছিল ব্যাপক ইন্টারেস্টিং, ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ এসব ক্ষেত্রে একটা ব্যাপক কম্পিটিশন ছিল। তো চলুন দেখেনি ২০১৯ সালে লঞ্চ হাওয়া কিছু আলোচিত স্মার্টফোন। Samsung Galaxy note 10 plus তালিকায় প্রথমেই আসে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস গ্যাজেট থ্রী সিক্সটি রেটিং এ থ্রি রিয়ার ক্যামেরার এই ফোনটির রেটিং নাইন আউট অফ টেন, টুয়েল ৬০ এবং টুয়েলভ মেগাপিক্সেলের থ্রি রিয়ার ক্যামেরার মধ্যে একটি সিক্সটিন মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা রয়েছে। তিনটি ক্যামেরা ছাড়াও গ্যালাক্সি নোট টেন প্লাস ফোনের পিছনে রয়েছে একটি বিজিএস ডিপ সেন্সর ১০ মেগাপিক্সেলের এর সেলফি ক্যামেরার এই ফোনে রয়েছে বিশাল ব্যাটারি দুর্দান্ত ডিসপ্লে এবং S Pen সাপোর্টেড।


Oneplus 7T
ডুয়েল সিমের ওয়ানপ্লাস 7T ও গ্যাজেট থ্রী সিক্সটি রেটিং এ নাইন আউট অফ টেন পেয়েছে এই ফোনটিতে স্নাপড্রাগণ 855 প্লাস প্রসেসর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। রিয়ারে তিনটি ক্যামেরার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের আর ওয়ান প্লাস সেভেন T ফোনে ৩৮০০ মিলি এম্পিয়ার ব্যাটারী সঙ্গে ৩০ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই প্রথম কোন ওয়ানপ্লাস ফোনে রেপ চার্জ থার্টি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর পরেই রয়েছে ওয়ান প্লাস ৭T প্র

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home