Tuesday, January 7, 2020

মিড বাজেটের Galaxy S10 lite কি তাহলে ওয়ানপ্লাস কিলার? Best mid budget smartphone!

মিড বাজেটের Galaxy S10 lite কি তাহলে ওয়ানপ্লাস কিলার? Best mid budget smartphone!

আসসালামুয়ালিকুম, হেই গাইস ইমরান বলছিলাম স্বাগত জানাচ্ছি আমার ২১৭ নম্বর পোস্টে সবাইকেই। বর্তমান মার্কেটে মিড রেঞ্জ সেগমেন্টে শুধুমাত্র ওয়ানপ্লাস রাজত্ব করছে এবং তাদের বাজারটাকে দখল করার জন্য স্যামসাং তাদের Galaxy S10 lite এবং Note 10 lite নামে দুইটি স্মার্টফোন উন্মোচন করেছে। যদিও কিনা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এই দুটি ফোনকে লঞ্চ করা হবে ‌। তো ফ্রেন্ডস আজকে কথা বলব Samsung Galaxy S10 lite নিয়ে, কারণ ফোনটিতে রয়েছে ২০১৯ সালের ফ্লাগশিপ চিপসেট এবং অলমোস্ট ফ্লাগশিপ লেভেলের স্মার্টফোন। ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলতে গেলে স্যামসাং কোনরকম কম্প্রোমাইজ করে নি Galaxy S10 lite স্মার্টফোনের মধ্যে, পিছনে এবং সামনের দিকে রয়েছে কর্নিং গরিল্লা গ্লাসের সাপোর্ট এবং এবং ফেম টা হচ্ছে মেটালের তবে পিছনের সাইটের যে ডিজাইনটি রয়েছে অর্থাৎ ক্যামেরা কাটাউট সেটা কিন্তু দেখতে অনেকটা অদ্ভুত মনে হচ্ছে।


Display
আর ফ্রন্ট সাইড এর ডিসপ্লে হিসাবে স্যামসাং এখানে ব্যবহার করেছে সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। তাছাড়া ডিসপ্লেটির সাইজ হচ্ছে গিয়ে 6.7 ইঞ্চি এবং এখানে অলওয়েজ অন ডিসপ্লে, এবং এইচ ডি আর এর সাপোর্ট দেয়া হয়েছে‌।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home