Saturday, December 19, 2020

ব্লগারে এক সাইটের রিসেন্ট পোস্ট উইজেট যুক্ত করুন আরেক সাইটে

 আমাদের অনেকেরই ব্লগারে একাধিক ব্লগ আছে। দুটো আলাদা আলাদা ব্লগের ক্ষেত্রে এক ব্লগে যখন বেশি ভিজিটর থাকে তখন সেই ভিজিটর গুলো অপর ব্লগেও নিয়ে যাওয়া অনেক কঠিন। আপনার এক ব্লগ আরেক ব্লগে লিঙ্ক করে দিলেও কেউ সেই ব্লগ ভিজিট করতে চাইবে না। এক্ষেত্রে আপনার এক ব্লগের রিসেন্ট পোস্টগুলো যদি অপর ব্লগে উইজেট আকারে শো করা যায় তাহলে ভালো ফল পাওয়া যেতে পারে। এতে যেহেতু আপনার অপর ব্লগের রিসেন্ট পোস্টগুলো বেশি ভিজিটরের ব্লগে উইজেট আকারে দেখা যাবে তাই পোস্ট এর টাইটেল দেখে যাদের পোস্ট পছন্দ হবে তারা সেই উইজেট থেকে আপনার ওপর ব্লগের পোস্টে প্রবেশ করবে। এভাবে আপনার কম ভিজিটরের ব্লগে ভালো ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি আপনার এক ব্লগের রিসেন্ট পোস্ট এর উইজেট আরেক ব্লগে যুক্ত করতে চান তাহলে এই আর্টিকেল ফলো করতে পারেন, এছাড়া একই পদ্ধতিতে আপনি একটি কাস্টম রিসেন্ট পোস্ট উইজেট তৈরি করতে পারবেন।

এক ব্লগের রিসেন্ট পোস্টগুলো অন্য ব্লগে উইজেট আকারে দেখানো কিংবা একই ব্লগের মধ্যে একটি কাস্টম রিসেন্ট পোস্ট উইজেট তৈরি করা অনেক সহজ, এর জন্য জাস্ট নিচের পদ্ধতি অনুসরণ করুন।

প্রথমেই আপনি যে ব্লগে রিসেন্ট পোস্ট উইজেট যুক্ত করতে চান সেই ব্লগের ব্লগার ড্যাশবোর্ড থেকে লেআউট পেজে গিয়ে সাইটবারে একটি উইজেট যুক্ত করুন(সাইতবার ছাড়াও আপনি অন্য জায়গায়ও উইজেট টি যুক্ত করতে পারবেন, তবে সাইটবারে অনেক ভালো দেখায়)।

এবার জাস্ট নিচের কোডগুলো কপি করে আপনার তৈরি করা উইজেট এর কোড বক্সে পেস্ট করে দিন। এবং কোডের মধ্যে এর জায়গায় আপনার ব্লগের ইউআরএল দিন এবং উইজেট সেভ করুন। এছাড়া আপনি চাইলে পোস্ট কাউন্ট পরিবর্তন করতে পারেন।

<script type="text/javascript">

var ImageSize = 200;

//################ Function Start

function rWidget(json) {

	document.write('<ul class="rWidget">');

	for (var i = 0; i < ListCount; i++){

		//################### Variables Declared

		var listing= ListImage = ListUrl = ListTitle = ListImage = ListContent = ListConten = ListAuthor = ListTag = ListDate = ListUpdate = ListComments = thumbUrl = TotalPosts = sk = ListMonth = Y = D = M = m = YY = DD = MM = mm = TT =  "";

		//################### URL

		for (var j = 0; j < json.feed.entry[i].link.length; j++) {

			if (json.feed.entry[i].link[j].rel == 'alternate') {

				break;

			}

		}

		ListUrl= "'" + json.feed.entry[i].link[j].href + "'";

		//################### Info

		TotalPosts = json.feed.openSearch$totalResults.$t;

		if (json.feed.entry[i].title!= null){

			ListTitle= json.feed.entry[i].title.$t;

		}

		if (json.feed.entry[i].thr$total){

			ListComments= json.feed.entry[i].thr$total.$t;

		}

		ListAuthor= json.feed.entry[i].author[0].name.$t.split(" ");

		ListAuthor=ListAuthor.slice(0, 1).join(" ");

		//################### Date Format

		ListMonth= ["Jan", "Feb", "Mar", "Apr", "May", "Jun", "Jul", "Aug", "Sep", "Oct", "Nov", "Dec"];

		ListDate= json.feed.entry[i].published.$t.substring(0,10);

		Y = ListDate.substring(0, 4);

		m = ListDate.substring(5, 7);

		D = ListDate.substring(8, 10);

		M = ListMonth[parseInt(m - 1)];                       

		//################### Thumbnail Check

		// YouTube scan

		if (json.feed.entry[i].content.$t.match(/youtube\.com.*(\?v=|\/embed\/)(.{11})/) != null){

			var youtube_id = json.feed.entry[i].content.$t.match(/youtube\.com.*(\?v=|\/embed\/)(.{11})/).pop();

			if (youtube_id.length == 11) {

				var ListImage = "//img.youtube.com/vi/"+youtube_id+"/0.jpg";

			}

		}

		else if (json.feed.entry[i].media$thumbnail){

			thumbUrl = json.feed.entry[i].media$thumbnail.url;

			sk= thumbUrl.replace("/s72-c/","/s"+ImageSize+"/");

			ListImage= sk.replace("?imgmax=800","");

		}

		else if (json.feed.entry[i].content.$t.match(/src=(.+?[\.jpg|\.gif|\.png]")/) != null){

			// Support For 3rd Party Images

			ListImage =  json.feed.entry[i].content.$t.match(/src=(.+?[\.jpg|\.gif|\.png]")/)[1];

		}

		else{

			ListImage= "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJba0mQj36L3pf4SNxKtKWfBNmkD1jO6hnZxgxeupq3eJ91QKDRD5GVPR5k218vQOC5ZpupPvvVLuAd41gwMVCSaZix4isdH4HyT-447rXA44tgs6uWjNVlu9i2q7ay8aDfMoqN4tCaxo/s200/Icon.png";

		}

		

		//################### Printing List

		var listing = "<li class='node"+[i]+"' ><a href="

		+ ListUrl+

		"><img src='"

		+ListImage+

		"'/></a><a class='mbttitle' href="

		+ ListUrl+

		"target='_blank'>"

		+ ListTitle+

		"</a><div class='iline'><span class='iauthor'>"

		+ListAuthor+

		"</span><span class='idate'>"

		+ M + " " + D + ", " + Y +

		"</span><span class='icomments'>"

		+ ListComments+

Labels:

এখন গ্রামীণফোন গ্রাহকরাও শুধু মাত্র *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খুলে ফেলুন আর সাথে থাকছে লাখপতি ক্যাম্পেইনে অংশগ্রহণ সুযোগ!

 


এখন গ্রামীণফোন গ্রাহকদের ‘নগদ’-এ আসা এখন খুব সহজেই সম্ভব! ঘরে বসেই গ্রামীণফোন-এর গ্রাহকরা ধাপ অনুসরণ করে একাউন্ট খুলতে পারবে এবং সাথে থাকছে একাউন্ট খুলার পরে লাখপতি হবার অপূর্ব সুযোগ!

নগদ একাউন্ট খুলার ২ টি ধরাঃ

১) প্রথমে *১৬৭# ডায়াল করুন

                     ২) ৪ ডিজিটের পিন সেট করুন। পুনরায় পিন টাইপ করে কনফার্ম করুন।

 

ব্যস হয়ে গেলো আপনার ‘নগদ’ একাউন্ট। এবার লেনদেন হবে ইচ্ছেমতো।

 


সফল রেজিস্ট্রেশন হয়ে গেলে থাকছে লাখপতি হবার অপূর্ব সুযোগ!

ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে ৩ ধাপ অনুসরণ করতে হবেঃ

  ১) *১৬৭# ডায়াল করে সফলভাবে নগদ একাউন্ট খুলতে হবে।

      ২) নগদ অ্যাপ ডাউনলোড করে, ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৫০০ টাকা ক্যাশ ইন বা অ্যাড মানি করতে হবে।

৩) সরব শেষে ‘নগদ’ ফেসবুক পেইজে এই #সব_হবে_নগদ_এ হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্ট করতে হবে

লাখপতি ক্যাম্পেইনের শর্তাবলিঃ

  • গ্রামীণফোনের (জিপি) গ্রাহক যাদের ‘নগদ’ একাউন্ট নেই, তারা ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি-এর মাধ্যমে শুধু পিন সেট করে খুলে ফেলতে পারবেন ‘নগদ’ একাউন্ট
  • পিন সেট করার ২৪ ঘণ্টার মধ্যে ক্যাশ ইন অথবা অ্যাড মানি করে ৫০০ টাকা বা তার বেশি গ্রাহকের ‘নগদ’ একাউন্টে জমা করতে হবে
  • গ্রাহককে অবশ্যই ‘নগদ’ অ্যাাপ ডাউনলোড করতে হবে এবং লগইন করতে হবে।
  • গ্রাহককে ‘নগদ’-এর অফিশিয়াল ফেসবুক পেইজে এই সংক্রান্ত পোস্টে কমেন্ট লিখতে হবে
  • ‘নগদ’ ফেসবুক পেইজে এই #সব_হবে_নগদ_এ হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্ট করতে হবে
  • ক্যাম্পেইনটি ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত চলবে
  • এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে হলে ‘নগদ’-এর গ্রাহকের একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!


Labels:

Patreon এর সকল কন্টেন্ট দেখে নিন একদম ফ্রীতে, কোন মেম্বারশিপ লাগবে না।

 কন্টেন্ট ক্রিয়েটরদের অন্যতম অর্জনের মাধ্যম হল Patreon. সেখানে তারা তাদের কন্টেন্ট মাসিক চার্জ এর ভিত্তিতে দর্শকদের কাছে দিয়ে থাকে। অনেকে মাসিক চার্জ এর ভিত্তিতে তাদের কন্টেন্ট এর আরলি একসেস দিয়ে থাকে যা পরবর্তীতে ফ্রীতে ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে দেয়। হয়ত যারা পেট্রিয়ন সমন্ধে জানেন না তাদের মুটামুটি একটা ধরনা হয়ে গেছে এ নিয়ে। আজকের পোস্ট হচ্ছে কিভাবে এই patreon এর কন্টেন্ট ফ্রীতে দেখতে পারবেন। এই পোস্ট নিয়ে Add Blocker এর মত ২ টি দল তৈরি হয়ে যাবে। প্রথম জন বলবে এটি শেয়ার করা উচিত হয়নি এতে কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষতি। অপরপক্ষে আরেকদল বলবে এটি যেহেতু ট্রিক শেয়ারের গ্রুপ শিখে নিলে ক্ষতি কি এটি বাজারের ছুরি কেনার মত যার যার বেবহার এর উপর নির্ভর করবে।

Patreon Contents For Free

Step-1: ওয়েবসাইট টিতে প্রবেশ করুন।
Step-2: সার্চ অপশনে আপনার পছন্দের Patreon চেনেলের নাম লিখে সার্চ দিন।
Step-3:সেইটি পেয়ে গেলে কন্টেন্ট গুলো ফ্রীতে দেখতে থাকুন।
আপনি চাইলে এখানে আপডেট কন্টেন্ট রিকুয়েস্ট করতে পারবেন। এখানে ১০০ পারসেন্ট সব পাবেন এমন না। তবে পপুলার যারা আছে তাদের পাওয়ার সম্ভাবনা ৯৫ পারসেন্ট। এর মত আরেকটি ওয়েবসাইট হল yiff.party এটি কিছুদিন আগে অফলাইনে চলে যায় তাই এটি ইউস করি না।

ট্রিকবিডি তে আমার আগের পোস্ট

[Honeygain] নতুন পেমেন্ট মেথড, টাকা পাবেন বিটকয়েনের মাধ্যমে, সেখান থেকে বিকাশে এবং কিছু মেজর আপডেট।[Latest Updates]

আমার বিজ্ঞাপন

আমার একটি ফোন বিক্রয় করব নোকিয়া ৬ (২০১৭)। বিক্রয় ডট কমে তেমন কিছু দেখছি না🙄। ফোনটির স্পেশাল দিক হল এটি Root করা। এর Bootloader আনলক করতেই ৫০০-১০০০ খরচ হয়। ফোনটির বিল্ড কোয়ালিটি সেই এবং কোনদিন সার্ভিস এর জন্য নিতে হয়নি। বিক্রয় করতে চাচ্ছি ৮ হাজার এ (নতুন কিনব তাই)। আমি ৮ হাজার এ কোনো সেকেন্ড হেন্ড মোবাইল নিতে চাইলে এমন কোথাও এখন পাব না তাই আমার মনে হয় দাম ঠিক আছে। কেউ নিতে চাইলে ফেসবুক এ নক দিন। (Yasir Ycs)

Labels:

বাংলালিংক সিমে আনলিমিটেড Toffee এমবি ফ্রিতে নিয়েনিন,প্রতিবার ৫১২ এমবি করে। সাথে থাকছে আনলিমিটেড মেয়াদ বাড়িয়ে নেওয়ার ট্রিকস

 আসসালামু আলাইকুম,

সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা বাংলালিংক সিমে আনলিমিটেড Toffee Mb ফ্রিতে নিবেন।
অনেকে হয়তো Toffee Mb কি সেটা বুঝবেন না।
তাদের উদ্দেশ্য বলছি আপনারা সবাই জানেন জিপি সিমের ক্ষেত্রে Bioscope App রয়েছে যেখান থেকে আপনারা নাটক,গান,মুভি,ড্রামা,লাইভ টিভি চ্যানেলসহ অনেক কিছু দেখতে পারেন Bioscope এমবি দিয়ে। ঠিক তেমনি বাংলালিংক সিমের ক্ষেত্রেও তাই,প্লে-স্টোরে Toffee App নামে তাদের একটি অ্যাপ রয়েছে যেখান থেকে আপনারা নাটক,গান,মুভি,ড্রামা,১০০+ দেশি-বিদেশি লাইভ টিভি চ্যানেলসহ অনেক কিছু দেখতে পারবেন Toffee Mb দিয়ে।
আপনার বাংলালিংক সিম থেকে থাকলেই এ কাজটি করতে পারবেন।
এরজন্য প্রথমত প্লে-স্টোর থেকে Toffee অ্যাপটি ইনস্টল করেনিন,অথবা সরাসরি প্লে-স্টোর থেকে ইনস্টল করতেএখানে ক্লিক করুন
ইনস্টল শেষে ওপেন এ ক্লিক করুন।

এরপর আপনার বাংলালিংক নাম্বারটি দিয়ে Have Referral Code এ ক্লিক করুন।

এবার নতুন আরেকটি বক্স আসবে ওখানে 41683760 এই কোডটি দিয়ে টিক মার্কসহ Next এ ক্লিক করুন।

আপনার নাম্বারে মেসেজে ৬ সংখ্যার একটা কোড আসবে সেটা দেখেনিন।


এভাবে বারবার লগআউট করে নতুন নতুন নাম্বার দিয়ে এভাবে রেফার করেনিন। আর যারা আগে থেকে Toffee অ্যাপ ইনস্টল করে নাম্বার দিয়ে লগইন করে ফেলেছেন কিন্তু রেফার কোড ব্যবহার না করায় ১ জিবি ফ্রি পাননি তারা 41683760 কোডটি অ্যাপে প্রবেশ করে মানুষ আইকনে ক্লিক করে Redeem code অফশনে এপ্লাই করলে সাথে সাথে ১ জিবি ফ্রিতে পেয়ে যাবেন।
একটা কথা মনে রাখবেন আপনি জিপি,রবি,এয়ারটেল সিমে কোনো এমবি পাবেন না।
শুধুমাত্র বাংলালিংক সিমে এমবি পাবেন।
আপনারা প্রতি রেফারে ৫১২ এমবি করে আপনার বাংলালিংক সিমে যোগ হয়ে যাবে যার মেয়াদ থাকবে পরবর্তী ৭ দিন।
তবে সুখবর হলো আজ রেফার করে যত এমবি ইনকাম করেছেন তার মেয়াদ যেহেতু ৭ দিন থাকবে,আর এই ৭ দিনের শেষের দিন কিংবা কাল,পরষু রেফার করলেই পরবর্তী ৭ দিন এমবির মেয়াদ বেড়ে যাবে।
আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে ভিডিওটি দেখুন।

Labels: