Patreon এর সকল কন্টেন্ট দেখে নিন একদম ফ্রীতে, কোন মেম্বারশিপ লাগবে না।
কন্টেন্ট ক্রিয়েটরদের অন্যতম অর্জনের মাধ্যম হল Patreon. সেখানে তারা তাদের কন্টেন্ট মাসিক চার্জ এর ভিত্তিতে দর্শকদের কাছে দিয়ে থাকে। অনেকে মাসিক চার্জ এর ভিত্তিতে তাদের কন্টেন্ট এর আরলি একসেস দিয়ে থাকে যা পরবর্তীতে ফ্রীতে ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে দেয়। হয়ত যারা পেট্রিয়ন সমন্ধে জানেন না তাদের মুটামুটি একটা ধরনা হয়ে গেছে এ নিয়ে। আজকের পোস্ট হচ্ছে কিভাবে এই patreon এর কন্টেন্ট ফ্রীতে দেখতে পারবেন। এই পোস্ট নিয়ে Add Blocker এর মত ২ টি দল তৈরি হয়ে যাবে। প্রথম জন বলবে এটি শেয়ার করা উচিত হয়নি এতে কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষতি। অপরপক্ষে আরেকদল বলবে এটি যেহেতু ট্রিক শেয়ারের গ্রুপ শিখে নিলে ক্ষতি কি এটি বাজারের ছুরি কেনার মত যার যার বেবহার এর উপর নির্ভর করবে।
Patreon Contents For Free
Step-1: ওয়েবসাইট টিতে প্রবেশ করুন।
Step-2: সার্চ অপশনে আপনার পছন্দের Patreon চেনেলের নাম লিখে সার্চ দিন।
Step-3:সেইটি পেয়ে গেলে কন্টেন্ট গুলো ফ্রীতে দেখতে থাকুন।
আপনি চাইলে এখানে আপডেট কন্টেন্ট রিকুয়েস্ট করতে পারবেন। এখানে ১০০ পারসেন্ট সব পাবেন এমন না। তবে পপুলার যারা আছে তাদের পাওয়ার সম্ভাবনা ৯৫ পারসেন্ট। এর মত আরেকটি ওয়েবসাইট হল yiff.party এটি কিছুদিন আগে অফলাইনে চলে যায় তাই এটি ইউস করি না।
ট্রিকবিডি তে আমার আগের পোস্ট
আমার বিজ্ঞাপন
আমার একটি ফোন বিক্রয় করব নোকিয়া ৬ (২০১৭)। বিক্রয় ডট কমে তেমন কিছু দেখছি না। ফোনটির স্পেশাল দিক হল এটি Root করা। এর Bootloader আনলক করতেই ৫০০-১০০০ খরচ হয়। ফোনটির বিল্ড কোয়ালিটি সেই এবং কোনদিন সার্ভিস এর জন্য নিতে হয়নি। বিক্রয় করতে চাচ্ছি ৮ হাজার এ (নতুন কিনব তাই)। আমি ৮ হাজার এ কোনো সেকেন্ড হেন্ড মোবাইল নিতে চাইলে এমন কোথাও এখন পাব না তাই আমার মনে হয় দাম ঠিক আছে। কেউ নিতে চাইলে ফেসবুক এ নক দিন। (Yasir Ycs)
Labels: Hacking
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home