Saturday, May 9, 2020

ফোনের ব্যাটারি কেন বিস্ফোরণ হয়? এই বিস্ফোরণ থেকে বাঁচার উপায় কি? বিস্তারিত পোস্টে।

ফোনের ব্যাটারি কেন বিস্ফোরণ হয়? এই বিস্ফোরণ থেকে বাঁচার উপায় কি? বিস্তারিত পোস্টে।



আসসালামু আলাইকুম ভিউয়ার্স।

কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমি আপনাদের সাথে আরো নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের আলোচনা করবো কেন মোবাইল বিস্ফোরণ হয়।

আমরা অনেক সময় খবরে দেখি ঘুমিয়ে থাকার সময় মোবাইল বিস্ফোরিত হয় পকেটে থাকা সময় বিস্ফোরিত হয় আবার চার্জে থাকা অবস্থাতেও বিস্ফোরিত হয়। কিন্তু কেন মোবাইল বিস্ফোরিত হয় এই বিষয়ে অনেকেই জানেনা। আজকে তাই এই টপিক নিয়ে আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

মোবাইল বিস্ফোরণ নিয়ে আমরা যে খবর গুলো দেখি সেগুলো কিছু কিছু বানোয়াট হলেও একেবারে ফেলে দেওয়ার মতো না বর্তমানে মোবাইল ফোন গুলোতে হাই টেকনোলজি ব্যবহার করা হয় তার সাথে হাই কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করা হয়।

আর একটা জিনিস মাথায় রাখবেন প্রত্যেক স্মার্টফোন যখন বাজারে ছাড়া হয় তার আগে ফোন গুলো প্রচুর পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে যায় কিন্তু এত পরীক্ষা-নিরীক্ষার পরও মাঝেমধ্যে দেখা যায় ব্যাটারি বিস্ফোরণের ঘটনা। এখন কিভাবে এই বিস্ফোরণ থেকে নিজেকে রক্ষা করবেন এবং কেন এই বিস্ফোরণ হয়, চলুন জেনে নেই।

কেন ব্যাটারি বিস্ফোরণ হয়?


আমরা যখন অরিজিনাল ফোন কিনে ২-৩ বছর ব্যবহার করি তারপর অনেক সময় দেখা যায় কিছু সমস্যার কারণে অনেকেই ব্যাটারি বা চার্জার চেঞ্জ করে কেউ কেউ লোকাল মার্কেট থেকে কিনে আবার কেউ হয়তো কারো পরামর্শে কোন স্পেসিফিক দোকান বা লোকের কাছ থেকে ব্যাটারী বা চার্জার কেনে। মোবাইল বিস্ফোরণ হওয়ার এটা অন্যতম একটি কারণ। কেননা আপনি যে ব্যাটারীতে বা চার্জার কিনেছেন কোন লোকাল দোকান থেকে সেটা আপনার ফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে যখন আপনি ফোন চার্জে দিয়ে রাখেন আপনার ফোনের 220 ভোল্ট এর চার্জার দিয়ে চার্জ দেওয়ার সময় হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে যায়। যখন চার্জারে এরকম শর্ট-সার্কিট দেখা যায় তখন কিন্তু বিদ্যুৎ সরাসরি সজোরে আপনার ব্যাটারীতে আঘাত করে যার ফলে ঘটে ব্যাটারি বিস্ফোরণ। এখন আপনার ফোনের ব্যাটারি ধারণ করতে পারে ৫ থেকে ৬ ভোল্টেজ। এখন আপনি যদি অন্য কোন চার্জার দিয়ে চার্জ দেন যার ক্যাপাসিটি ২২০ ভোল্ট তাহলে এটা খুবই স্বাভাবিক যখন শর্ট-সার্কিট হবে তখন ৫ থেকে ৬ ভোল্টের ব্যাটারি তে ২২০ ভোল্টে প্রবেশ করলে বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক নয়।

বিস্ফোরণ থেকে বাঁচার জন্য করণীয় কি?


সর্বপ্রথম আপনাদের যা করতে হবে তা হচ্ছে, ফোনের ব্যাটারি চার্জার কেনার ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা। কোনভাবেই অন্য কারো কথায় এসে যে কোন চার্জার ব্যাটারি ফোনের জন্য কিনবেন না। ফোনে যতটুকু ভোল্টেজ ধারণ করতে পারে ঠিক ততটুকুই ব্যাটারি চার্জার কেনার চেষ্টা করবেন।

সবচাইতে ভালো হয় আপনার ফোনের ব্যাটারি/ চার্জার এর দরকার হলে আপনার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের কাস্টমার কেয়ারের সাথে কথা বলা। একমাত্র তারাই সবচাইতে ভালো সলিউশন দিতে পারবেন যা আপনার ফোনের জন্য ভালো হবে এবং বিস্ফোরণ থেকে আপনাকে রক্ষা করবে।

আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভাল লেগেছে ভাল লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে এবং আশা করছি আপনারা সফলভাবেই যে অ্যাপটির নাম চেঞ্জ করতে চেয়েছিলেন সেটাই পেরেছেন।

Labels:

নিয়ে নিন Amazon Prime Videos এর ৩০ দিনের ফ্রি ট্রায়াল!! (With fake MasterCard)

নিয়ে নিন Amazon Prime Videos এর ৩০ দিনের ফ্রি ট্রায়াল!! (With fake MasterCard)

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স!
আশা করি সকলেই ভাল আছেন। এর আগের পোস্টে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা আপনার জিমেইল একাউন্টে একটা ফেক মাস্টারকার্ড Add করতে পারেন সেই উপায়।ঐ পোস্টটি যারা মিস করেছেন তারা এখানে ক্লিক করে পোস্টটি দেখে আসতে পারেন
তো ঐ পোস্টে অনেকেই কমেন্ট করতেছিলেন  নেটফ্লিক্সের ট্রায়াল টা ইউজ করার ব্যাপারে। তো আমি অনেক চেষ্টা করেও নেটফ্লিক্সের একটা চুল ও ছিড়তে পারিনাই এখন পর্যন্ত! কিন্তু এইদিকে Amazon Prime Video এর অবস্থা কোপা কাইত! 🤣
তো চলুন শুরু করি যেভাবে আপনারা Amazon Prime 30 দিনের জন্য ফ্রি তে ব্যবহার করবেন! ★ তো আমাদেরকে প্রথমেই যে লিংকটি ব্রাউজ করতে হবে সেটি হচ্ছে amazon.cu.uk  এই লিংকটি ব্রাউজার ট্যাবে লিখে ওপেন করুন অথবা ব্রাউজার থেকেই যদি পোস্ট টা পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের মতো ইন্টারফেস আসলে “Create an account ” এখানে ক্লিক করুন।
এবার এখানে আপনার নাম আর ইমেইল দিয়ে “Verify E-mail ” এ ক্লিক করুন।
এবার আপনার ইমেইলে একটা কোড যাবে সেই কোডটি নিচের বক্সে বসিয়ে “Verify ” এ ক্লিক করুন।  ভেরিফাই করার পর আপনাকে ফোন নাম্বার Add করতে বলা হবে। এখানে আপনি আপনার নাম্বার টি দিয়ে “Add Mobile Number ” এ ক্লিক করুন।এবার আপনার নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি সংগ্রহ করে নিচের বক্সে বসিয়ে দিন এবং “Create your Amazon account ” এখানে ক্লিক করুন।(Gmail বা yahoo mail দিয়ে সাইন আপ করলে ফোন ভেরিফিকেশন লাগবেনা।)🤔উপরে বাম কর্ণারে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।ক্লিক অন “Try Prime ”এবার ” Start free trial now”  এখানে ক্লিক করুন।ক্লিক করার পর আমাদেরকে কার্ড ডিটেইলস দিতে বলা হবে তো এইখানে আমাদের কে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে namso-gen.com এ গিয়ে Bin Box এ 512726 দিয়ে Generate এ ক্লিক করার মাধ্যমে কার্ড ডিটেইলস জেনারেট করতে হবে। তো আমি প্রথম কার্ড ডিটেইলস দিয়েই করতেছি। কার্ড ডিটেইলস দেওয়ার পর  ” Add your card ” এখানে ক্লিক করুন।এবার এখানে আপনারা আপনাদের ঠিকানা ও পোস্ট কোড ও মোবাইল নাম্বার দিয়ে “Use this address”  এখানে ক্লিক করবেন। *(শেষের বক্সে United Kingdom সিলেক্ট করা থাকবে অবশ্যই যে দেশে অবস্থান করছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশে অবস্থান করছি যেহেতু তাই বাংলাদেশ দিলাম।দেখুন কার্ড  Add হয়ে গেছে! এবার “Try Prime Free “এখানে ক্লিক করুন।আহা!
Welcome to Amazon Prime 😍  ওয়েবসাইটে কাজ শেষ!  এবার PlayStore থেকে “Amazon Prime Video” এই App টি ডাউনলোড করুন অতঃপর Open it.
সদ্য যে একাউন্টটি খুললেন সেই একাউউন্টিতে সাইন ইন করুন।
United Kingdom এর জন্য available ভিডিওগুলো এখানে দেখতে পাবেন। 😍
কিন্তু ভাই আমরা তো United Kingdom available ভিডিও দেখার জন্য বাটপারি করিনাই!🤣
আসেন এইবার বাংলাদেশের জন্য Available ভিডিও গুলো নিয়ে আসার জন্য amazonprimevideo.com এই লিংকে ক্লিক করি। নিচের মতো ইন্টারফেস আসলে “Start your free trial ” এখানে ক্লিক করুন।
এবার সাইন ইন করুন৷

Labels:

[Hot Post] Java ইউজারদের জন্য নিয়ে আসলাম High Speed 3D অসাধারণ একটি Reaching Game। না দেখলে মিস করবেন।

[Hot Post] Java ইউজারদের জন্য নিয়ে আসলাম High Speed 3D অসাধারণ একটি Reaching Game। না দেখলে মিস করবেন।

আমার কাছে Game টি অসাধারণ লাগছে।এই Game এর মতো Speed আমি অন্য কোন Game এর ভিতরে দেখিনি। পুরাই Android Reaching Game এর মতো। Java এই High Speed 3D Game টি অন্য Reaching গেইম গুলোর চেয়ে আলাদা। আপনার Download করে খেললেই বুঝতে পারবেন

Name: High Speed 3D
Regulation: 240*320
Type: jar
Size: 1.2 MB

Download

Screenshots গুলো দেখেন











Post যদি কোথাও না বুঝে থাকেন কমেন্ট করবেন অথবা ফেসবুকে নক দিতে পারেন। আপনাদের জাবা সম্পর্কে কার কি সমস্যা আমাকে জানাতে পারবেন আমি সমাধান দেওয়া চেষ্টা করবো ইনশাআল্লাহ MD Shakib Hasan

Labels:

বিকাশ থেকে সবাই নিয়ে নিন ২০টাকা একদম (ফ্রি) সবাই পাবেন কেউ মিস করবেন না।

বিকাশ থেকে সবাই নিয়ে নিন ২০টাকা একদম (ফ্রি) সবাই পাবেন কেউ মিস করবেন না।

যারা বিকাশ এপ্স ইউজ করেন না শুধু তারা এই স্টেপ ফলো করুন আর যারা বিকাশ এপ্স Already আছে তারা কিছুক্ষণ ওয়েট করুন।

এখানে ক্লিক করে বিকাশ এপ্স টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

প্রথমে উপরে দেওয়া লিংক থেকে বিকাশ এপ প্লেস্টোর থেকে ইনস্টল করেন।
তারপর এপ open করে Login/ Reg click করুন।

তারপর ২ টি option আছে আপনি Login এ click করবেন।
এরপরে স্ক্রিনশট ফলো করুন আপনার মোবাইল নাম্বার দিন।
কোন কোম্পানির সিম সেটাতে ক্লিক দিন।


সিম যদি সেই মোবাইলে থাকে অটোমেটিক কোড লেগে যাবে আর যদি অন্য ফোনে থাকে এস এম এস এর মাধ্যমে চলে যাবে সেটা এখানে বসিয়ে ক্লিক করুন।
এরপর বিকাশ পিন দিয়ে দিন।



jghjkkj

Labels:

[DBBL]ডাচ্ বাংলা স্টুডেন্ট একাউন্ট খুলুন খুব সহজে

[DBBL]ডাচ্ বাংলা স্টুডেন্ট একাউন্ট খুলুন খুব সহজে

আসসালামু-আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করি ভাল। আর ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে।
তাহলে আজকের পোস্ট শুরু করা যাক।



আজকের পোস্টের বিষয় হচ্ছে
কিভাবে

Dutch Bangla Bank Limited

এ স্টুডেন্ট একাউন্ট খুলবেন,
কি সুবিধা /অসুবিধা থাকবে, কি কি লাগবে,
কোথায় যেতে হবে, কিভাবে করবেন সব কিছু।
উপকৃত হলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন।
অন্যান্য ব্যাংকের মত সাধারন একটি একাউন্ট,কিন্তু এতে বিশেষ বৈশিস্ট হচ্ছে কোনো চার্জ লাগে না।
প্রাথমিক ভাবে জমাকৃত অর্থ ও ফেরতযোগ্য।
তাহলে শুরু করা যাক।

ডিবিবিএল স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের সুবিধাসমূহঃ

★একাউন্ট ওপেন করতে কোন প্রকার চার্জ দিতে হবে না।
★কোন কারণে একাউন্ট বাতিল করলে ৫০০ টাকা সর্ম্পূণ্য ফেরত দেওয়া হবে।
★ আজীবনের জন্য ফ্রী ডিবিবিএল নেক্সাস কার্ড প্রদান করবে।
★ডিবিবিএল নেক্সাস কার্ডে বার্ষিক কোন চার্জ নেই।
★ডিবিবিএল নেক্সাস কার্ড হারিয়ে বা নষ্ট হলে মাত্র ৪০০ টাকা খরচে আপনি পুনরায় একটি কার্ড পাবেন।
★ আপনার ডিবিবিএল নেক্সাস কার্ডের মাধ্যমে সকল এটিএম বুথ হতে টাকা তুলতে পারবেন।
<br★প্রতি বছর আপনাকে জমাকৃত টাকার বিপরীতে ৫% হারে সুদ প্রদান করা হবে । (শর্ত প্রযোজ্য)

অসুবিধাসমূহঃ

★একাউন্ট একটিভ করতে আপনাকে প্রথম ৫০০ টাকা জমা দিতে হবে। তবে কোন কোনো ব্রান্চ এ ১০০ ও নেয়।আমার টায় ১০০ দিয়ে করছি।(সর্ম্পূণ্য ফেরত যোগ্য)।
★ এটিএম হতে আপনি একদিনে সর্বোচ্চ ৫০০০০ হাজার টাকা উত্তোলন করতে পারবেন।
★আপনার একাউন্টে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জমা রাখতে পারবেন।
★স্টুডেন্ট একাউন্টে কোন চেক বই প্রদান করা হবে না।দিলে মন্দ হত না।

অ্যাকাউন্ট খুলতে যা লাগবেঃ

 

যদি বয়স ১৮ বছরের উপরে হয় এবং নিচের ডকুমেন্ট থাকেঃ( A)
১)জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের কপি

২)২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি

যদি ১৮ এর উপরে বা নিচে হয় কিন্তু উপরের ডকুমেন্ট নাইঃ(B)

১)জন্মনিবন্ধন এর সত্যায়িত কপি (অভিভাবক দ্বারা সত্যায়িত)
২)২ কপি ছবি
৩)একজন অভিভাবক যার আইডি দিয়ে একাউন্ট হবে (বয়স ১৮ হলে একাউন্ট স্টুডেন্ট এর হয়ে যাবে)
৪)অভিভাবকেরও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

বাকি গুলো সবার ক্ষেত্রে প্রয়োজন:

১)স্থায়ী ঠিকানা প্রমান স্বরুপ কারেন্ট বা পানির বিলের কপি
২)ঐ ব্যাংকে এ একাউন্ট আছ। এমন একজন পরিচয় প্রদানকারী বা ইনট্রুডিউসার।
৩)শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র বা আইডি কার্ড।
৪)নমিনি এর আইডি কার্ড এর কপি এবং তার এক কপি ছবি


উপরোক্ত ডকুমেন্ট নিয়ে নিকটস্থ DBBL ব্যাংক বা ফাস্ট ট্রাক এ গেলে একটি ফর্ম দিবে যার মধ্য TP এবং KYC ফর্ম থাকবে।যদি আপনি (A) হন তাহলে আপনি এবং পরিচয় প্রদানকারী (ইনট্রুডিউসার) গেলে ই হবে, যদি (B) হন তাহলে আপনি, অভিভাবক এবং পরিচয় প্রদানকারী গেলে হবে।ফর্ম নিজে পূরন করতে করতে পারেন আবার তারা ও করে দিতে পারে।
পরিচয় প্রদান কারীর ব্যাংক একাউন্ট নম্বর এবং স্বাক্ষর লাগবে।।ফর্ম পূরন করার পর আপনি ৫০০ টাকা জমা দিলে আপনাককে সাথে সাথে একটি কার্ড প্রদান করবে পিন এর ফর্ম সহ।কার্ড একটিভ হতে যদিও ওরা বলে ৭ কর্মদিবসে লাগে তবে আমার টায় ১৩ দিন লাগছে এবং নম্বর দিয়ে ব্যাংকের কাজ এবং OTP চাইলে ১৫ কর্ম দিবস লাগবে।
এই কার্ড ব্যবহার করে বাংলাদেশের যে কোনো এটিএম থেকে ফ্রিতে ক্যাশআউট/উইথড্র করতে পারবেন।

 

উপরের ডকুমেন্ট এর কিছু আছে অনেকে বলে লাগে না,
কিন্তু আমি যখন একাউন্ট করছি একটি ডকুমেন্ট দিতে না পারায় ৩ দিন পরে ফোন দিছে যে এটা দিয়ে যান। যদি না লাগে তাহলে তো ভালই তবে নিয়ে যাওয়া ভাল হয়ত এটার জন্য ফেরত আসা লাগতে পারে।


Note:পোস্টের কয়েক লাইন গুগল থেকে নিয়ে ইডিট করা, কারন আমি যা লিখতাম ওখানে ও একই তথ্য সুন্দর করে দেয়া আছে।তবে ৯৫%+ ই নিজের লেখা

ধৈর্য নিয়ে পরার জন্য ধন্যবাদ।কোনো সমস্যা হলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন।

ফেসবুক: Ashikujjaman Shawon

Labels: