ইউটিউব ভিডিও এসইও করুন, সার্চ রেজাল্টের সবার প্রথম আপনার ভিডিও নিয়ে আসুন।
ইউটিউব ভিডিও এসইও করুন, সার্চ রেজাল্টের সবার প্রথম আপনার ভিডিও নিয়ে আসুন।
ইউটিউব বর্তমান মানুষের কাছে অনেক বড় একটি মাধ্যম, এই মাধ্যমে সরাসরি ভিডিও আদান-প্রদান করে মানুষ, ইউটিউব বিশ্বের #৩ নাং রেংকে থাকা সোশাল মিডিয়া। বর্তমানে আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে, ইউটিউব চিনে না/জানে না, আসলে কিছু পুরাতন যুগের লোকজন ছাড়া সকলেই ইউটিউবের সঙ্গে পরিচিত। তাছাড়া আমাদের দেশেই রয়েছে কোটি কোটি ইউটিউবার, (যারা ইউটিউবের জন্য ভিডিও তৈরী করে তাদেরকে ইউটিউবার বলে)। ভালো ইউটিউবার হওয়ার জন্য প্রয়োজন পড়ে অনেক গুলো জিনিসেরঃ ১! ভালো ভিডিও তৈরী করতে হবে। ২! ভালো সাবস্ক্রাইব থাকতে হবে। ৩! ভিডিওতে সুন্দরভাবে কথা বলতে হবে। =>মূল কথা সকল দিক গুলো ভালো থাকতে হবে। ভিডিওতে বেশি ভিউ, বেশি লাইক, বেশি কমেন্ট পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো ভিডিও এস ই ও করা। যারা ওয়েবসাইট ব্যবহার করেন তারা হয়তো এস ই ও কি? তা জানেন? SEO কি?
==>>Search Engine Optimise ওয়েবসাইটের মতো করে ভিডিওতেও এসইও করতে হবে, যাতে আমাদের ভিডিও গুলো যেনো সার্চ পেজের প্রথমে আসে। আমার মনে হয় যারা ইউটিউব ব্যবহার করেন যারা ইউটিউবে ভিডিও আপলোড দেন, তারা একটু হলেও তার ভিডিওতে এসইও করেন? ইউটিউবে এসইও করতে হয় কিভাবে? ১! ভিডিওটা সম্পূর্ণ কপিরাইট ফ্রী হতে হবে। ২! ভিডিওটির সাথে টাইটেল ও ডেসক্রিপশন দিতে হবে। ৩! ভিডিওটার সাথে ট্যাগ ব্যবহার করতে হবে। উপরের ৩টা জিনিস ঠিক ভাবে করতে পারলে ইনশাআল্লাহ আপনার ভিডিও ইউটিউবের সার্চে প্রথমে আসবে। আজকে আমি দেখাবো যে, কিভাবে অন্যোর ভিডিও এর ট্যাগ খুজে বের করবেন? আর সেই ট্যাগ গুলো আপনার ভিডিওতে ব্যবহার করে কিভাবে সার্চে প্রথমে আনবেন?
Labels: Youtube