FiFa12 Games ডাউনলোড করে নিন Medium Compressed সাইজে আপনার পিসির জন্য সাথে বিস্তারিত দেখুন
ফুটবল কথাটা ভাবলেই কেমন যেন একটা উত্তেজনা চলে আসে কারন ফুটবল খেলাটাই এমন।
আর দেখা যাবে খেলোয়ারদের ফ্যান এর অভাব নেই যেমন ধরুন মেসি,নেইমার কিংবা রোনালদো কিংবা অন্য কেউ কিন্তু কেমন হবে যদি সেই খেলোয়ার কে নিয়েই যদি আপনি খেলতে পারেন তবে তো কথাই নেই তাইতো বানানো হয়ে ফিফা ছাড়াও অনেক পিসি এবং মোবাইল গেমস। তবে বর্তমান বাজারে ফিফার আপডেট সংস্করন থাকলেও আমি পুরানো থেকে নতুন সংস্করনের দিকে যাবো তবে চিন্তা করবেন না আপনাদের অনেক পছন্দের তারকা এখানে পেয়ে যাবেন তা হলে চলুন শুরু করা যাক রিভিউ।
Fifa 12 Games Review:
Fifa 12 (যা North America তে Fifa Soccer 12 নামে পরিচিত) হচ্ছে ১৯ তম গেমস Electronic Arts’ কোম্পানীর FIFA series এর যা ডেভেলপ করেছে EA Canada এবং প্রকাশ করেছে Electronic Arts’ যা কিনা EA Sports নামে দেখানো হয়ে থাকে।
Fifa 12 প্রথম প্রকাশ করা হয় ইউরোপ ৩০শে September ২০১১ সালে এবং Nort America তে প্রকাশ করা হয় ২৭ শে September ২০১১ইং সালে।
বর্তমানে এই গেমস টি যে সকল Platform থেকে খেলা যাবে PlayStation 3, Xbox 360, Wii এবং PlayStation 2; PlayStation Portable, 3DS, Xperia Play, Android, সাথে iOS; ছাড়াও Microsoft Windows সহ Mac OS X. থেকে।
আপনি FIFA 12 গেমস টি Single কিংবা MultiPlayer Mode এ খেলতে পারবেন।
Labels: Game