Thursday, November 8, 2018

অসাধারন ডিজাইনের Xtgem ব্লগ তৈরি করুন (পার্ট ২)

অসাধারন ডিজাইনের Xtgem ব্লগ তৈরি করুন (পার্ট ২)

আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন, এখন আমি xTgem ব্লগ তৈরি নিয়ে দ্বিতিয় পোস্ট করব। এর আগের পোস্টে আমি এক্সটিজেম ব্লগের মুল কন্টেন্ট ডিজাইন করা নিয়ে বলেছিলাম। এখন সাইটের অন্যান্য কাজ করি চলুন। এই পোস্টে হেডার ও ফুটার এর কাজ দেখানো হবে।
প্রথমে আপনার xtgem একাউন্টে লগিন করুন তারপর যে সাইটের কাজ চলছে সেটার পাসে Build বাটনে ক্লিক করে
তারপর File Browser এ ক্লিক করুন।
এখানে আপনি আপনার সাইটের ফাইল গুলো দেখতে পাবেন। সব ফাইল দেখতে View all Files লিঙ্কে ক্লিক করুন।
এবার Header এ ক্লিক করুন
এবং হেডার এর কোড গুলো বসান ও সেভ করুন। আমি গুগল ড্রাইভে জিপ আকারে আপলোড দিয়েছি নিচে সেটার লিঙ্ক পাবেন।
ফুটার এর কোড গুলো বসানোর জন্য Footer ফাইল টিতে ক্লিক করুন
আর ফুটার এর কোড গুলো বসান।
তার পরে সেভ করে দিন।
আগামিতে ইন্ডেক্স ফাইল ডিজাইন করব ।
সোর্স কোডের লিঙ্ক Download Source Zip
আমি কোডের মাঝে লিখে দিয়েছি কোথায় কি করতে হবে। কোড গুলো অগে মডিফাই করবেন তারপরে সাইটে বসাবেন।
সবাই ভালো থাকবেন এই পোস্ট এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।

Labels:

[part 2] আসুন জেনে নিই লজিক গেইট (Logic gate) সম্পর্কে। বিস্তারিত পোস্টে।

[part 2] আসুন জেনে নিই লজিক গেইট (Logic gate) সম্পর্কে। বিস্তারিত পোস্টে।


আসসালামু আলাইকুম।
আপনাদের কমেন্ট পড়ে জানতে পারলাম আপনারা এই ধরনের পোস্ট চান। তাই দেরী না করেই এই পোস্টে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি।

তবে প্রথমেই বলতে চায় যারা আমার প্রথম পর্বটি পড়েন নাই তাহারা দয়া করে নিচের লিংকের সাহায্যে প্রথম পর্বটি পড়ে নিন। কারণ প্রথম পর্ব ছাড়া আপনি দ্বিতীয় পর্ব পড়তে পারবেন না।
♠এখানে ক্লিক করে আমার প্রথম পর্বটি পড়ে নিন।
★আজকে আমাদের আলোচনার বিষয় যৌগিক লজিক গেইট

আপনারা নিশ্চয় জানেন লজিক গেইট ২ প্রকার
|. মৌলিক গেইট এবং
||. যৌগিক গেইট
পূর্বের পাঠে আমরা মৌলিক গেইট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা যৌগিক গেইট সম্পর্কে আলোচনা করবো।
আজকে বেশী কথা বলবো না, চলুন সরাসরি পাঠে চলে যায়ঃ
যৌগিক গেইট (Combitional gate):
প্রথমেই জানা দরকার যৌগিক গেইট কাকে বলে?
তো চলুন জেনে নেওয়া যাক,
যে সমস্ত গেইট একাধিক মৌলিক গেইট দিয়ে গঠিত সে সব গেইটকে যৌগিক গেইট বলে।
যৌগিক গেইটের প্রকারভেদ আপনাদের সুবিধার জন্য দেওয়া হলোঃ
♣সাধারণত যৌগিক গেইট ৪ প্রকারঃ-
|. নর (NOR) গেইট
||. ন্যান্ড (NAND) গেইট
|||. এক্স-অর (X-OR) গেইট
||||. এক্স-নর (X-NOR) গেইট
→চলুন এবার আমরা এই প্রকার গেইট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নি।
প্রথমেই,
[b]1. নর (NOR) গেইটঃ
 নর গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
অর্থাৎ NOR Gate = OR Gate + NOT Gate.
অর গেটের আউটপুটকে নর গেটের ইনপুট হিসাবে ব্যবহার করলে নর গেটের আউটপুট পাওয়া যায়। Aও B দুইটা input হলে নর গেইটের Output হবে =A+B ইনর্ভাস্
নিচের চিত্রের সাহায্যে আপনারা ভালো করে বুঝে নিন।
♣ NOR GATE এর প্রতীক দেখে নিনঃ

♣NOR gate এর সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখে নিনঃ

♣ NOR gate দিয়ে তৈরী একটি পিনআউট (pinout) দেখে নিনঃ

2. ন্যান্ড (NAND) গেইটঃ ন্যান্ড গেইট হচ্ছে অ্যান্ড গেইট এবং নট গেইটের সমষ্টি।
অর্থাৎ NAND GATE = AND GATE + NOT GATE.
অ্যান্ড গেইটের Output কে নর গেইটের input হিসাবে ব্যবহার করলে ন্যান্ড গেইটের output পাওয়া যায়। A ও B দুইটি input হলে ন্যান্ড গেইটের output হবে =A.B ইনর্ভাস্
→আপনারা নিচের ছবির সাহায্যে ভালো ভাবে বুঝে নিন।
♣NAND Gate এর প্রতীক দেখে নিনঃ

♣NAND গেইটের ট্রুথ টেবিল বা সত্য সারণী দেখে নিনঃ

♣NAND গেইট দিয়ে তৈরী একটি পিনআউট (pinout) দেখে নিনঃ

3. এক্স-অর গেইটঃ Exclusive OR Gate এর সংক্ষিপ্ত রুপ হলে X-OR গেইট। এই গেইট কোনো বেসিক গেইট নয়। কারণ হয়ত আপনাজা সবাই জানেন। যারা জানেন না তাদের বলছি এই লজিক গেইটটি একটি বিশেষ একটা গেইট কারণ এই গেইটি অ্যান্ড, অর, নট গেইটের সমন্বয়ে তৈরী হয়। আবার এটি ইন্ডিগ্রেটেড সার্কিট (IC) আকারেও পাওয়া যায়। এটি এমন একটি লজিক গেইট যার input এ বিজোড় সংখ্যক 1(High) থাকলে output এ 1 (high) হয়। এক্স-অর গেইটে দুই বা তার বেশী ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট হবে শুধু একটি।
X-OR গেটে ইনপুট Aও B হলে এবং আউটপুট Y হলে বুলিয়ান সমীকরণ (Boolean expression) হবেঃ
Y=A©B=ইনভার্সAB+ABইনভার্স
বিঃদ্রঃ এখানে “©”দ্বারা X-OR এর কাজকে বুঝানো হয়েছে।
এটা একটা জটিল গেইট আপনারা ছবির দেখে ভালোভাবে বুঝে নিন।
♣X-OR gate এর প্রতীকঃ

♣X-OR গেইটের সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখে নিনঃ

♣X-OR গেইট দিয়ে তৈরী একটি পিনআউট (pinout) দেখে নিনঃ

4. এক্স-নর (x-nor) গেইটঃ এটি একটি OR gate ও একটি NOT gate এর সমন্বয়ে তৈরী। X-OR gate এর আউটপুটকে NOT দিয়ে প্রবাহিত করলে X-NOR gate পাওয়া যায়।
অর্থাৎ X-OR GATE+NOT GATE=X-NOR GATE.
X-NOR গেটেও X-OR গেইটের মতো দুই বা তার অধিক input এবং output হবে শুধুমাত্র একটি।এটি এমন একটি গেইট যার ইনপুটে বিজোড়সংখ্যক হাই (High) থাকলে আউটপুট লো (low) হয়।অন্যথায় আউটপুট হাই (high) হয়। অর্থাৎ এতে X-OR GATE এর বিপরীত মানের আউটপুট পাওয়া যায়। একটি x-or গেইটের আউটপুটে একটি not গেইট সংযোগ করে x-nor গেইট তৈরী করা হয়।
এইবার আপনারা ভালোকরে ছবিটি দেখে বুঝার চেষ্টা করুন।
♣X-NOR গেইটের প্রতিক দেখে নিনঃ

♣X-NOR গেইটের সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখে নিনঃ

♣X-NOR গেইট দিয়ে তৈরী একটি পিনআউট (pinout) দেখে নিনঃ

♣♣♣ এইবার এক নজরে সকল গেইট গুলোর প্রতীক দেখে নিনঃ

♣♣♣এইবার এক নজরে সকল গেইটগুলোর ট্রুথ টেবিল বা সত্য সারণী দেখে নিনঃ

নিচের দেখুন একটি সার্কিট দেওয়া হয়েছেঃ

তো আজ এই পর্যন্তই, আমাদের আগামী কালকের আলোচনার বিষয় হবে সার্বজনীন গেইট (Universal gate) সম্পর্কে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আর একটা কথা আপনাদের এই রকমের ধারাবাহিক পোস্ট কেমন লাগছে জানাতে ভুলবেন না।
★যদি কোনো সমস্যা বা কোনো প্রয়োজন থাকে তাহলে আমাকে ফেসবুকে নক করুন। আমি সর্বত্তর ভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবো। ফেসবুকে নক করতে এখানে ক্লিক করুন।
→→→→→→→→ধন্যবাদ সবাইকে←←←←←←←←

মুভি কালেকশন (পর্ব ~ ১৫) – [রিকোয়েস্টেড মুভি-৪] যৌথ বাজেটের মুভি “Badsha: The Don”। যারা রিকোয়েস্ট করেছিলেন, ডাউনলোড করে নিন।

কমেন্টে আপনার যেকোনো পছন্দের মুভি রিকোয়েস্ট করতে পারেন। আমি Filmllinks4u.com ও ট্রিকবিডি তে শেয়ার করবো । ধন্যবাদ।


অনেকই আমার ১৪ তম চেইন টিউনটিতে এই মুভির জন্য রিকোয়েস্ট করেছিল আজ শেয়ার করলাম।
আজকের পোষ্ট মিলে আমি এখন পর্যন্ত সবার রিকোয়েস্টেড ও পছন্দের প্রায় ২০ টির ও বেশি মুভি শেয়ার করেছি। আমার ১৪ তম চেইন টিউনটিতে শিকারী মুভি শেয়ার করেছিলাম। সবাই ভালো কমেন্ট করেছিল । কিন্তু, কিছু লোক খারাপ কমেন্ট করেছে এই জন্য যে মুভি টি হল প্রিন্ট ও 3GP LQ ছিলো বলে। ভাই দেখুন আমার কাছে যেটা ছিলো সেটাই শেয়ার করছি যাতে অল্প এমবি তে সবাই ডাউনলোড করতে পারে। আপনি যদি অনলাইনে কোথাও হল প্রিন্ট ছারা ভালো প্রিন্ট পান, কমেন্ট এ লিংক দিবেন। ।

আজকের মুভিটিও হল প্রিন্ট ও 3GP LQ। যারা রিকোয়েস্ট করেছিলেন, ডাউনলোড করে নিন।

একটা কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই যে, আমার এই একটি পোষ্ট করতে যতো কষ্ট হয় অন্য কোনো পোষ্টে এত কষ্ট হয় না। তাই সবার কাছে অনুরোধ আপনার মূল্যবান কমেন্ট টি করবেন। এতে আমার আগ্রহ বারবে।
মুভি টি ভালো লাগলে ও আমার টিউনগুলো
ভালো লাগলে আরো নতুন সব মুভি পেতে আমার Filmllinks4u.com সাইট টা আপনার ব্রাউজার এ বুক মার্ক করবেন প্লিজ। নিচে মুভি এর ডাউনলোড লিংক দিলাম।



» Badsha The Don (2016) Full Bengali Movie Download 


ধন্যবাদ সকলকে..

Labels:

১ মিটের ভিডিও বানিয়ে জিতে নিন পুরস্কার । Youtuber দের জন্য সুখবর। বিস্তারিত দেখে নিন।

১ মিটের ভিডিও বানিয়ে জিতে নিন পুরস্কার । Youtuber দের জন্য সুখবর। বিস্তারিত দেখে নিন।

প্রথমে আমার সালাম নিবেন ( আসসালামু আলাইকুম ) আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি। বেশি কথা না বলে এখন কাজের কথাই আসি।
আজকে আপনাদের একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব যেখানে ভিডিও আপলোড করে জিতে নিতে পারেন পুরস্কার। যারা ভিডিও আপলোড করতে চান তারা ১৭ নভেম্বর ২০১৮, রাত ১২টা এর মধ্যে আপলোড করুন।
সাইটের লিংকঃ ক্লিক করুন এখানে।

কিভাবে অ্যাকাউন্ট করবেন দেখে নিনঃ

ভিডিও আপলোড করুন ক্লিক করুন ।
ক্লিক করার পর নিচের মত পেজ আসবে।
এই পেজে আপনার নাম, ইউটিউব অ্যাকাউন্ট খুলার ইমেইল, ফোন নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা, যে ভিডিও আপলোড করবেন তার নাম, Browse এ ক্লিক করে ভিডিও সিলেক্ট করুন। এখন সাবমিট ক্লিক করেন হয়ে গেল আপনার ভিডিও আপলোড করা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ভিডিও জমা দেয়ার নিয়মাবলি


যোগ্যতা:

যেকোনো বয়সী বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ভিডিওর বিষয়বস্তু বাংলাদেশের সাথে সম্পর্কিত হতে হবে। ভিডিওর ভাষা হবে বাংলা। ইংরেজি তে টাইটেল / শিরোনাম / ভিডিও ফুটেজের উপরে ইংরেজি তে টাইটেল হিশেবে কোন লেখা থাকতে পারে । কিন্তু ধারাবর্ণনায় বা অডিও তে অন্য ভাষা ব্যবহার করা হলে বাংলা সাবটাইটেল যোগ করতে হবে। একজন প্রতিযোগী চাইলে সংলাপ ছাড়াও ভিডিও জমা দিতে পারবেন। তবে সেটা প্রতিযোগিতার বিষয়বস্তুর সাথে মিল থাকতে হবে। একক, দলীয়ভাবে অথবা ক্লাব বা সংগঠনগতভাবেও ভিডিও জমা দেয়া যাবে। একজন প্রতিযোগী একাধিক ভিডিও জমা দিতে পারবেন, এক্ষেত্রে ভিডিওর বিষয়বস্তুর ভিন্ন হতে হবে।

বিষয়বস্তু:

ভিডিওর গল্পে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরতে হবে। গল্পের বিষয়বস্তু হিসেবে যেকোনো ধরনের ইতিবাচক গল্প, ঘটনা, উদ্যোগ, উদ্ভাবন, যা বাংলাদেশের মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রেখেছে, সেগুলো নিয়ে ভিডিও বানানো যাবে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে উপজীব্য করেও প্রতিযোগীরা ভিডিও বানাতে পারবেন। বাংলাদেশের যেকোনো জায়গা, যেকোনো জাতিগোষ্ঠী, জনগোষ্ঠীর জীবনযাপন, আচার-প্রথার উপর ভিত্তি করেও একজন প্রতিযোগী ভিডিও বানাতে পারবেন, তবে সেখানে অবশ্যই ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে।

স্বত্বাধিকার:

আয়োজক কর্তৃপক্ষ ১ মিনিটে তোমার ফ্রেমে ভালোবাসার বাংলাদেশ প্রতিযোগিতায় প্রাপ্ত সকল ভিডিও দেশে এবং দেশের বাইরে অলাভজনক উদ্যোগসমূহে প্রদর্শন করার অধিকার সংরক্ষণ করেন। তবে বাণিজ্যিকভাবে প্রদর্শন করলে আয়োজক কর্তৃপক্ষ ভিডিও নির্মাতার সাথে আয় (রেভিনিউ) ভাগ করে নিবেন।

আইনগত দিক:

কপিরাইট: প্রতিযোগিতায় জমা দেয়া ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আইন লংঘন করা যাবে না। ভিডিওতে যদি অন্য কারো মিউজিক বা ভিজুয়াল অথবা অন্য কোনো ধরনের কনটেন্ট ব্যবহার করা হয়, তা অবশ্যই মূল কনটেন্ট মালিকের লিখিত অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে। অন্যথায়, ভিডিও ডিসকোয়ালিফাই বলে গণ্য হবে। তাছাড়া পরবর্তিতে এ বিষয়ে আইনি সমস্যায় পড়লে যাবতীয় দায়িত্ব প্রতিযোগীর উপর বর্তাবে। ভিডিওতে ফ্রি টু ইউজ কনটেন্ট ব্যবহার করলে, ক্রেডিট লাইনে কনটেন্ট মালিকের নাম উল্লেখ্য করতে হবে।
প্রতিযোগীরা ভালোবাসার বাংলাদেশ ক্যাম্পেইনের জন্য জমা দেয়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড স্টোরি, ইনসাইট এবং অভিজ্ঞতা কর্তৃপক্ষের সাথে শেয়ার করবেন। তবে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো প্রতিযোগী প্রিন্ট, ইলেক্ট্রনিক অথবা ডিজিটাল মিডিয়াতে প্রতিযোগিতা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে পারবেন না। তাছাড়া কোনো প্রতিযোগী সোশ্যাল মিডিয়াতে প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রতিযোগিতা নিয়ে কোনো ধরনের গুজব, বিভ্রান্তি অথবা প্রতিযোগিতার গোপনীয়তা ভঙ্গ হয় এমন কাজ করতে পারবেন না।
  • একজনের সাবমিট করা ভিডিওর সাথে আরেকজনের ভিডিও পুরোপুরি মিলে গেলে, যিনি প্রথমে সাবমিট করেছেন, তার ভিডিও গ্রহণ করা হবে। অথবা কোনো প্লাটফর্মে যিনি সবার আগে ভিডিওর মালিকানা দাবি করেছেন, সেক্ষেত্রে তার সাবমিশন গ্রহণ করা হবে।
  • পুরস্কার গ্রহণের সময় বিজয়ীকে জাতীয় পরিচয়পত্র / রেজিস্ট্রেশন কপি / ট্রেড মার্ক লাইসেন্স দেখাতে হবে।
  • আয়োজক কর্তৃপক্ষ সাবমিট করা ভিডিও গ্রহণ বা বাতিল-সহ যেকোনো সময় প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
আরো জানতে ফোন করুন এই নম্বরে- ০৮০০০৮৮৮০০০ (টোল ফ্রি)

ভিডিও আপলোডের ধাপ ও নিয়মাবলি:

  • www.bhalobasharbangladesh.com ওয়েবসাইটে ১ মিনিটের ভিডিও সাবমিট করতে হবে।
  • সকল বাধ্যতামূলক ও প্রয়োজনীয় তথ্যাবলি সংশ্লিষ্ট ফাঁকা ঘরগুলোতে দিয়ে পূরণ করতে হবে, এবং প্রতিযোগিতার নিয়ম-নীতির প্রতি সম্মতি জানিয়ে ভিডিও আপলোড করতে হবে।
  • সফলভাবে ভিডিও সাবমিট হলে ইমেইল/এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
  • ভিডিও প্রকাশ করার আগে আয়োজক কর্তৃপক্ষ জমাকৃত ভিডিওগুলো প্রতিযোগিতার নিয়মাবলি অনুযায়ী নির্মিত হয়েছে কিনা তা পরীক্ষা সাপেক্ষে প্রচারের সিদ্ধান্ত নিবেন। ভিডিও প্রকাশ হলে আবার ইমেইল/এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
আরো জানতে ফোন করুন এই নম্বরে- ০৮০০০৮৮৮০০০ (টোল ফ্রি)

১ মিনিটের ভিডিওর তথ্য:

ফাইল ফরম্যাট: চূড়ান্ত ভিডিও MP4 file আউটপুট নিয়ে জমা দিতে হবে। তবে ভিডিওর জন্য যেকোনো ফরম্যাটে শুটিং করা যাবে। তবে মিনিমাম শুটিং রেজুলেশন 720p হতে হবে। প্রফেশনাল ভিডিও ক্যামেরা, ডিএসএলআর অথবা মোবাইল ফোন দিয়েও ভিডিও করা যাবে। তবে খেয়াল রাখতে হবে, সেটা যেন প্রতিযোগিতার বেসিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
আউটপুট রেজুলেশন:
সর্বনিম্ন: 720p
সর্বোচ্চ: 1080i/50
ফাইল সাইজ:
সর্বনিম্ন: 100MB
সর্বোচ্চ: 450MB
বিস্তারিত দেখতে www.bhalobasharbangladesh.com ওয়েবসাইট ভিজিট করুন। যেকোনো সাহায্যের জন্য কল করুন এই নম্বরে – ০৮০০০৮৮৮০০০ (টোল ফ্রী)
ব্যাপ্তি: ভিডিওর দৈর্ঘ্য ১ মিনিটের বেশি হওয়া যাবে না। ভিডিও শুরু এবং শেষের ক্রেডিট থাকা বাধ্যতামূলক নয়। কেউ যদি ক্রেডিট লাইন দেন, তবে ১ মিনিটের মধ্যেই হতে হবে।

ভিডিও সাবমিশনের শেষ সময়:

১৭ নভেম্বর ২০১৮, রাত ১২টা। নির্ধারিত শেষ সময়ের আগে যেকোনো সময় ভিডিও জমা দেয়া যাবে।

ভিডিও বাছাই ও পুরস্কার:

ভালোবাসার বাংলাদেশ ক্যাম্পেইন ২০ দিন ধরে চলবে।
প্রতিদিন সকালে আগের দিনের জমা দেয়া ১ মিনিটের ভিডিওগুলো একটি এডিটরিয়াল প্যানেলের অনুমোদন সাপেক্ষে সবাইকে দেখানোর জন্য এই ক্যাম্পেইনের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে পাবলিশ করা হবে।
আয়োজক কর্তৃপক্ষ প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রাখার উদ্দেশ্যে ভিডিওর শিরোনাম (টাইটেল) পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন। এক্ষেত্রে ভিডিও নির্মাতার কোনো ধরনের আপত্তি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
পুরস্কারের প্রথম ধাপ: আপলোডকৃত ভিডিওর মধ্য থেকে বিচারকদের মতামতের ভিত্তিতে প্রতিদিনের সেরা ৩ ভিডিও নির্বাচন করা হবে । প্রতিদিনের সেরা ৩ ভিডিওর ফলাফল প্রতিদিন রাত ১০.৫৪ মিনিটে একযোগে CHANNEL 24, Ekattor, Maasranga এবং Somoy টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে। প্রতিযোগিতার বিচারকগণ এই সেরা ৩টি ভিডিও থেকে প্রতিদিন ১ম, ২য় এবং ৩য় স্থান বিজয়ী ভিডিও নির্ধারণ করবেন। প্রতিদিনের ১ম স্থান বিজয়ী ভিডিও নির্মাতা পুরস্কার হিসেবে ১টি iPhone 10x পাবেন। এর বাইরে ১ম, ২য় এবং ৩য় স্থান বিজয়ী ভিডিও নির্মাতা বিশেষ ডিরেক্টরস জ্যাকেট পুরস্কার হিসেবে পাবেন।
পুরস্কারের দ্বিতীয় ধাপ: ২০ দিনের সেরা ৬০ ভিডিও থেকে বিচারকবৃন্দ সেরা ১০ ভিডিও নির্বাচন করবেন। সেরা ১০ ভিডিওর নির্মাতা প্রত্যেকে ১ টি করে ল্যাপটপ (ভিডিও এডিটিং সফটওয়্যার-সহ) পুরস্কার হিসেবে পাবেন । সেরা ১০ ভিডিও বিস্তারিত, পরিশীলিত ও শৈল্পিকভাবে উপস্থাপনের জন্য, বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধায়নে , মূল নির্মাতাকে সাথে নিয়ে পুনরায় নির্মাণ করা হবে। অর্থাৎ সেরা ১০ এর নির্মাতারা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।
পুরস্কারের তৃতীয় ধাপ: ভালোবাসার বাংলাদেশ কাম্পেইনের দ্বিতীয় ধাপে পুনরায় নির্মিত ভিডিওগুলো সাধারণের জন্য এই ক্যাম্পেইনের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে পাবলিশ করা হবে। এই ভিডিওগুলো নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এবং বিচারকদের মতামতের ভিত্তিতে সেরা ৩ ভিডিও / বিষয় নির্বাচিত হবে । সেরা ৩ বিষয়ের উপরে নির্মিত ভিডিওগুলোর প্রথম নির্মাতারা প্রতিজন পাবেন ১০ লক্ষ টাকা।
ভালোবাসার বাংলাদেশ ক্যাম্পেইনের জুরি বোর্ডের সদস্যরা হলেন খ্যাতিমান সিনেমা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, ক্যাথরিন মাসুদ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রতিযোগিতায় জুরিদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো প্রতিযোগী বিচারকদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন না।
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধায়নে ভালোবাসার বাংলাদেশ ক্যাম্পেইনের সেরা ৩ বিজয়ী ভিডিও অবলম্বনে ৩টি ফিল্ম নির্মিত হবে । বাংলাদেশের বিজয়ের ৪৭ বছর উদযাপন উপলক্ষ্যে এই ফিল্মগুলো প্রচারিত হবে।

উদ্দেশ্য:

বিজয়ের ৪৭ বছর উদযাপন উপলক্ষ্যে সারাদেশের আপামর মানুষের চোখে বাংলাদেশ কেমন, তা দেখার আয়োজন ভালোবাসার বাংলাদেশ। প্রতিযোগিতামূলক এই আয়োজনের মাধ্যমে প্রতিযোগীরা ১ মিনিটে তুলে ধরবেন তার দেখা বাংলাদেশকে। আমাদের বিশ্বাস, এর মধ্যে দিয়ে আমরা আমাদের মাতৃভুমির রূপ-প্রকৃতি, মানুষ-সংস্কৃতি, সাহসী অতীত, বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার গল্পগুলো জানতে পারবো।

আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।
যেকোন প্রয়জনে যোগাযোগ করুন।

ফেচবুকঃ ক্লিক করুন।
জিবনপাতাঃ ক্লিক করুন।

ভুল হলে ক্ষমা করে দিবেন।

Labels:

নিয়নবাতি [পর্ব-৩৫] :: Blogger দিয়েই বড়লোক হউন

নিয়নবাতি [পর্ব-৩৫] :: Blogger দিয়েই বড়লোক হউন

“বড়লোকেরা নিজেরা কাজ করেনা; তারা গরীবদের দিয়ে কাজ করিয়ে টাকা কামাই করে” কথাটা আসলেই শতভাগ সত্য কেননা ধূলার নিজেকে ধৌত করে পবিত্র করা গেলেও ধন-দৌলত অর্জন করা যায় না।
কে বড়লোক???
সবার আগে যেই প্রশ্নটা আসে সেটা হলো “বড়লোক” কাকে বলে? এই যেমন আমার কাছে বর্তমানে মাত্র ১০০ টাকা আছে তাই আমি আপনার চেয়ে গরীব আবার রাস্তার ভিক্ষুকের তুলনায় ধনী, সুতরাং বড়লোক শব্দটা আসলে কমপারেটিভ যেটাকে টাকার সংখ্যাতে মূল্যায়ন করা হলেও বিচার করা সম্ভব নয়! তাই স্বাচ্ছন্দ্যদায়ী চলাফেরা করা এবং সৌজন্যমূলক বিলাসিতা’তে সামর্থবান হওয়াকেই আমরা বড়লোক/ধনী বিচার করি কেমন??!!
Blogger দিয়ে বড়লোক হউন:
অদ্যাবধি এমন কোন জাদুকরী তাবিজ পাওয়া সম্ভব হয়নি যা আপনাকে জাদুর দৈত্যের মতোন নিমিষে বড়লোক করে দিতে পারে; নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে আপনাকে বাধ্যতামূলক নিষ্ঠাবান-মেধাবী-সৎ এবং যোগ্যতাসম্পন্ন হতেই হবে। এখন ব্লগার হলো এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি মনের আনন্দে বিনামূল্যে ব্লগিং করতে পারেন; এমনকি এডসেন্স নামক জাদুতে সেখান হতে ইনকামও করতে পারেন। তবে বাস্তবিক সত্যতা হলো ভিজিটর-ইম্প্রেশন-ক্লিক কাউন্টে কোটিপতি হওয়া আর আকাশ কাব্য সমান কথা তাই ব্লগিং জিনিটা শখের খাতায় রাখায় শ্রেয়তর!!!
তবে আজ আমরা ব্লগার দিয়ে এমনি একটা প্লাটফর্ম তৈরী করবো যেখান হতে আমরা অনায়েসেই ইনকাম করতে পারবো এমনকি অন্যরাও আপনার ব্লগসাইট হতে ইনকাম করতে পারবে…মোদ্দাকথা You will be BOSS of your own Business!
আমাদের সবার ভেতরেই আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং করার আগ্রহ আছে [যেগ্যতা থাকুক কিংবা না থাকুক] তাই এই আগ্রহ’টাকে পুজি করে আমরা যদি বিজন্যেস শুরু করতে পারি এবং সেই বিজন্যেসটাকে জনপরিচিত করাতে পারি তাহলে নিঃসন্দেহে এটা জনপ্রিয় হবে; এটা বুলেট প্রুফ ট্রুথ!
আমরা ব্লগার দিয়ে Freelancer এর মতোন একটা মাইক্রো ওয়ার্কিং প্লাটফর্ম তৈরী করবো যেখানে যে কেউ চাইলে কাজ করাতে পারেন কিংবা কাজ করতেও পারেন তাতে ওয়ার্কারেরা যেমন স্বাধীনভাবে কাজ করে উপার্জন করতে পারবে তেমনি সাধারণ পাবলিশার’রাও অল্প আয়াসে অধিক মানসম্মত কাজ পেতে পারেন।
এটা তো ওয়ার্কার-পাবলিশার’দের সুবিধা কিন্তু আপনার ইনকাম হবে কিভাবে….ওয়েট একটু তো ধৈর্য্য রাখুন!
সবার আগে আপনি JobRjoy ব্লগসাইট’টি ঘুরে আসতে পারেন যেখানে শুধুমাত্র ব্লগসাইট দিয়েই তৈরী এমন মাইক্রো ওয়ার্কিং প্লাটফর্ম ডেমোস্বরূপ তৈরী করা হয়েছে; আর যদি এমবি ফুরিয়ে যাবার চিন্তা করেন তবে নিচের স্ক্রিনশট’গুলো ফলো করুন…..

এখানে আপনি ওয়ার্ক অর্ডার( প্রজেক্ট),জব সার্চ, পেমেন্ট, জব রিকুয়েস্ট, নোটিফিকেশন, জব আর্কাইভ,ট্রান্সেলেশন, এডভারটাইজমেন্ট, লাইক-আনলাইক(ওয়েবসাইট রেটিংস) ইত্যাদি ফ্যাসিলিটি পাবেন।
মূলত একজন পাবলিশার (JobHirer) তার প্রজেক্ট Job Request হিসেবে আপনার সাইটে আবেদন করবে যা আপনি আপনার ব্লগসাইটের ইমেইলে পাবেন; সেখান হতে তার প্রজেক্ট ভ্যালুর সর্বনিম্ন-সর্বোচ্চ বাজেট হয়ে একটি নির্দিষ্ট শতাংশ পরিমান অর্থ সার্ভিস চার্জ হিসেবে প্রদান করতে বাধ্য হবেন,এটা পেইড-প্রজেক্ট হিসেবে আপনার সাইটে পাবলিশ করবেন আর এই চার্জটিই হলো আপনার ইনকাম।
বিষয়টা আরো সহজ করে বলি,
“মনে করুন আমি একটা ওয়েবসাইট বানাতে আপনার সাইটে Job Request দিলাম। এখন বাজেট ১০০ টাকা হিসেবে আপনার সাইটের শর্তমতে ১০% সার্ভিস চার্জ হলে আমি আপনাকে ১০ টাকা দিবো যার বিপরীতে আপনি আপনার সাইটে আমার প্রজেক্ট’টি পাবলিশ করবেন, আপনার কাজ এখানেই শেষ…..এবার ফ্রিল্যান্সার বা JobJoyer রা ঐ পোস্টে বিডিং করে উইন হলে উক্ত পাবলিশারের দায়িত্বে কাজ সম্পন্ন করবেন। যদি আপনি চান যে সকল প্রজেক্ট পাবলিশার (JobHirer) এবং ফ্রিল্যান্সার (JobJoyer) এর মাঝের কাজ এবং লেনদেন মনিটাইজ করবেন তবে সেটিও করতে পারেন; যদিও এটি একটু ঝামেলাপূর্ণ তবে সার্ভিসের মান অক্ষুণ্ণ রাখা এবং নিরাপদ ট্রানজেকশনে এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।”
হয়তো আপনি ভাবছেন যে ফ্রিল্যান্সারে তো বিনামূল্যেই প্রজেক্ট পাবলিশ করা যায় তবে আপনাকে সার্ভিস চার্জ দিবে কোন বোকা?? ওয়েট….একটু দাঁড়ান, আপনি টেকটিউনসের টেকল্যান্সার সম্পর্কে জানেন? তারা ফিক্স ১০০০ টাকার বিপরীতে প্রজেক্ট পাবলিশ করেন তাহলে আপনার স্বল্প সার্ভিস চার্জ দিতে পাবলিশারেরা কৃপণতা করবে না এতোটুকু নিশ্চিত থাকুন। এছাড়াও “ফ্রি তে ফায়দা লোটার মতোন স্পামিং মানসিকতার মানুষগুলোর এক্টিভিটি রুখতে এটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে”।
এছাড়াও ক্রেডিট কার্ড/পেপালের মতোন ইন্টারন্যাশনাল ট্রানজেকশন সিস্টেমের বাইরে দেশীয় মাইক্রো ওয়ার্কিং প্লাটফর্ম যেমন বৈচিত্র্য আনতে পারে তেমনি পিচ্চি পিচ্চি ফ্রিল্যান্সারদের জন্যও এটা অভূতপূর্ব আকর্ষন এবং স্বাবলম্বী হওয়ার উপায় হতে পারে।
অন্যদিকে আপনার ব্লগসাইটে গুগল এডসেন্স অথবা এডসেন্স ব্যাতীত চিপ এড নেটওয়ার্ক হতে এডভারটাজিং করেও ভিজিটর হতে আর্নিং করতে পারবেন। এখানে আপনার পাবলিশার এবং ফ্রিল্যান্সেরেরাই স্বয়ং ভিজিটর হয়ে আপনাকে টাকার সন্ধান দিবে…কুল আইডিয়া তাইনা?
আবার দেশীয় এডভারটাজিং কোম্পানি হতেও ভালো পরিমানে আর্ন করতে পারবেন কেননা বাংলাদেশে বিজ্ঞাপন খাদকের অভাব থাকলেও বিজ্ঞাপন দাতার অভাব নেই এটিই চিরায়ত সত্য!
কিভাবে তৈরী করবেব এমন একটা ওয়েবসাইট?
এতো লম্বা লেখা কিন্তু আমি আমার তৈরী ব্লগসাইট JobRjoy কে প্রমোট করার জন্য লিখিনি, বস্তুত এখানে আপনি কোন কাজও পাবেন না বরং এটি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ডেমো হিসেবে তৈরী করেছি মাত্র। আপনি চাইলে নিজেও এমন একটি মাইক্রো ওয়ার্কিং প্লাটফর্ম তৈরী করতে পারেন সেটার জন্য microjob.xml ফাইলটি ডাউনলোড করুন; এবার আপনার ব্লগার সাইটে সাইনইন করে Theme> Backup/Reset > upload microjob.xml> ব্যাস আপনার সাইট রেডী! এটি আমার মোডিফাইড করা টেম্পলেট চাইলে আপনি নিজের সাইটের জন্যও কাস্টমাইজ করে নিতে পারেন…এজ ইউর ইউশ।
আর হ্যা, থিমের মোবাইল সেটিংস আইকন ক্লিক করে থিমটি ডেস্কটপ মোডে রাখবেন তাহলে অরিজিনাল ভিউ’টা পাবেন।
আপনি হয়তো ভাবতে পারেন যে এটার চেয়ে ওয়ার্ডপ্রেসে তৈরী করাটাই তো সহজ কিন্তু ওয়ার্ডপ্রেস আর ব্লগারের মাঝে আকাশ পাতাল তফাত; আপনি ওয়ার্ডপ্রেসে FreelanceEngine কিংবা HireBee এর মতোন পেইড থিম-প্লাগিন হতে এমন ওয়েবসাইট তৈরী করতে পারলেও ফ্রি-প্লান ওয়ার্ডপ্রেসে এমনটা সম্ভব নয় আবার ফ্রি হোস্টিং সাসপেনশনের কথা মনে করলে আপনার সকল পরিশ্রমই বৃথা সুতরাং নতুন কিছু শুরু করার দিক থেকে ইউনিক থাকায় থাকায় ইন্টালিজিয়েন্স!
শেষকথা:
আসলে শেষ বলে কিচ্ছু নেই,আপনি আজ- এখনি- এখান হতে শুরু করুন দেখবেন কাল নিশ্চিত আপনি সফল হতে পারবেন; সফলতা কমপারেটিভ কিছু নয়, আপনি চাইলেই সফলতা সম্ভব!
ফেসবুকে আমি→নিশান আহম্মেদ নিয়ন
আল্লাহ হাফেজ

Labels:

♦ ৫০ টাকা ফ্রী রিচার্জ নিন সবাই।😱😱

♦ ৫০ টাকা ফ্রী রিচার্জ নিন সবাই।😱😱

আস্সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন? =====♦♦♦===== অফার টি রয়েছে কি না সবাই জানতে ছেয়েছেন এবং পোষ্ঠ করতে রিকুয়েস্ট করেছেন। অফার ৩০ নভেম্ববর পর্যন্ত চলবে।। চলুন শুরু করি ipay তে account খুলে এবং অন্যকে খুলে দিয়ে আয়,নিজে খুললেই ৫০ টাকা অন্যকে খুলে দিলে আরও ৫০ টাকা,যতখুশি ততবার। এটা বাংলাদেশে নতুন তাই তাদের গ্রাহক বাড়ানোর জন্য এই অফার। iPay Bangladesh মুলত পেপাল,Paytm এর মত একটি app। এই app টি দিয়ে অনলাইনে কেনাকাটা,মোবাইল রির্চাজ, বিল পরিশোধ এবং atm/ bank account এ টাকা পাঠানো যায়। অ্যাকাউন্ট খুলার পর অন্যকে ipay খুলতে মেসেজ দিন,post করুন ইত্যাদি উপায়ে invite করুন। অ্যাকাউন্ট খুলতে নিচের লেখা ধাপ গুলো অনুসরণ করুন(টাকা পাবেন গ্যারেন্টেট এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক পরিচালিত হয়)। Pay Bangladesh অ্যাপসটি ডাউনলোড করে Promo কোডের জায়গায় 8VRYD0 লিখে অ্যাকাউন্ট খুললেই 50 টাকা বোনাস অতপর প্রতি রেফারে পাবেন ৫০ টাকা!!! আপনাকে যা যা করতে হবেঃ- ✅ধাপ-১. প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন; Size (13MB) Play Store এর যানঅতপর install করুন ✅ধাপ-২. অ্যাপটি ইনস্টল হয়ে গেলে open করে sign up লিখায় ক্লিক করুন। ✅ধাপ-৩. তারপরের পেজে personal account লিখায় ক্লিক করুন। ✅ধাপ-৪. তারপরের পেজে i. Full Name এর জায়গায় NID কার্ডে যে নাম দেয়া আছে সেই নামটা হুবহু দিবেন, ii. Mobile Number এর জায়গায় একটা মোবাইল নাম্বার দিবেন(পারলে যে NID ব্যবহার করবেন ওই NID দিয়ে রেজিস্ট্রেশনকৃত কোন নাম্বার বা যে নাম্বার দিয়ে FB অ্যাকাউন্ট খুলা আছে আপনার নামে সেটা দিবেন এতে তারাতারি ভেরিফাই হবে কারন ওরা অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় এ সকল তথ্য যাচাই করে), iii. Password এর জায়গায় একটা পাসওয়ার্ড দিবেন যেমনঃ- Saifur2266 iv. Confirm Password এর জায়গায় মাত্র দেয়া পাসওয়ার্ডটা হুবহু আবার দিবেন, v. Date of Birth এর জায়গায় NID Card এ যে জন্ম তারিখ আছে সেটা দেবেন, vi. Promo / Invitation code এর জায়গায় 8VRYD0লিখুন (আপনি অবশ্যই 8VRYD0 কোডটি হুবহু যেভাবে আছে সেভাবে দিবেন কেননা Promo/Invitation কোড ব্যাতিত আপনি কোন টাকা পাবেন না অথবা শুধুমাত্র ১০ টাকা পাবেন এবং iPay-Bangladesh এর Promo Code হচ্ছেঃ 8VRYD0)বাংলায় →এইট,ভি,আর,ওয়াই,ডি,জিরোএখন continue লিখায় ক্লিক করুন। (এবার যদি পিন কোড চাই তাইলে আপনার দেওয়া মোবাইল নাম্বারে আসা 6 ডিজিটের authentication code টি দিন) ✅ধাপ-৫. পরের পেজে Select Photo তে ক্লিক করুন এখন আসা pop up window এর select from gallery তে ক্লিক করে Gallery তে গিয়ে যার NID দিবেন তার একটি স্পষ্ট ছবি তে ক্লিক করুন(ছবি না থাকলে একটি তুলে নিন, একটি স্মার্ট এবং স্পট চেহারার ছবি দেওয়ার চেস্টা করবেন এতে তারাতারি ভেরিফাই হবে,ছবি থেকে ছবি তুলে দিলে হবে না।)এখন confirm photo তে ক্লিক করুন। ✅ধাপ-৬. অতঃপর আসা পেজে National ID লেখায় ক্লিক করুন। ✅ধাপ-৭. এখন আসা পেজে আবার i. National ID লেখায় ক্লিক করে NID কার্ডের নাম্বারটা দিন, ii . upload first/front page এর পাশে choose file এ ক্লিক করে আগের ছবি দেয়া মত Gallery থেকে NID card এর সামনের ছবি select করুন, iii. এখন আবার নিচে আসা upload second/back page এর পাশে choose file এ ক্লিক করে NID card এর পিছনের ছবি select করুন। iv. এখন upload document এ ক্লিক করুন। ✅ধাপ-৮. অতপর আসা পেজে ADD BASIC INFO তে ক্লিক করুন। ✅ধাপ-৯. এখন আসা পেজে আপনার ঠিকানা(NID কার্ডের পিছনে যে ঠিকানা লিখা আছে),পেশা লিখে DONE এ ক্লিক করুন। ✅ধাপ-১০. পরের পেজে skip লিখায় ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার iPay account। এখন অপেক্ষা করুন আপনার account টি verify হওয়া সাথে সাথে পেয়ে যাবেন 50 টাকা বোনাস। 😱(verify হতে কয়েক কর্ম দিবস সময় লাগতে পারে) মজার ব্যাপার হল আপনার account টি খুলার সাথে সাথে আপনি একটি রেফার কোড পাবেন।যে কোড দ্বারা অন্য কেউ অর্থাৎ আপনার কোন বন্ধু-বান্ধব রেজিস্টেশন করলে ওর আইডিটি verified হওয়া পর ও নিজেও ৫০ টাকা পাবে এবং আপনিও আরও ৫০ টাকা পাবেন এভাবে যত ইচ্ছা ততবার নিতে পারবেন। 😱 (দ্রুত verify হতে আপনি অ্যাপের ভিতরে ঢুকে Email,পিতা-মাতার নাম,অন্যান্য তথ্য Add করতে পারেন আর অবশ্যই সকল তথ্য সঠিক দিবেনএবং যে Email টি দিবেন সেটি অবশ্যই যার NID তার নামের সাথে মিলিয়ে দিবেন)বিশ্বাস না হলে ipay এর কল সেন্টার 16542 কল করুন। কোন সমস্যা হলে Live chat জানাতে পারেন ।

ধন্যবাদ সবাইকে। 🌹🌹🌹


Find on Me Facebook *** fb page

Labels: , , , , , ,