Wednesday, October 21, 2020

Home » Education Guideline » জেনে নিন Torrent Seed কী, Leech কী, Peer কী,Ratio কী।

 আজ আমি আপনাদের সাথে আলোচনা করব Torrent Seed, Leech,Peer,এবং Ratio সম্পর্কে। যারা প্রাইভেট টরেন্ট ব্যবহার করেন তাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে আপনার একাউন্ট টি ব্লক হয়ে যেতে পারে।

প্রথমেই আসি সীড সম্পর্কে।

seed কীঃ

 Seed শব্দটির অর্থ হলো বীজ। ধরুন আমার কাছে একটি ফাইল আছে।এখন আমি চাচ্ছি আমার ফাইলটি আমার বন্ধু A কে দিতে। এখন আমি আমার ফাইলটি টরেন্ট এর মাধ্যমে আমার বন্ধু A কে দিলান। আমার বন্ধু ডাউনলোড শুরু করল তাহলে আমি এখানে seed করছি। তার মানে আমি seeder। সহজ ভাবে বলতে গেলে যে ফাইল আপলোড করবে সেই seeder।

Leech কীঃ

 leech শব্দটির অর্থ হলো রক্তচোষা। ধরুন আমার ফাইলটি আমি আমার আরেক বন্ধু B কেউ দেব। B যখন টরেন্ট থেকে ফাইলটা ডাউনলোড করবে তখন সে আমার ও A এর কাছ থেকে ফাইলটা পাবে। দুজনের কাছ থেকে পাওয়ার কাারনে B এর ডাউনলোড স্পিড ও বেড়ে যাবে। তাহলে আমার বন্ধু A ডাউনলোড করার পাশাপাশি আপলোড ও করতেছে। এখন আমার বন্ধু A চিন্তা করল আমি শুধু ডাউনলোড ই করব আপলোড করব না।

সে আপলোড অফশন বন্ধ করে দিল। যার ফলে আমার বন্ধু B শুধু আমার কাছ থেকেই ফাইলটা ডাউনলোড করতে পারছে A এর কাছ থেকে পারছে না৷ এতে B এর ডাউনলোড স্পিড কমে যাবে। তাহলে এখানে A Leech করছে।এককথায় বলতে গেলে যে শুধু ডাউনলোড করবে আপলোড করবে না সেই Leecher.

Peer কীঃ

 Peer শব্দের অর্থ সমকক্ষ ব্যক্তি। এটা খুব সহজ বিষয় কেউ যদি ডাউনলোড ও আপলোড একইসাথে করে তাহলে সে peer.

Ratio কীঃ

 ratio শব্দের অর্থ অনুপাত। প্রাইভেট টরেন্ট এর জন্য Ratio খুবই গুরুত্বপূর্ণ। Ratio নিয়ন্ত্রণে না রাখতে পারলে প্রাইভেট টরেন্ট এর একাউন্ট ব্যান হয়ে যেতে পারে

ধরুন আপনি 1 gb এর একটি ফাইল প্রাইভেট টরেন্ট থেকে ডাউনলোড দিলেন এবং 1 gb ই আপলোড দিলেন। তাহলে আপনার Ratio হবে 1÷1=1 বা
1000 mb ÷ 1000 mb= 1
আবার আপনি 1 gb এর ফাইল ডাউনলোড দিলেন এবং 500 mb আপলোড দিলেন।
তাহলে আপনার Ratio হবে 0.5÷1=0.5 বা
500mb÷1000mb =0.5

আমার জানামতে সকল প্রাইভেট টরেন্ট এ আপনাকে মিনিমাম ratio 0.25 রাখতে হবে।আপনি যেই ফাইল ই ডাউনলোড করেন না কে তার ২৫% আপনাকে আপলোড করতেই হবে যেমন ধরুন আপনি ৮০০ এমবির একটা ফাইল ডাউনলোড করবেন তাহলে আপনাকে অপলোড করতে হবে ৮০০mb÷১০০%= ৮×২৫ ℅ = ২০০mb । তাহলে আপনাকে আপলোড করতে হনে ২০০ mb। এখানে leech করার কোন সুযোগ নেই। আপলোড আপনাকে করতেই হবে।

আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন।না বুঝতে পারলে কমেন্টে বলবেন বুঝানো চেষ্টা করব ইনশাআল্লাহ

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home