Saturday, May 15, 2021

বিকাশ এপ থেকে নিজের বিকাশ নাম্বারে ঈদ সালামি দিয়ে ফ্রি ক্যাশব্যাক লুফে নিন

 বিকাশ অ্যাপ থেকে সর্বনিম্ন 100 টাকা ঈদ সালামি দিলেই পাচ্ছেন সর্বনিম্ন ৫  টাকা এবং সর্বোচ্চ  ২০ টাকা ক্যাশব্যাক ।

প্রথমে অ্যাপ থেকে সেন্ড মানি অপশনে গিয়ে টাকার পরিমাণ দিয়ে নিচে ঈদ সালামি তে ক্লিক করবেন। তারপরের পেজে ‘রেফারেন্স’ ও ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিবেন আবার ইচ্ছে করলে নাও দিতে পারেন। পিন নাম্বার দিয়ে সেন্ড করুন এবং সাথে সাথেই পাঁচ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ।
  • একই নাম্বারে চারবারই সালামি পাঠাতে পারবেন 
  • সর্বোচ্চ চারবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
  • বিকাশ এপ থেকেই করতে হবে বাটন মোবাইল থেকে করলে পাবেন না 
  • অফারটি চলবে ১৫ মে,২০২১ পর্যন্ত
image

এখন প্রশ্ন হলো সেন্ড মানিতে টাকা কাটবে কিনা?

করোনায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে ৪০ হাজার টাকা চার্জবিহীন সেন্ড মানি সেবা চালু করেছে বিকাশ

বিকাশ প্রিয় নম্বরে সেন্ড মানি

প্রতি ক্যালেন্ডার মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত প্রিয় নম্বরগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না। প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রিয় নম্বরে প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। প্রিয় নম্বরে মাসিক লেনদেন ৫০ হাজার টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

বিকাশ অ্যাপ ও ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

 

প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে সেন্ড মানি

প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে ০.০১ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানির ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে ১৫,০০০.০১ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানির ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা প্রযোজ্য হবে।

প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে ২৫ হাজার টাকার বেশি সেন্ড মানির ক্ষেত্রে প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। বিকাশ অ্যাপ ও ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নম্বরে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

এবিষয়ে পুরো আর্টিকেল পড়তে [এখানে] ক্লিক করুন

তো বুঝতেই পারছেন প্রিয় নাম্বারে প্রতিমাসে ২৫ হাজার টাকা আপনি ফ্রিতে পাঠাতে পারবেন কিন্তু প্রিয় নাম্বার ছাড়া অন্য নাম্বারে ১৫ হাজার টাকা ফ্রি পাঠানো যাবে ।
যদিও আমি ১৫ হাজার টাকা এখনো পাঠাই নাই 😪
তারপরও আমি যে নাম্বারে সালামি পাঠাবো ঐটাকে প্রিয় নাম্বারে এড করে নিয়েছি । আপনিও এড করে নিতে পারেন ।
image

এখন কথা হল কাউকে সালামি না দিয়ে কিভাবে আয় করবেন বা ক্যাশব্যাক এর টাকা নিবেন? 😁

একদম সিম্পল – আপনার নিজের নাম্বার থেকে ফ্যামিলির অন্য কারো নাম্বারে প্রথমে ১০০, তারপরে ১০১,১০২,১০৩ এভাবে  চারবার  ঈদ সালামি পাঠান । অর্থাৎ,  একই এমাউন্ট বার বার দিবেন না আর অবশ্যই এমাউন্ট ১০০+ হতে হবে ।
তাহলে 20 টাকা ক্যাশব্যাক পেয়ে গেলেন এবং পরবর্তীতে টাকা আবার আপনার মোবাইলে সেন্ড মানি করে নিয়ে নিতে পারেন অথবা ওই নাম্বার থেকে পুনরায় আপনার নাম্বারে ঈদ সালামি দিয়ে আরও 20 টাকা আয় করুন।
শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমে এই সুবিধাটি পাবেন।
image

এই করোনাকালীন সময়ে হাতে হাতে ঈদ সালামি হিসেবে টাকা না দিয়ে বিকাশের মাধ্যমে ঈদ সালামি দিন। নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন  💕

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home