আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা প্রতিটা বিকাশ একাউন্ট থেকে ২০ টাকা ফ্রিতে নিবেন। আপনার যতগুলো বিকাশ একাউন্ট আছে প্রতিটা থেকে ২০ টাকা করে নিতে পারবেন।
মূলত আজকে যে বিকাশের অফারটি রয়েছে এটা হলো সেন্ড মানি অফার। কোনো বিকাশ নাম্বারে ঈদ সালামি অথবা ঈদ মোবারক থিম সিলেক্ট করে যদি ১০০ টা বা তার বেশি পরিমাণ সেন্ড মানি করেন তবে প্রতিবার সেন্ড মানিতে ৫ টাকা ক্যাশব্যাক পাবেন। এভাবে প্রতিটা বিকাশ একাউন্ট থেকে ৪ বার সেন্ড মানিতে মোট ২০ টাকা নিতে পারবেন।
অফারটি চলবে ১০ই মে -১৫ই মে পর্যন্ত।
অফারটি সম্পর্ক জানার জন্য প্রথমে তাদের সাথে আমি লাইভ চ্যাট করে কনফর্ম হয় অফারটি সকলে পাবেন।
তো দেখুন কিভাবে অফারটি নিবেন।
প্রথমে বিকাশ অ্যাপে আসুন এবং সেন্ড মানিতে ক্লিক করুন।
এবার যে নাম্বারে সেন্ড মানি করবেন সেটা দিন।
Amount ১০০ টাকা দিয়ে উদ্দেশ্য ঈদ সালামি অথবা ঈদ মোবারক সিলেক্ট করুন। ১০০ টাকার কম দিলে কিন্তু ক্যাশব্যাক পাবেননা।
বিকাশ পিন দিন।
ট্যাপ করে ধরে রাখুন।
Labels: Online Earning
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home