Tuesday, July 7, 2020

ফেসবুক প্রোফাইলের স্কিনসট দিয়ে টি-শার্ট ডিজাইন

ফেসবুক প্রোফাইলের স্কিনসট দিয়ে টি-শার্ট ডিজাইন

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে ফেসবুক প্রোফাইলের স্কিনসট দিয়ে টি-শার্ট ডিজাইনের পোস্ট অনেকই দেখে থাকবেন।

তো আপনার ফেসবুক প্রোফাইলের স্কিনসট দিয়ে এরকম একটি টি-শার্ট কিভাবে ডিজাইন করবেন চলুন শিখে নেওয়া যাক..
১।সর্বপ্রথম Google থেকে সাদা একটি টি-শার্ট ডাউনলোড করে নিন। google গিয়ে black white t-shirt with hanger লিখলে অসংখ্য T-shirt পেয়ে যাবেন পছন্দ মত একটি ডাউনলোড করে নিন..
চাইলে আমার ব্যবহার করা টি-শার্টি ডাউনলোড করতে পারেন
২। Play store থেকে Picsart অ্যাপটি ডাউনলোড করে নিন
৩। picsart অ্যাপটি অপেন করে আপনার Google থেকে ডাউনলোড করা সাদা টি-শার্টের পিকটা সিলেক্ট করুন
৪। Add photo তে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলের স্কিনসট টি-শার্টির উপরে নিয়ে এসে ভালো ভাবে বসিয়ে দিন
৫। তারপর নিচের অপশন থেকে blend সিলেক্ট করে multiply সিলেক্ট করুন
৬। ব্যাস কাজ শেষ এখন ইডিট করা পিকটা আপনার Gellary তে save করে নেন।

পোস্টি ইউটিউব ভিডিও দেখতে পারেন

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home