Tuesday, July 7, 2020

[Hot] যে নাম্বারে বিকাশ একাউন্ট নেই সে নাম্বারে সেন্ড মানি করে ১৫ টাকা বোনাস নিন (শর্ত প্রযোজ্য)!!

[Hot] যে নাম্বারে বিকাশ একাউন্ট নেই সে নাম্বারে সেন্ড মানি করে ১৫ টাকা বোনাস নিন (শর্ত প্রযোজ্য)!!


এখন থেকে বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারেও সেন্ড মানি করতে পারবেন নিশ্চিন্তে। প্রাপক ৭২ ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ থেকে বা ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে একাউন্ট খুলে লগ ইন করলেই পেয়ে যাবেন ২৫ টাকা বোনাস! আর যে সেন্ড মানি করছে সে পাবে ১৫ টাকা বোনাস।
অফার এর সময়সীমা: ১ জুলাই, ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত
অফারের বিস্তারিত:
★ বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা পাঠানো যাবে কোনো চার্জ ছাড়াই;
★ যে নাম্বারে সেন্ড মানি করা হবে সেই নাম্বার থেকে ৭২ ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ থেকে অথবা ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে সফলভাবে বিকাশ একাউন্ট খোলা হলেই, সেন্ডার পেয়ে যাবেন ১৫ টাকা বোনাস;
★ যে নাম্বারে সেন্ড মানি করা হবে সেই নাম্বার থেকে ৭২ ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ থেকে অথবা ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে সফলভাবে বিকাশ একাউন্ট না খুলে তা হলে সেন্ডার তার টাকা ব্যাক পেয়ে যাবে।
★ বিকাশ অ্যাপ থেকে অথবা *247# ডায়াল করে সেন্ড মানি করলে অফারটি পাওয়া যাবে।
★ বিকাশ নেই এমন নাম্বারগুলোতে যতবার প্রয়োজন ততবারই সেন্ড মানি করা যাবে; তবে সেন্ডার প্রতিমাসে সর্বোচ্চ ৫১০ টাকা ক্যাশব্যাক পাবেন।
★ সেন্ডার প্রতিদিনের ক্যাশব্যাকের পরিমাণ একসাথে পাবেন। উদাহারণ: যদি একদিনে ৫ বার সফলভাবে বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে সেন্ড মানি করেন, তাহলে ঐ দিনের পর থেকে ৭২ ঘণ্টার মধ্যে সেন্ডার একসাথে ৭৫ টাকা (১৫টাকা x ৫) বোনাস পাবেন;
আমাদের একটা রুমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই Add হবেন

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home