Wednesday, September 25, 2019

ফ্রি ওয়াইফাই ব্যবহার করেন ? আপনি কি জানেন , ফ্রি ওয়াইফাই চুরি করে নিচ্ছে আপনার ব্যক্তিগত ডাটা । ওয়াইফাই ব্যবহারের সময় নিরাপদ থাকার উপায় জেনে নিন , কাজে দিবে ।

ফ্রি ওয়াইফাই ব্যবহার করেন ? আপনি কি জানেন 

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন ।। ##চমৎকার একটি পোস্ট আবার লিখতে বসলাম । বেশী কথা বলব না কারণ পোস্ট টা এমনিতেই অনেক বড় হয়ে যাবে তাই কথা বাড়ালাম না । * * ##ডেটার যে দাম, তাতে একটুখানি কচ্ছপগতির ফ্রি ওয়াইফাইও অনেকের জন্য অমৃত সমতুল্য। ##কিন্তু এই অমৃতের মধ্যেও যে গরল থাকতে পারে, তা আজকাল পথেঘাটে, রেস্টুরেন্টে এবং বিভিন্ন পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই পাওয়া যায়। দুর্মূল্যের এই যুগে মোবাইল কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, ফ্রি ওয়াইফাই আপনার গোপন তথ্য চুরি করে নিতে পারে, এমনকি অনলাইন একাউন্ট হ্যাকও করতে পারে। কিন্তু তাই বলে কি আমরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করবনা? অবশ্যই করব, নিচের নিরাপত্তা টিপসগুলো মেনে তবেই। ##চলুন জেনে নিই ফ্রি ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে অবশ্যপালনীয় কিছু নিরাপত্তা কৌশল। অনলাইন ব্যাংকিং থেকে বিরত থাকুন বাস ষ্টেশনে কিংবা রেস্টুরেন্টের মধ্যে ফ্রি ওয়াইফাই যেনো মরুভূমির বুকে এক বোতল ঠাণ্ডা মিনারেল ওয়াটার, তাইনা? কিন্তু একটু ধীরে আগাতে হবে। ফ্রি ওয়াইফাই অনেকসময় ফাঁদও হতে পারে। ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হয়ে কখনোই অনলাইন ব্যাংকিং কিংবা ডেবিট/ক্রেডিট কার্ড নম্বর ব্যবহার করে কোনো অনলাইন ট্র্যানজেকশন করবেন না। কারণ, ওয়াইফাই নেটওয়ার্কে যদি কোনো দুর্বৃত্তকারী থাকে, তবে তারা আপনার ব্যাংক বা কার্ডের তথ্য নিয়ে



Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home