Thursday, August 8, 2019

২০১৯ সালের সেরা ৯ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন !!

২০১৯ সালের সেরা ৯ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন !!

Image result for wordpress plugin
যেকোন ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস নিঃসন্দেহে একটি পারফেক্ট প্ল্যাটফর্ম । এটি বিগিনার ফ্রেন্ডলি এবং হাইলি কাস্টমাইজেবল । যাইহোক ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট একটি ওয়েবসাইটের জন্য দরকারি অনেক কাজ করা যায় না । তাই আপনাকে বাড়তি সুবিধা যোগ করার উপায় খুঁজতে হয় । আর এর সল্যুশন হচ্ছে প্লাগিন ইউজ করা । প্লাগিন হচ্ছে একধরণের অ্যাড-অন যা আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটল করে বাড়তি ফিচার্স বা ফাংশনালিটি যোগ করতে পারবেন । অনলাইনে অসংখ্য ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ওয়ার্ডপ্রেস প্লাগিন ডাউনলোড করা যায় । আবার ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল প্লাগিন ডিরেক্টরিতেও অসংখ্য ফ্রী এবং পেইড প্লাগিন রয়েছে । কিন্তু এত এত প্লাগিন থেকে বেস্ট প্লাগিনগুলো চুজ করা আপনার জন্য সময়সাপেক্ষ ব্যাপার হয়ে যেতে পারে । তাই এই আর্টিকেলে আমরা সেরা এবং পপুলার ৯ টি প্লাগিন সম্পর্কে আলোচনা করব । তার আগে জেনে নিই যে প্লাগিন জিনিসটা আসলে কি । প্লাগিন কি ?? ডেভেলপাররা যখন একটি সফটওয়্যার তৈরি করে তখন এই সফটওয়্যারটিতে অসংখ্য ফিচার দেওয়ার প্রয়োজন পড়ে । কিন্তু দেখা যায় কিছু কিছু ইউজারের কাছে কিছু কিছু ফিচার ভালো লাগে না । তাই ডেভেলপাররা এমন একটি সিস্টেম তৈরি করে যাতে ইউজারদের পছন্দমত ফিচার্স সফটওয়্যারটিতে আলাদাভাবে যোগ করে নিতে পারে । যেমন গুগল ক্রোম বাউজারে আমরা Ad-Blocker এক্সটেনশন ইউজ করি । তেমনি ওয়ার্ডপ্রেসেও আপনার দরকারি ফিচার্সগুলো অ্যাড করার জন্য প্লাগিন ইউজ করতে পারেন । ওয়ার্ডপ্রেস প্লাগিন হচ্ছে একধরণের অ্যাড-অন টুলস যা আপনি ডাউনলোড করে আপনার সাইটে ইন্সটল করতে পারেন । ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরণের প্লাগিন রয়েছে । কিছু কিছু প্লাগিন দিয়ে শুধুমাত্র একটি কাজই করা যায় । যেমন কন্টাক্ট ফর্ম, পিকচার গ্যালারি, স্লাইডার । আবার কিছু কিছু প্লাগিন প্যাকেজ আকারে অনেকগুলো কাজ করে । যেমন Jetpack প্লাগিনে আপনি একসাথে অনেকগুলো ফিচার্স পাবেন । যেমনঃ- কন্টাক্ট ফর্ম, সাইট সিকিউরিটি,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সাইট ব্যাকআপ ইত্যাদি । অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন প্রাইস রেঞ্জে ওয়ার্ডপ্রেস প্লাগিন পাওয়া যায়, আমরা সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব । তার আগে জেনে নিই যে একটি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কেন প্লাগিন ইউজ করা ইম্পোর্ট্যান্ট । কেন আপনি প্লাগিন ইউজ করবেন ??

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home