Thursday, August 22, 2019

পিপিলীকা যখন আকাশে উড়ে চলুন দেখে আসি জনপ্রিয় মার্ভেল কমিকস Ant-Man

পিপিলীকা যখন আকাশে উড়ে চলুন দেখে আসি জনপ্রিয় মার্ভেল কমিকস Ant-Man

Ant Man মুভি রিভিও

Directed byPeyton Reed
Produced byKevin Feige
Release date
Running time
117 minutes[1]
CountryUnited States
LanguageEnglish
Budget$130–169.3 million[2][3][4]
Box office$519.3 million[

এই জগতকে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তিতে ভাগ করার শুদ্ধ লাভ মানুষের পক্ষে সম্ভব। সংকীর্ণার্থে বাকি সব সেবাদাস।
মানুষ আসলে না-শোকর বান্দা। বুদ্ধির গর্ব করবে কিন্তু শরীর নিয়া তার অস্বস্তির অন্ত নাই। সুপারহিরোরা তো তা-ই বলে। আবার তাদের টেলিপ্যাথি বা অসহায়ত্ব দেখাইয়া করুণ ও অতিমানবিক রস উৎপাদনের চেষ্টা করে। এবং তার ‘সুপারহিরো’ কল্পনাকে বৈজ্ঞানিক কৃৎ-কৌশল দিয়ে ব্যাখ্যা করে।

যেমন— মাকড়সার কামড় খেয়ে ‌‌’স্পাইডার ম্যান’। ব্যাপারটা যদি এমনই থাকে তাহলে নেকড়ে কামড়ে ভ্যাম্পায়ার হওয়ার সাথে পার্থক্য নাই। তাই এতে বিজ্ঞানের আমদানি অতি জরুরি। আবার ‘সুপারহিরো’র বিপরীত পক্ষও বৈজ্ঞানিক কৃৎ-কৌশলের আশ্রয় নেয়। মাঝে লড়াইটা মানবতা বা এ নামে চলে। খেয়াল করলে দেখা যায় যা নিয়া যুদ্ধ, ওই সব ধ্বংসাত্মক জিনিস আবিষ্কারের সাথে ‘সুপারহিরো’ বা তার মহৎ বাবা-মা বা অন্য কোনো সৎ লোকের অবদান থাকে। যেমন- ‌‘অ্যান্ট ম্যান’ এর অতি আশ্চর্য পোশাক বা পিম পার্টিকল। মানে কিছু সুপারহিরো কাজ অন্যের ডিমে তা দেওয়া বা আবিষ্কারের পাহারা দেয়া। যাতে খারাপ ব্যবহার না হয়। ‘অ্যান্ট ম্যান’ও তার আবিস্কার রক্ষার দায়িত্ব দেয় নতুন ‘অ্যান্ট ম্যান’কে। যা আসলে ভয়াবহ অস্ত্র

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home