Friday, July 5, 2019

আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে দেখেনিন,সিম ব্যবহারে অসচেতনতার কারণে আপনারও জেল হতে পারে

আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে দেখেনিন,সিম ব্যবহারে অসচেতনতার কারণে আপনারও জেল হতে পারে

আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডি এর সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা, কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা ও শিক্ষনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে ও শিখতে পারি।তো আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা টিপস শেয়ার করবো। যেটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে কোড ডায়াল করে খুব সহজে জানতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে।অনেকে বলতে বলতে পারেন আমার দুইটা,তিনটা অথবা চারটা সিম রেজিস্ট্রেশন করা আছে। আরে ভাই থামেন এটা আপনার ভুল ধারণা যেমনটা আমি করে এখন সেটা বুঝতে পারছি। কেননা আপনি যখন সিমটা কেনার জন্য হাতের ফ্রিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তখন কি আপনি চিন্তা করেছেন আপনার কয়টা সিম রেজিস্ট্রেশন করছে,চিন্তার করেও উপায় নেই কারণ আপনি সেটা ধরতে পারছেন না। অনেক দোকানদার বলে ফ্রিঙ্গারপ্রিন্ট হয়নি আরেকবার দিন এইভাবে আপনাকে দিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশন করিয়ে আপনাকে একটা সিম দিচ্ছে অথচ আরেকটা সিম অন্য জায়গায় বেশি দামে বিক্রি করছে। সেক্ষেত্রে ফেঁসে যাচ্ছেন আপনি ওই সিমটি যদি খারাপ কাজে ব্যবহার হয় তবে শাস্তি পাবেন আপনি। তাছাড়া এরকম সিম যদি আপনি নিজে রেজিস্ট্রেশন না করে একটু বেশি দামে পেয়ে যান তবে আপনিও কিনতে চাইবেন এমন সিম। আশাকরি বুঝতে পেরেছেন কি বুঝাতে চাচ্ছি। তো বেশি কথা বলবো না নিচের স্কিনশর্টগুলো ফলো করুন আর দেখেনিন আপনার আইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। আপনার কাঙ্খিত এর চেয়ে বেশি হলে আজই তুলে নিন সিমটি।

প্রথমে ডায়াল পেডে যেয়ে নিচের কোডটি ডায়াল করুন



Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home