Thursday, November 8, 2018

[Official] ট্রেইনারদের জন্য কিছু নির্দেশনা।

[Official] ট্রেইনারদের জন্য কিছু নির্দেশনা।

Open In AndroidApp

প্রথমেই ট্রিকবিডি পরিবারের সকল মেম্বারদের ধন্যবাদ জানাচ্ছি,যারা এতবছর যাবত ট্রিকবিডিকে ভালোবেসে পাশে আছেন।
আশা করি ভবিষ্যতেও থাকবেন।
তবে সবচেয়ে বেশি ক্রেডিট পাওয়ার কথা ট্রেইনারদের।
ট্রেইনারদের অবদানের কারণেই ট্রিকবিডি এই দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে।
তাই ট্রেইনারদের নিয়ে বরাবরই আমাদের কিছু আলাদা পরিকল্পনা থাকে।
কিন্তু সময়/সুযোগের অভাবে তা হয়তো সবসময় সম্ভব হয়না।
তবে নিঃস্বার্থভাবে কাজ করা ট্রেইনারদের জন্য ট্রিকবিডি সামান্য বোনাসের ব্যবস্থা করেছে।
যা বলতে গেলে একদমই নগণ্য।
কিন্তু ৯০% এর মত ফ্রি ব্যাসিক ইউজার ও এক্সপার্ট হওয়ার কারণে এডব্লক করে ভিজিট করায় এই বোনাসের পরিমাণ এরচেয়ে বেশি করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হচ্ছেনা।
মনে রাখবেন,এটা কোনো পারিশ্রমিক নয়।
এগুলো হাদিয়া হিসেবে গ্রহণ করতে পারেন।
পারিশ্রমিক মনে করলে আপনার ভেতর যে শেখানোর প্রবল আগ্রহ আছে,তা দমে যাবে।
ভালো কাজের কোনো মূল্য হয়না।
আপনাদের এই কাজের মূল্য আমরা যারা শিখছি,তারা কখনোই চুকাতে পারবোনা।
জ্ঞানের মত অমূল্য সম্পদ নিঃস্বার্থভাবে বিতরণ করতে পারার মত মহৎ গুণ কয়জনেরই বা আছে?
এই গুণে গুণান্বিত সকল মানুষকে আবারো শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এখন মূল পয়েন্ট এ আসি।
কিছুদিন আগে রেফার নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়েছিলো।
কারণ,ঐ সময়টাতে রেফারের জন্য পোষ্ট এতই বেড়ে গিয়েছিলো যে আমাদের পক্ষে সামলানো মুশকিল হয়ে গিয়েছিলো।
একই পোষ্ট দিনে ৮ বার পর্যন্ত হয়েছে।
এখন আপনাদের জন্য সুখবর হলো,কিছু শর্ত মেনে রেফার লিংক/কোড শেয়ার করতে পারবেন।
শর্ত:
★অরিজিনাল পেমেন্ট প্রুফ (কারো কাছ থেকে ধার করা নয়),স্ক্রিনশট ও বিস্তারিত লিখাসহ একটি মানসম্মত পোষ্ট হতে হবে।
★শুধুমাত্র নতুন পোষ্টেই রেফার লিংক/কোড দেয়া যাবে।পুরাতন/আগে থেকেই ট্রিকবিডিতে আছে,এরকম পোষ্ট রেফার সহ করলে ট্রেইনার পদ বাতিল করা হবে।(ক্ষেত্র বিশেষে………)
★একটি পোষ্টে একবারই মাত্র রেফার লিংক/কোড দেয়া যাবে।
★প্রথমে সরাসরি লিংক দিয়ে তারপর রেফার লিংক দিতে হবে।
★রেফার দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য কাউকে প্রলুব্ধ করা যাবেনা।
পোষ্ট ভালো হলে এমনিতেই আপনাকে ক্রেডিট দেয়ার জন্য আপনার রেফার ইউজ করবে।এতে তো আপনাদের কারোই লস নেই।
★শর্টলিংক এর সাহায্যে কোনোপ্রকার ছলচাতুরী করলেই ট্রেইনার পদ বাতিল করা হবে।
★ইনবক্স মি কথাটি থেকে যথাসম্ভব বিরত থাকবেন।পোষ্টের শেষে নিজের ফেইসবুক আইডি লিংক ও অন্যান্য তথ্য সংযোজন করবেন।যাতে প্রয়োজনে কন্টাক্ট করা যায়।
★এবং, সবার সাথে হেল্পফুল আচরণ করবেন,আর বেশি বেশি রেফার পাবেন।
শর্ত দেখতে বেশি মনে হলেও এগুলো আগে থেকেই কার্যকর আছে।
স্মরণ করিয়ে দেয়া হলো শুধু।
এবার সাধারণ পোষ্টের জন্য:
★পোষ্টে কোনোপ্রকার (এডযুক্ত) শর্টলিংক দিলে প্রথমবার ১৫ দিনের জন্য,ও পরবর্তীতে সরাসরি ট্রেইনার পদ বাতিল করা হবে।
★একটি পোষ্টে নিজের ব্যক্তিগত লিংক (যোগাযোগের জন্য) দুই/ততোধিক দেয়া যাবে।
★কিন্তু প্রমোশনাল লিংক সর্বোচ্চ দুটি দেয়া যাবে।(সাইট লিংক/ইউটিউব চ্যানেল লিংক)
★বিস্তারিত লিখার পর পোষ্টের সাথে রিলেটেড ভিডিও ইম্বেড করে এড করা যাবে এবং তা দুটি প্রমোশনাল লিংক এর সাথে কাউন্ট করা হবেনা।
অর্থাৎ ইম্বেড ভিডিও লিংক ও পোষ্টেরই একটি অংশ হিসেবে গণ্য হবে।
(তবে ভিডিও অবশ্যই পোষ্টের সাথে সম্পর্কযুক্ত/ভালোভাবে বুঝার জন্য হতে হবে।)
★ডাউনলোড লিংক দেয়ার ক্ষেত্রে পারতপক্ষে এডযুক্ত লিংক দেয়া যাবেনা।
যেকোনো ফোন থেকে ডাউনলোড উপযোগী লিংক শেয়ার করা বাধ্যতামূলক।
এক্ষেত্রে সর্বনিম্ন ৫ টি রিপোর্ট পেলে পোষ্ট ডিলিট করা হবে এবং একাধিকার এরকম লিংক শেয়ার করলে ট্রেইনার পদ স্থগিত করা হবে।

আশা করি এই নির্দেশনাগুলো ইউটিউবার ও অনলাইন ইনকামে আগ্রহীদের জন্য উপকারী হবে।
তবে মনে রাখবেন,ট্রিকবিডিকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবেন না।
অন্যদের স্বার্থের জন্য ব্যবহার করুন।
সবাই শেখাতে এগিয়ে আসুন।
তাহলেই আপনার ফ্যানবেজ তৈরি হবে ও অনলাইনে সফল হওয়ার চান্স বাড়বে।
আশা করি নিয়মগুলো মেনে চলবেন।
তাহলেই আমাদের পক্ষে মানসম্মত ও আপনাদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা সম্ভব হবে।
আর হ্যাঁ,
আমাদের একটা পরিকল্পনা আছে।
যেটি বাস্তবায়ন করা সম্ভব হলে সাইটের বেশিরভাগ কন্ট্রোল আপনাদের হাতেই থাকবে।
কিছু নির্দিষ্ট সিস্টেমে (লাইক/রিপোর্ট) পোষ্ট পাবলিশ,ডিলিট সব অনেককিছু কন্ট্রোল করা যাবে।
সবাই পোষ্ট ও করতে পারবে।
যেকোনো কিছু।
সোশ্যাল সাইটের মত।
যতটুকু সম্ভব ট্রিকবিডিতে কন্ট্রিবিউট করুন।বন্ধুদের সাথে ট্রিকবিডির পরিচয় করিয়ে দিন।
রেজিস্ট্রেশন অন করে দেয়ায় এখন একাউন্ট করা নিয়েও আর ঝামেলা থাকছেনা।
নতুন+পুরাতন রুলসগুলো যথাসম্ভব মেনে চলতে চেষ্টা করুন।
এতে করে আমাদের কাজ সহজ হবে।আর সেবার মান আরো উন্নত করতে পারবো।
“সবাইকে ধন্যবাদ।”

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home