Thursday, November 8, 2018

জেনে নিন E112 কী। কেন এবং কীভাবে ব্যাবহার করতে হয়।

জেনে নিন E112 কী। কেন এবং কীভাবে ব্যাবহার করতে হয়।

আসসালামুআলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে Emergency Call সম্পর্কিত একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আলোচনায় আসা যাক।

Emergency Call কী?

Emergency call বলতে আমরা সাধারণত বুঝি গ্রামীণফোন সিমে *123*Phone Number#। তবে Emergency call E112 এর বিষয়ে আমরা অধিকাংশই অবগত নই। এটি এমন একটি Emergency number যা আপনাকে কোন অপারেটর ছাড়াই নিকটবর্তী Emergency network tower এর সাথে connect করে দিবে।

কেন এবং কোথায় ব্যাবহার করব?

112 এমন একটি Emergency number যা আপনাকে Servival পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে সহায়ক হবে। ইউরোপিয় ইউনিয়নের প্রায় সকল দেশে নাগরিকদের সুবিদার্থে 112 নাম্বারটি Fire service, police station বা নিকটবর্তী Hospital এ Redirect করা হয়। যাতে নাগরিকরা সঠিক সময় সাহায্য গ্রহণ করতে পারে।

Network Details

Emergency 112 নাম্বারটি ভারতসহ ইউরোপীয় ইউনিয়নের সকল দেশেই স্বক্রিয় আছে। এটি সংযোগ প্রদানের জন্য SIM Card এর GSM Network ব্যাবহার করে। যেকোন Handset বা Talephone-এ এটি ব্যাবহারযোগ্য। কোন কোন দেশে এই সেবাটি ব্যাবহাকের জন্য SIM Card এর দরকার পরে না। এমনকি Handset এর Lockscreen থেকেও এটি ব্যাবহার করা যায়।
এই বিষয়ের ওপর প্রায় অনেকেই অজ্ঞাত। তবে যারা জানেন না পোস্টটি শুধু তাদের জন্য। আশা করি পোস্টটি পড়ে একটু হলেও উপকৃত হয়েছেন।
17 hours ago (Nov 07, 2018)

Labels: , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home